Ad T1

ডিপিএল

আবাহনী-মোহামেডানের সহজ জয়

স্পোর্টস রিপোর্টার
প্রকাশ : ০৯ এপ্রিল ২০২৫, ১৭: ১৬
আপডেট : ০৯ এপ্রিল ২০২৫, ১৭: ২২
ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগে (ডিপিএল) সহজ জয় তুলে নিয়েছে আবাহনী লিমিটেড ও মোহামেডান স্পোর্টিং ক্লাব। প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাবকে ১৩৩ রানে হারিয়েছে আবাহনী। অন্যদিকে অগ্রণী ব্যাংক ক্রিকেট ক্লাবের বিপক্ষে মোহমেডানের জয় ৭৪ রানে।
বিকেএসপির চার নম্বর মাঠে আবাহনীর সংগ্রহ ছিল ২৯০ রান। জবাবে ১৫৭ রানে অলআউট হয় প্রাইম ব্যাংক। দলের জয়ের দিনে অলরাউন্ড পারফর্ম করেন দুর্দান্ত ফর্মে থাকা মোসাদ্দেক হোসেন সৈকত। ব্যাটিংয়ে ৩৭ রানের ইনিংস খেলার পর বল হাতে তার শিকার তিন উইকেট। ম্যাচসেরার পুরস্কার জিতেছেন জাতীয় দলের বাইরে থাকা এই ক্রিকেটার।
মোহামেডানের জয়ে বৃথা গেছে অমিত হাসানের সেঞ্চুরি। বিকেএসপির তিন নম্বর মাঠে আগে ব্যাট করতে নেমে ২৮৭ রান জড়ো করে মতিঝিল পাড়ার ক্লাবটি। লক্ষ্য তাড়া করতে নেমে ২১৩ রানে গুটিয়ে যায় অগ্রণী ব্যাংক। দলটির হয়ে ১০৫ রান করেন অমিত। এর আগে মুশফিকুর রহিম ও মাহিদুল ইসলামের ফিফটিতে এই পুঁজি পায় মোহামেডান। ৭৫ রান এনে দেন মুশফিক। মাহিদুলের অবদান ৬৪ রান।
Ad
এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত