Ad T1

ফুরাল ৯ বছরের অপেক্ষা

আবাহনীকে হারাল মোহামেডান

স্পোর্টস রিপোর্টার
প্রকাশ : ১২ এপ্রিল ২০২৫, ১৭: ১৬
আপডেট : ১২ এপ্রিল ২০২৫, ১৮: ০২
ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগে (ডিপিএল) জমল না ঢাকা ডার্বি বা আবাহনী লিমিটেড ও মোহামেডান স্পোর্টিং ক্লাবের মধ্যকার লড়াই। দুই চিরপ্রতিদ্বন্দ্বীর লড়াইয়ে শেষ হাসি হাসল মতিঝিল পাড়ার ক্লাবটি। আবাহনীকে ৩৯ রানে হারাল তারা। এর মাধ্যমে নয় বছর পর ডিপিএলের ওয়ানডে সংস্করণে আবাহনীকে হারাল মোহামেডান। সবশেষ ২০১৬ সালে দেশের শীর্ষ ক্লাবটিকে হারিয়েছিল তারা।
মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে আগে ব্যাট করে ২৬৪ রানের সংগ্রহ পায় মোহামেডান। জবাবে ২২৫ রানে থামে আবাহনী। লক্ষ্য তাড়া করতে নেমে দলীয় ৫৯ রানে জিসান আলম, পারভেজ হোসেন ইমন ও মোহাম্মদ মিঠুনের উইকেট হারায় ধানমন্ডির ক্লাবটি। সে ধাক্কা সামলে আর ঘুরে দাঁড়াতে পারেনি তারা। ১১৩ বলে নাজমুল হোসেন শান্তর খেলা ৮০ রানের ইনিংস কেবল হারের ব্যবধান কমাতেই যথেষ্ট ছিল। শেষদিকে ২৪ রানের ইনিংস খেলে শেষ আশাটুকু টিকিয়ে রাখেন মৃত্যুঞ্জয় চৌধুরী। এই পেসারের আউট হওয়ার পর সব আশা শেষ হয় আবাহনীর। তার সমান ২৪ রান করেন মোসাদ্দেক হোসেন সৈকত। এছাড়া ২৫ রান আসে মমিনুল হক সৌরভের ব্যাট থেকে। মোহামেডানের হয়ে ৩৬ রানে ৪ উইকেট নেন এবাদত হোসেন। সাইফুদ্দিনের শিকার দুটি। ৪৪ রান খরচ করেন তিনি।
এর আগে আনিসুল ইসলাম ইমনের সেঞ্চুরি ও মাহিদুল ইসলাম অঙ্কনের ফিফটি ছোঁয়া ইনিংসে এই পুঁজি পায় মোহামেডান। বাকি ব্যাটারদের ব্যর্থতার কারণে দলীয় সংগ্রহ ৩০০ পার করতে পারেনি তারা। ১১৮ বলে ১১৪ রানের ইনিংস খেলেন ইমন। ৪৮ রান এনে দেন মাহিদুল। মুশফিকুর রহিমের অবদান ২০ রান। মেহেদি হাসান মিরাজের ব্যাট থেকে আসে ১৮ রান। এছাড়া ১৭ রান করেন মাহমুদউল্লাহ রিয়াদ। আবাহনীর হয়ে ৪৯ রান খরচায় ৩ উইকেট নেন নাহিদ রানা। মৃত্যুঞ্জয়, রাকিবুল হাসান ও মাহফুজুল রাব্বি নেন দুটি করে উইকেট।
Ad
এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত