Ad T1

ফের জোড়া গোল করে দল জেতালেন রোনালদো

স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ১৩ এপ্রিল ২০২৫, ০৯: ৫২

৪০ এর ঘরে পা রেখেও গোলমুখে দারুণ কার্যকর ক্রিস্টিয়ানো রোনালদো। ম্যাচের পর ম্যাচ টানা গোল করে যাচ্ছেন এই ফরওয়ার্ড। তারই ধারাবাহিকতায় সৌ প্রো লিগে শনিবার (১২ মার্চ) দিবাগত রাতে আল রিয়াদের বিপক্ষে করলেন জোড়া গোল। রোনালদোর দুই গোলের ওপর দাঁড়িয়ে সৌদি আরবের রাজধানী পাড়ার ক্লাবটির বিপক্ষে ২-১ ব্যবধানের জয় তুলে নিয়েছে আল নাসের।

টানা দুই ম্যাচে জোড়া গোলের দেখা পেলেন রোনালদো। এর আগে গত সপ্তাহে সৌদি আরবের শীর্ষ লিগে আল হিলালের বিপক্ষে দুইবার লক্ষ্যভেদ করেন সাবেক ম্যানচেস্টার ইউনাইটেড তারকা। একের পর এক জালে বল জড়িয়ে হাজারতম গোলের মাইলফলক স্পর্শের পথে বেশ ভালোভাবেই এগিয়ে যাচ্ছেন রোনালদো। বর্তমানে তার ক্যারিয়ার গোলসংখ্যা ৯৩৩টি।

আল রিয়াদের বিপক্ষে জিতলেও প্রথমে পিছিয়ে পড়ে আল নাসের। প্রথমার্ধের যোগ করা সময়ে তাদের জাল কাঁপান ফায়েজ সেলেমানি।

৫৬ মিনিটে ম্যাচে ফেরে আল নাসের। সাদিও মানের বাড়ানো বলে ঠিকানা খুঁজে নেন রোনালদো। আট মিনিটের মাথায় নিজের এবং দলের হয়ে দ্বিতীয় তথা শেষ গোলটি করেন ইতিহাসের সেরা ফুটবলারদের একজন। এবারও তার গোলে সহায়তা করেন মানে। এই ব্যবধান ধরে রেখে ম্যাচ শেষ করে আল নাসের।

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত