Ad T1

বাংলাদেশের বিপক্ষে সিরিজ

আকিবকে পদত্যাগের পরামর্শ সাবেক ক্রিকেটারের

স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ০৯ এপ্রিল ২০২৫, ১৯: ২৮
আকিব জাভেদ

আকিব জাভেদ কোচ হয়ে আসার পর থেকেই ব্যর্থতায় ঘুরপাক খাচ্ছে পাকিস্তান। তাই আকিবকে সরে দাঁড়ানোর পরামর্শ দিয়েছেন পাকিস্তানের সাবেক ক্রিকেটার বাসিত আলী। তার মতে, আকিব কোচের ভূমিকায় থাকলে বাংলাদেশের কাছেও হারতে হবে পাকিস্তানকে।

গত ডিসেম্বরে জেসন গিলেস্পির পদত্যাগের পর তিন সংস্করণে পাকিস্তানের অন্তর্বর্তীকালীন কোচের দায়িত্ব পান আকিব। তার অধীনে ঘরের মাঠে অনুষ্ঠিত চ্যাম্পিয়নস ট্রফির গ্রুপ পর্ব থেকে বিদায় নেয় ম্যান ইন গ্রিনরা। সবশেষ নিউজিল্যান্ড সফরে টি-টোয়েন্টি সিরিজে ৪-১ ব্যবধানে হারার পর ওয়ানডেতে হোয়াইটওয়াশ হয়েছে পাকিস্তান।

আগামী চার মাসে দুইবার বাংলাদেশের বিপক্ষে সিরিজ খেলবে পাকিস্তান। তার আগে আকিবের পাশাপাশি নির্বাচক কমিটিরও পদত্যাগ দাবি করেছেন বাসিত। নিজের ইউটিউব চ্যানেলে সাবেক ক্রিকেটার বলেন, ‘কোচের পদ থেকে আকিবের পদত্যাগ করা উচিত। সে আগামী চার মাস দায়িত্বে থাকলে পাকিস্তান বাংলাদেশের বিপক্ষেও হারবে।

তিনি আরও বলেন, ‘পিসিবির নির্বাচক কমিটির সরে দাঁড়ানো দরকার। দল কিভাবে সাজাতে হয় তারা সেটাই জানে না। চ্যাম্পিয়নস ট্রফি থেকেই দলের অবস্থা ভালো যাচ্ছে না। টমেটো বিক্রেতারাও প্রশ্ন করছে, চ্যাম্পিয়নস ট্রফিতে কেন স্পিনার নেওয়া হয়নি।’

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত