Ad T1

বিদ্রোহ প্রত্যাহার

অনুশীলনে ফেরার প্রতিশ্রুতি নারী ফুটবলারদের

স্পোর্টস রিপোর্টার
প্রকাশ : ১৬ ফেব্রুয়ারি ২০২৫, ১৬: ০১
আপডেট : ১৬ ফেব্রুয়ারি ২০২৫, ১৬: ২০

বিদ্রোহ প্রত্যাহার করেছেন বাংলাদেশ নারী দলের ফুটবলাররা। একই সঙ্গে অনুশীলনে ফেরার প্রতিশ্রুতি দিয়েছেন বিদ্রোহে যাওয়া ১৮ নারী ফুটবলার। বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) নারী উইংয়ের প্রধান মাহফুজা আক্তার কিরণ বিষয়টি নিশ্চিত করেছেন।

প্রধান কোচ পিটার বাটলারের পদত্যাগ দাবিতে বিদ্রোহ শুরু করেছিল ১৮ নারী ফুটবলার। তাই তাদের ছাড়াই এশিয়ান কাপ বাছাই ও সংযুক্ত আরব আমিরাত সফরের জন্য ক্যাম্প শুরু করেন বাটলার। জটিলতার মাঝে রবিবার (১৬ ফেব্রুয়ারি) সকালে বিদ্রোহী ফুটবলারদের সঙ্গে কথা বলেন কিরন। বাফুফের এই কর্মকর্তার সঙ্গে কথা বলে নিজেদের অবস্থান থেকে সরে আসেন সাবিনারা।

দুটি প্রীতি ম্যাচ খেলতে আগামী ২৪ ফেব্রুয়ারি সংযুক্ত আরব আমিরাত যাবে বাংলাদেশ নারী ফুটবল দল। সে সফর শেষে অনুশীলনে ফিরবেন বিদ্রোহে যাওয়া ফুটবলাররা। গণমাধ্যমকে কিরন বলেন, ‘মেয়েরা অনুশীলনে ফিরবে। যদিও সেটা এখনই না। তারা বিশ্রাম চেয়েছে। আরব আমিরাত থেকে দল ফেরার পর যখন ক্যাম্প শুরু হবে তখন তারা অনুশীলনে ফিরবে। তখন তাদের সঙ্গে চুক্তিও হবে।’

Ad
এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত