ফুরাল ৯ বছরের অপেক্ষা
স্পোর্টস রিপোর্টার
ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগে (ডিপিএল) জমল না ঢাকা ডার্বি বা আবাহনী লিমিটেড ও মোহামেডান স্পোর্টিং ক্লাবের মধ্যকার লড়াই। দুই চিরপ্রতিদ্বন্দ্বীর লড়াইয়ে শেষ হাসি হাসল মতিঝিল পাড়ার ক্লাবটি। আবাহনীকে ৩৯ রানে হারাল তারা। এর মাধ্যমে নয় বছর পর ডিপিএলের ওয়ানডে সংস্করণে আবাহনীকে হারাল মোহামেডান। সবশেষ ২০১৬ সালে দেশের শীর্ষ ক্লাবটিকে হারিয়েছিল তারা।
মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে আগে ব্যাট করে ২৬৪ রানের সংগ্রহ পায় মোহামেডান। জবাবে ২২৫ রানে থামে আবাহনী। লক্ষ্য তাড়া করতে নেমে দলীয় ৫৯ রানে জিসান আলম, পারভেজ হোসেন ইমন ও মোহাম্মদ মিঠুনের উইকেট হারায় ধানমন্ডির ক্লাবটি। সে ধাক্কা সামলে আর ঘুরে দাঁড়াতে পারেনি তারা। ১১৩ বলে নাজমুল হোসেন শান্তর খেলা ৮০ রানের ইনিংস কেবল হারের ব্যবধান কমাতেই যথেষ্ট ছিল। শেষদিকে ২৪ রানের ইনিংস খেলে শেষ আশাটুকু টিকিয়ে রাখেন মৃত্যুঞ্জয় চৌধুরী। এই পেসারের আউট হওয়ার পর সব আশা শেষ হয় আবাহনীর। তার সমান ২৪ রান করেন মোসাদ্দেক হোসেন সৈকত। এছাড়া ২৫ রান আসে মমিনুল হক সৌরভের ব্যাট থেকে। মোহামেডানের হয়ে ৩৬ রানে ৪ উইকেট নেন এবাদত হোসেন। সাইফুদ্দিনের শিকার দুটি। ৪৪ রান খরচ করেন তিনি।
এর আগে আনিসুল ইসলাম ইমনের সেঞ্চুরি ও মাহিদুল ইসলাম অঙ্কনের ফিফটি ছোঁয়া ইনিংসে এই পুঁজি পায় মোহামেডান। বাকি ব্যাটারদের ব্যর্থতার কারণে দলীয় সংগ্রহ ৩০০ পার করতে পারেনি তারা। ১১৮ বলে ১১৪ রানের ইনিংস খেলেন ইমন। ৪৮ রান এনে দেন মাহিদুল। মুশফিকুর রহিমের অবদান ২০ রান। মেহেদি হাসান মিরাজের ব্যাট থেকে আসে ১৮ রান। এছাড়া ১৭ রান করেন মাহমুদউল্লাহ রিয়াদ। আবাহনীর হয়ে ৪৯ রান খরচায় ৩ উইকেট নেন নাহিদ রানা। মৃত্যুঞ্জয়, রাকিবুল হাসান ও মাহফুজুল রাব্বি নেন দুটি করে উইকেট।
বাংলাদেশি নারী ক্রীড়াবিদদের জন্য খেলাধুলার সুযোগ-সুবিধা বাড়াতে কাতার ফাউন্ডেশনের প্রতিশ্রুতি ভীষণরকম আশাবাদী ও উচ্ছ্বসিত প্রধান উপদেষ্টার সঙ্গে কাতারে সফররত চার নারী ক্রীড়াবিদ।
১ ঘণ্টা আগেক্রিস্টাল প্যালেসের বিপক্ষে জয়ের পথেই ছিল আর্সেনাল। কিন্তু শেষদিকে গোল হজম করে জয়বঞ্চিত হয়েছে মিকেল আর্তেতার শিষ্যরা। শক্তির বিচারে বেশ পিছিয়ে থাকা দলটির সঙ্গে ২-২ গোলের ড্র নিয়ে মাঠ ছেড়ে গত আসরের রানার্সআপরা।
৪ ঘণ্টা আগেস্প্যানিশ লা লিগায় গেতাফেকে ১-০ গোলে হারিয়েছে রিয়াল মাদ্রিদ। কলিসিয়াম স্টেডিয়ামে সফরকারী দলের হয়ে জয়সূচক গোলটি করেন তুর্কি তরুণ মিডফিল্ডার আর্দা গুলের। এর মাধ্যমে স্পেনের শীর্ষ লিগে টানা তিন জয়ের দেখা পেল কার্লো আনচেলত্তির শিষ্যরা।
৫ ঘণ্টা আগেজিততে হলে চাই ১৭৪ রান। হাতে সময় দেড় দিন বাকি। টার্গেট তেমন কঠিন কিছু নয়। সেই রান তাড়ায় ওপেনিং জুটিতে যোগ হয়েছে ৯৫ রান। সহজ জয়ের পথেই ছিল জিম্বাবুয়ে। কিন্তু টেস্ট ক্রিকেট যে রোমাঞ্চ পছন্দ করে! সিলেট টেস্ট শেষ পর্যন্ত জিম্বাবুয়েই জিতল সেই রোমাঞ্চের সুরভী ছড়িয়ে।
৭ ঘণ্টা আগে