পারটেক্সের ক্রিকেটারদের ম্যাচ বর্জনের হুমকি
স্পোর্টস রিপোর্টার
পারটেক্স স্পোর্টিং ক্লাবের ক্রিকেটারদের পারিশ্রমিক না দেওয়ার ঘটনা নতুন কিছু নয়। গত মৌসুমেই ক্রিকেটারদের পারিশ্রমিক বাকি রেখেছিল দলটি। এবারো সেই এই ঘটনা। ঢাকার ক্রিকেটে গত কয়েক মৌসুম ধরেই ক্রিকেটারদের পারিশ্রমিক নিয়ে তালবাহানা করছে তারা। আগের দফায় ক্রিকেটাররা বিসিবি কিংবা সিসিডিএমে চিঠি দেয়নি। তবে এবার ধৈর্যের বাঁধ ভেঙে বিসিবির দ্বারস্থ হয়েছেন। গতকাল দুপুরে বিসিবির প্রধান নির্বাহী কর্মকর্তা নিজামউদ্দিন চৌধুরী সুজন বরাবর চিঠি দেন মুক্তার আলী-সাব্বির রহমানরা। এর আগে পারিশ্রমিকের দাবিতে অনুশীলন বয়কট করেন এবং দিয়েছেন ম্যাচ বর্জনের হুমকিও। আজ বৃহস্পতিবার বিকেএসপির তিন নম্বর মাঠে গাজী গ্রুপ ক্রিকেটার্সের বিপক্ষে মাঠে নামার কথা রয়েছে দলটির। শুধু পারিশ্রমিক না পাওয়ার অভিযোগের পাশাপাশি ক্রিকেটারদের সঙ্গে অসদাচরণ ও লিখিত চুক্তিপত্র না দেওয়ার অভিযোগও রয়েছে।
ডিপিএলের ৯ম রাউন্ড শেষে ২ জয়ে পয়েন্ট টেবিলের ১১ নম্বরে অবস্থান করছে পারটেক্স স্পোর্টিং ক্লাব। মাঠের ভেতরে যেমন পারফর্ম করতে ব্যর্থ দলটি, ঠিক তেমনি মাঠের বাইরেও তৈরি হয়েছে টালমাটাল পরিস্থিতি। এখন রেলিগেশন লিগে খেলার অপেক্ষায় আছে দলটি। ঠিক এ সময়ে পারিশ্রমিক নিয়ে বিসিবিতে অভিযোগ জানাল দলটির খেলোয়াড়রা। পারটেক্সের হয়ে খেলা সাব্বির রহমান-মুক্তার আলীদের দাবি, হাতেগোনা কয়েকজন ক্রিকেটার ছাড়া কেউই ১৫-২০ শতাংশের বেশি পারিশ্রমিক পাননি। তবে হুট করেই বিসিবির দ্বারস্থ হননি দলটির ক্রিকেটাররা। ঈদের আগ থেকে ক্লাবকে পারিশ্রমিকের জন্য চাপ দিচ্ছিলেন, তবে কাজ না হওয়ায় শেষ পর্যন্ত বিসিবির কাছে ধরনা দিতে হয়েছে তাদের।
পারিশ্রমিক নিয়ে ঈদের পর কোনো অগ্রগতি না হওয়ায় গতকাল বুধবার দলের সবাই মিলে অনুশীলন বয়কটের ডাক দেন। জিম সেশন করে ১৭ ক্রিকেটারের স্বাক্ষর সংবলিত চিঠি দেন বিসিবির প্রধান নির্বাহী কর্মকর্তা বরাবর। সে সময় প্রধান নির্বাহী কর্মকর্তা অফিসে না থাকায় বিসিবির ক্রিকেট অপারেশনস চেয়ারম্যান নাজমুল আবেদিন ফাহিমের সঙ্গে দেখা করে তারা সমাধান চান।
পরে গণমাধ্যমের মুখোমুখি হয়ে পেসার মুক্তার আলী বলেন, ‘পারিশ্রমিকের সমস্যাটা একদিনের নয়। আমরা অনেক দিন ধরেই চেষ্টা করছি ক্লাবের সঙ্গে যোগাযোগ করার। কিন্তু তারা কোনো সাড়া দিচ্ছে না। তাই আমরা সিদ্ধান্ত নিয়েছি আজকে (গতকাল) যেমন অনুশীলন বয়কট করেছি, কালকের (আজ) ম্যাচও খেলব না। এবার সবার পারিশ্রমিক খুবই অল্প। সেই টাকাও আমরা পাচ্ছি না। তাই কালকের ম্যাচ খেলতে যাব না।’
দলটির আরেক ক্রিকেটার জয়রাজ শেখের দাবি, কোচ আনোয়ারুল মোস্তাকিম তরুণ ক্রিকেটারদের নিয়ে দল সাজানোর কাজ শুরু করেছেন। তার কথায়, ‘রমজান মাসে এত গরমের মধ্যে খেলেছি আমরা। টাকা চাইতে গেলে উল্টো আমাদের নামে অভিযোগ করার হুমকি দিয়েছে ক্লাব কর্তৃপক্ষ। আজকে সিসিডিএমে চিঠি দিতে গিয়ে দেখি নতুন ক্রিকেটার নিবন্ধন করাচ্ছে তারা। আগামীকালের ম্যাচে কারা খেলে, সেটি দেখলেই বুঝতে পারবেন এই দলের মধ্যে আরো সমস্যা আছে।’
ক্রিকেটারদের পারিশ্রমিক না পাওয়ার অভিযোগ নিয়ে দলটির কর্মকর্তা সাজ্জাদ হোসেন গণমাধ্যমকে জানান, দলের সব ক্রিকেটারকে ৬০ শতাংশ পারিশ্রমিক দেওয়া হয়েছে। তিনি দাবি করেন, ‘খেলোয়াড়রা ৬০ শতাংশ পারিশ্রমিক পেয়েছে। বাকিটাও দিয়ে দেওয়া হবে। তারা ভয় পাচ্ছে দল ভালো না করায় হয়তো টাকা পাবে না।’ পারিশ্রমিকের দাবিতে ম্যাচ বয়কটের হুমকি থাকায় গতকালই নতুন তিনজন ক্রিকেটারকে দলে ভিড়িয়েছে পারটেক্স। সিসিডিএম সূত্রে জানা গেছে, আরো কজন ক্রিকেটারকে দলে ভেড়ানোর চেষ্টা চালাচ্ছে দলটি।
পারিশ্রমিক বাকি রাখা ছাড়াও আরো অনেক অভিযোগ আছে পারটেক্সের বিরুদ্ধে। ক্রিকেটারদের সঙ্গে কথা বলে জানা গেছে, ক্লাব কর্মকর্তাদের সঙ্গে ক্রিকেটারদের মধ্যে রয়েছে বৈরী সম্পর্ক। পাশাপাশি অখেলোয়াড়সুলভ আচরণের অভিযোগও রয়েছে কোচ ও ক্লাব কর্মকর্তাদের বিরুদ্ধে। পাশাপাশি ক্রিকেটারদের সঙ্গে লিখিত চুক্তিপত্র না করার অভিযোগও পাওয়া গেছে। তবে এসব অভিযোগ নিয়ে কোনো মন্তব্য করতে রাজি হননি দলটির কর্মকর্তা সাজ্জাদ হোসেন।
এদিকে পারিশ্রমিক দাবিতে বিসিবির কাছে ক্রিকেটারদের নিয়ে বিস্ফোরক মন্তব্য করেছেন পারটেক্স স্পোর্টিংয়ের কোচ আনোয়ারুল মোস্তাকিম। তার মতে, ক্রিকেটাররা হয়তো ‘ফিক্সিং’য়ের সঙ্গে জড়িত আছেন। তিনি বলেন, ‘আমাদের অফিসিয়ালরা ইনস্ট্রাকশন দিয়েছেন একরকম; কিন্তু তারা (ক্রিকেটাররা) খেলছে আরেকরকম। আমাদের অফিসিয়ালরা ইনস্ট্রাকশন দিচ্ছেন আমার দল ১০০ রানে অলআউট হয়ে যাক, কিন্তু ইতিবাচক খেলা চাই। কিন্তু ওরা গিয়ে নেগেটিভ ক্রিকেট খেলেছে।’ তিনি আরো যোগ করেন, ‘বিভিন্ন জায়গা থেকে ফোন আসছে, এটা সন্দেহজনক, তোমাদের দলের খেলোয়াড়রা এমন করছে কেন! এরকম তো খেলার কথা নয়। যেখানে ২২০ রান তাড়া করছি, ২০ ওভারে ৩৭ রান। এটা তো সন্দেহজনক খেলা। আমি তো প্রমাণ ছাড়া কোনো কথা বলতে পারছি না। আমাকে অনেক খেলোয়াড় অনেক ফোন করছে এই বলে যে, আপনার এই খেলোয়াড় ফিক্সিং করছে; ওই খেলোয়াড় এটা করছে, ওটা করছে। আমার তো এ বিষয়ে অভিজ্ঞতা নেই, ফিক্সিংটা করে কীভাবে। কিন্তু এরকম নেগেটিভ খেলা কেন?’
পারটেক্স স্পোর্টিং ক্লাবের ক্রিকেটারদের পারিশ্রমিক না দেওয়ার ঘটনা নতুন কিছু নয়। গত মৌসুমেই ক্রিকেটারদের পারিশ্রমিক বাকি রেখেছিল দলটি। এবারো সেই এই ঘটনা। ঢাকার ক্রিকেটে গত কয়েক মৌসুম ধরেই ক্রিকেটারদের পারিশ্রমিক নিয়ে তালবাহানা করছে তারা। আগের দফায় ক্রিকেটাররা বিসিবি কিংবা সিসিডিএমে চিঠি দেয়নি। তবে এবার ধৈর্যের বাঁধ ভেঙে বিসিবির দ্বারস্থ হয়েছেন। গতকাল দুপুরে বিসিবির প্রধান নির্বাহী কর্মকর্তা নিজামউদ্দিন চৌধুরী সুজন বরাবর চিঠি দেন মুক্তার আলী-সাব্বির রহমানরা। এর আগে পারিশ্রমিকের দাবিতে অনুশীলন বয়কট করেন এবং দিয়েছেন ম্যাচ বর্জনের হুমকিও। আজ বৃহস্পতিবার বিকেএসপির তিন নম্বর মাঠে গাজী গ্রুপ ক্রিকেটার্সের বিপক্ষে মাঠে নামার কথা রয়েছে দলটির। শুধু পারিশ্রমিক না পাওয়ার অভিযোগের পাশাপাশি ক্রিকেটারদের সঙ্গে অসদাচরণ ও লিখিত চুক্তিপত্র না দেওয়ার অভিযোগও রয়েছে।
ডিপিএলের ৯ম রাউন্ড শেষে ২ জয়ে পয়েন্ট টেবিলের ১১ নম্বরে অবস্থান করছে পারটেক্স স্পোর্টিং ক্লাব। মাঠের ভেতরে যেমন পারফর্ম করতে ব্যর্থ দলটি, ঠিক তেমনি মাঠের বাইরেও তৈরি হয়েছে টালমাটাল পরিস্থিতি। এখন রেলিগেশন লিগে খেলার অপেক্ষায় আছে দলটি। ঠিক এ সময়ে পারিশ্রমিক নিয়ে বিসিবিতে অভিযোগ জানাল দলটির খেলোয়াড়রা। পারটেক্সের হয়ে খেলা সাব্বির রহমান-মুক্তার আলীদের দাবি, হাতেগোনা কয়েকজন ক্রিকেটার ছাড়া কেউই ১৫-২০ শতাংশের বেশি পারিশ্রমিক পাননি। তবে হুট করেই বিসিবির দ্বারস্থ হননি দলটির ক্রিকেটাররা। ঈদের আগ থেকে ক্লাবকে পারিশ্রমিকের জন্য চাপ দিচ্ছিলেন, তবে কাজ না হওয়ায় শেষ পর্যন্ত বিসিবির কাছে ধরনা দিতে হয়েছে তাদের।
পারিশ্রমিক নিয়ে ঈদের পর কোনো অগ্রগতি না হওয়ায় গতকাল বুধবার দলের সবাই মিলে অনুশীলন বয়কটের ডাক দেন। জিম সেশন করে ১৭ ক্রিকেটারের স্বাক্ষর সংবলিত চিঠি দেন বিসিবির প্রধান নির্বাহী কর্মকর্তা বরাবর। সে সময় প্রধান নির্বাহী কর্মকর্তা অফিসে না থাকায় বিসিবির ক্রিকেট অপারেশনস চেয়ারম্যান নাজমুল আবেদিন ফাহিমের সঙ্গে দেখা করে তারা সমাধান চান।
পরে গণমাধ্যমের মুখোমুখি হয়ে পেসার মুক্তার আলী বলেন, ‘পারিশ্রমিকের সমস্যাটা একদিনের নয়। আমরা অনেক দিন ধরেই চেষ্টা করছি ক্লাবের সঙ্গে যোগাযোগ করার। কিন্তু তারা কোনো সাড়া দিচ্ছে না। তাই আমরা সিদ্ধান্ত নিয়েছি আজকে (গতকাল) যেমন অনুশীলন বয়কট করেছি, কালকের (আজ) ম্যাচও খেলব না। এবার সবার পারিশ্রমিক খুবই অল্প। সেই টাকাও আমরা পাচ্ছি না। তাই কালকের ম্যাচ খেলতে যাব না।’
দলটির আরেক ক্রিকেটার জয়রাজ শেখের দাবি, কোচ আনোয়ারুল মোস্তাকিম তরুণ ক্রিকেটারদের নিয়ে দল সাজানোর কাজ শুরু করেছেন। তার কথায়, ‘রমজান মাসে এত গরমের মধ্যে খেলেছি আমরা। টাকা চাইতে গেলে উল্টো আমাদের নামে অভিযোগ করার হুমকি দিয়েছে ক্লাব কর্তৃপক্ষ। আজকে সিসিডিএমে চিঠি দিতে গিয়ে দেখি নতুন ক্রিকেটার নিবন্ধন করাচ্ছে তারা। আগামীকালের ম্যাচে কারা খেলে, সেটি দেখলেই বুঝতে পারবেন এই দলের মধ্যে আরো সমস্যা আছে।’
ক্রিকেটারদের পারিশ্রমিক না পাওয়ার অভিযোগ নিয়ে দলটির কর্মকর্তা সাজ্জাদ হোসেন গণমাধ্যমকে জানান, দলের সব ক্রিকেটারকে ৬০ শতাংশ পারিশ্রমিক দেওয়া হয়েছে। তিনি দাবি করেন, ‘খেলোয়াড়রা ৬০ শতাংশ পারিশ্রমিক পেয়েছে। বাকিটাও দিয়ে দেওয়া হবে। তারা ভয় পাচ্ছে দল ভালো না করায় হয়তো টাকা পাবে না।’ পারিশ্রমিকের দাবিতে ম্যাচ বয়কটের হুমকি থাকায় গতকালই নতুন তিনজন ক্রিকেটারকে দলে ভিড়িয়েছে পারটেক্স। সিসিডিএম সূত্রে জানা গেছে, আরো কজন ক্রিকেটারকে দলে ভেড়ানোর চেষ্টা চালাচ্ছে দলটি।
পারিশ্রমিক বাকি রাখা ছাড়াও আরো অনেক অভিযোগ আছে পারটেক্সের বিরুদ্ধে। ক্রিকেটারদের সঙ্গে কথা বলে জানা গেছে, ক্লাব কর্মকর্তাদের সঙ্গে ক্রিকেটারদের মধ্যে রয়েছে বৈরী সম্পর্ক। পাশাপাশি অখেলোয়াড়সুলভ আচরণের অভিযোগও রয়েছে কোচ ও ক্লাব কর্মকর্তাদের বিরুদ্ধে। পাশাপাশি ক্রিকেটারদের সঙ্গে লিখিত চুক্তিপত্র না করার অভিযোগও পাওয়া গেছে। তবে এসব অভিযোগ নিয়ে কোনো মন্তব্য করতে রাজি হননি দলটির কর্মকর্তা সাজ্জাদ হোসেন।
এদিকে পারিশ্রমিক দাবিতে বিসিবির কাছে ক্রিকেটারদের নিয়ে বিস্ফোরক মন্তব্য করেছেন পারটেক্স স্পোর্টিংয়ের কোচ আনোয়ারুল মোস্তাকিম। তার মতে, ক্রিকেটাররা হয়তো ‘ফিক্সিং’য়ের সঙ্গে জড়িত আছেন। তিনি বলেন, ‘আমাদের অফিসিয়ালরা ইনস্ট্রাকশন দিয়েছেন একরকম; কিন্তু তারা (ক্রিকেটাররা) খেলছে আরেকরকম। আমাদের অফিসিয়ালরা ইনস্ট্রাকশন দিচ্ছেন আমার দল ১০০ রানে অলআউট হয়ে যাক, কিন্তু ইতিবাচক খেলা চাই। কিন্তু ওরা গিয়ে নেগেটিভ ক্রিকেট খেলেছে।’ তিনি আরো যোগ করেন, ‘বিভিন্ন জায়গা থেকে ফোন আসছে, এটা সন্দেহজনক, তোমাদের দলের খেলোয়াড়রা এমন করছে কেন! এরকম তো খেলার কথা নয়। যেখানে ২২০ রান তাড়া করছি, ২০ ওভারে ৩৭ রান। এটা তো সন্দেহজনক খেলা। আমি তো প্রমাণ ছাড়া কোনো কথা বলতে পারছি না। আমাকে অনেক খেলোয়াড় অনেক ফোন করছে এই বলে যে, আপনার এই খেলোয়াড় ফিক্সিং করছে; ওই খেলোয়াড় এটা করছে, ওটা করছে। আমার তো এ বিষয়ে অভিজ্ঞতা নেই, ফিক্সিংটা করে কীভাবে। কিন্তু এরকম নেগেটিভ খেলা কেন?’
ঢাকা প্রিমিয়ার লিগের (ডিপিএল) সুপার লিগের দ্বিতীয় রাউন্ডে আবাহনীর পাশাপাশি জয় পেয়েছে শিরোপা দৌড়ে এগিয়ে থাকা মোহামেডান। তবে এদিন গাজী গ্রুপের কাছে হেরেছে লিজেন্ডস অব রূপগঞ্জ।
১৯ মিনিট আগেলিভারপুলের দাপটে শিরোপা জেতার আশা প্রায় শেষ হয়ে গেছে আর্সেনালের। এমন সমীকরণে ইপ্সউইচ টাউনের বিপক্ষে তাদের ম্যাচটি ছিল একরকম আনুষ্ঠানিকতার। সে ম্যাচে গোল উৎসব করেছে গানাররা। অবনমন অঞ্চলের দলটিকে ৪-০ গোলে হারিয়েছে তারা।
৩৯ মিনিট আগেআন্তর্জাতিক টেবিল টেনিসে বাংলাদেশের একমাত্র স্বর্ণ আসে ২০২২ সালের মালদ্বীপে দক্ষিণ এশিয় যুব টেবিল টেনিসে। এরপর সম্ভাবনা তৈরি করেও শেষমুহুর্তে আর সোনার দেখা মেলেনি। এবার নেপালে অনুষ্ঠিতব্য একই টুর্ণামেন্টে আবার সোনার প্রত্যাশা করছে বাংলাদেশ টেবিল টেনিস ফেডারেশন (বিটিটিএফ)।
১ ঘণ্টা আগেঢাকা প্রিমিয়ার লিগ (ডিপিএল) চলাকালে এনামুল হক বিজয়ের একটি চিরকুট বেশ ভাইরাল হয়েছিল। সেখানে লেখা ছিল ‘২০২৫-এর বছর শেষ হওয়ার আগে আমার সেঞ্চুরি থাকবে ৫০টা’। নিজেকে দেওয়া সেই কথা রেখে প্রথম বাংলাদেশি হিসেবে পেশাদার ক্রিকেটে ৫০ সেঞ্চুরি করেছেন তিনি।
২ ঘণ্টা আগে