Ad T1

আজ মাঠে ফিরছে প্রিমিয়ার ফুটবল লিগ

স্পোর্টস রিপোর্টার
প্রকাশ : ১১ এপ্রিল ২০২৫, ০৮: ০০
দীর্ঘ বিরতির পর আজ থেকে আবার শুরু হচ্ছে বাংলাদেশ প্রিমিয়ার ফুটবল লিগের খেলা। জাতীয় দলের খেলা ও ঈদ মিলে ৪৮ দিন বিরতির পর ১১তম রাউন্ডের খেলা মাঠে গড়াচ্ছে। সর্বশেষ গত ২২ ফেব্রুয়ারি লিগের দশম রাউন্ডের খেলা হয়েছিল। আজ ফেরার দিনে দুটি ম্যাচ রয়েছে। মুন্সীগঞ্জের বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে রহমতগঞ্জ ও চট্টগ্রাম আবাহনী লড়বে। গাজীপুরের শহীদ বরকত স্টেডিয়ামে পুলিশ এফসির প্রতিপক্ষ ফকিরেরপুল ইয়ংমেন্স ক্লাব।

দুটি ম্যাচই শুরু হবে বেলা সাড়ে ৩টায়। আগামীকাল শনিবার মুখোমুখি হবে মোহামেডান স্পোর্টিং ক্লাব ও বসুন্ধরা কিংস। এ ম্যাচে কিংস অ্যারেনার নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন মোহামেডান ক্লাব। এজন্য স্টেডিয়ামের নিরাপত্তার জোরদার করার জন্য কিংস অ্যারেনা কর্তৃপক্ষকে চিঠি দিয়েছে ফুটবল ফেডারেশনে (বাফুফে)।

এ পর্যন্ত ১০ ম্যাচে সর্বোচ্চ ২৭ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে রয়েছে মোহামেডান। তাদের সমান ম্যাচে ২০ পয়েন্ট অর্জন কিংসের। টেবিলে তারা তৃতীয় স্থানে রয়েছে। দ্বিতীয় স্থানে থাকা ঢাকা আবাহনীর অর্জন ২৩ পয়েন্ট। অন্যদিকে, ১০ ম্যাচে রহমতগঞ্জের অর্জন ১৫ পয়েন্ট। টেবিলে চার নম্বরে আছে তারা। এ ছাড়া পুলিশ এফসির অর্জন ১৩ পয়েন্ট। ফকিরেরপুল ৯ পয়েন্ট অর্জন করেছে। ৩ পয়েন্ট নিয়ে টেবিলের তলানিতে চট্টগ্রাম আবাহনী।
Ad
এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত