স্পোর্টস রিপোর্টার
দীর্ঘ বিরতির পর আজ থেকে আবার শুরু হচ্ছে বাংলাদেশ প্রিমিয়ার ফুটবল লিগের খেলা। জাতীয় দলের খেলা ও ঈদ মিলে ৪৮ দিন বিরতির পর ১১তম রাউন্ডের খেলা মাঠে গড়াচ্ছে। সর্বশেষ গত ২২ ফেব্রুয়ারি লিগের দশম রাউন্ডের খেলা হয়েছিল। আজ ফেরার দিনে দুটি ম্যাচ রয়েছে। মুন্সীগঞ্জের বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে রহমতগঞ্জ ও চট্টগ্রাম আবাহনী লড়বে। গাজীপুরের শহীদ বরকত স্টেডিয়ামে পুলিশ এফসির প্রতিপক্ষ ফকিরেরপুল ইয়ংমেন্স ক্লাব।
দুটি ম্যাচই শুরু হবে বেলা সাড়ে ৩টায়। আগামীকাল শনিবার মুখোমুখি হবে মোহামেডান স্পোর্টিং ক্লাব ও বসুন্ধরা কিংস। এ ম্যাচে কিংস অ্যারেনার নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন মোহামেডান ক্লাব। এজন্য স্টেডিয়ামের নিরাপত্তার জোরদার করার জন্য কিংস অ্যারেনা কর্তৃপক্ষকে চিঠি দিয়েছে ফুটবল ফেডারেশনে (বাফুফে)।
এ পর্যন্ত ১০ ম্যাচে সর্বোচ্চ ২৭ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে রয়েছে মোহামেডান। তাদের সমান ম্যাচে ২০ পয়েন্ট অর্জন কিংসের। টেবিলে তারা তৃতীয় স্থানে রয়েছে। দ্বিতীয় স্থানে থাকা ঢাকা আবাহনীর অর্জন ২৩ পয়েন্ট। অন্যদিকে, ১০ ম্যাচে রহমতগঞ্জের অর্জন ১৫ পয়েন্ট। টেবিলে চার নম্বরে আছে তারা। এ ছাড়া পুলিশ এফসির অর্জন ১৩ পয়েন্ট। ফকিরেরপুল ৯ পয়েন্ট অর্জন করেছে। ৩ পয়েন্ট নিয়ে টেবিলের তলানিতে চট্টগ্রাম আবাহনী।
বাংলাদেশি নারী ক্রীড়াবিদদের জন্য খেলাধুলার সুযোগ-সুবিধা বাড়াতে কাতার ফাউন্ডেশনের প্রতিশ্রুতি ভীষণরকম আশাবাদী ও উচ্ছ্বসিত প্রধান উপদেষ্টার সঙ্গে কাতারে সফররত চার নারী ক্রীড়াবিদ।
১ ঘণ্টা আগেক্রিস্টাল প্যালেসের বিপক্ষে জয়ের পথেই ছিল আর্সেনাল। কিন্তু শেষদিকে গোল হজম করে জয়বঞ্চিত হয়েছে মিকেল আর্তেতার শিষ্যরা। শক্তির বিচারে বেশ পিছিয়ে থাকা দলটির সঙ্গে ২-২ গোলের ড্র নিয়ে মাঠ ছেড়ে গত আসরের রানার্সআপরা।
৪ ঘণ্টা আগেস্প্যানিশ লা লিগায় গেতাফেকে ১-০ গোলে হারিয়েছে রিয়াল মাদ্রিদ। কলিসিয়াম স্টেডিয়ামে সফরকারী দলের হয়ে জয়সূচক গোলটি করেন তুর্কি তরুণ মিডফিল্ডার আর্দা গুলের। এর মাধ্যমে স্পেনের শীর্ষ লিগে টানা তিন জয়ের দেখা পেল কার্লো আনচেলত্তির শিষ্যরা।
৫ ঘণ্টা আগেজিততে হলে চাই ১৭৪ রান। হাতে সময় দেড় দিন বাকি। টার্গেট তেমন কঠিন কিছু নয়। সেই রান তাড়ায় ওপেনিং জুটিতে যোগ হয়েছে ৯৫ রান। সহজ জয়ের পথেই ছিল জিম্বাবুয়ে। কিন্তু টেস্ট ক্রিকেট যে রোমাঞ্চ পছন্দ করে! সিলেট টেস্ট শেষ পর্যন্ত জিম্বাবুয়েই জিতল সেই রোমাঞ্চের সুরভী ছড়িয়ে।
৭ ঘণ্টা আগে