Ad T1

ভুটানে আরো ৫ নারী ফুটবলার, অপেক্ষায় কৃষ্ণা

স্পোর্টস রিপোর্টার
প্রকাশ : ১৩ এপ্রিল ২০২৫, ২২: ৩০
ভুটানে এক ফ্রেমেবন্দি ৯ নারী ফুটবলার
ভুটানের ফুটবল লিগে খেলতে আগেই গেছেন বাংলাদেশের চার নারী ফুটবলার। সাবিনা খাতুন, ঋতুপর্ণা চাকমা, মনিকা চাকমা ও মাতসুশিমা সুমাইয়ার সঙ্গে এবার ভুটানে যোগ দিয়েছেন আরো পাঁচজন খেলোয়াড়। আজ রোববার সকালে থিম্পুর ফ্লাইট ধরেছেন সানজিদা আক্তার, মারিয়া মান্দা, শামসুন্নাহার সিনিয়র, মাসুরা পারভীন ও রুপনা চাকমা। তাদের সঙ্গে দক্ষিণ এশিয়ার দেশটিতে যাওয়ার কথা ছিল কৃষ্ণা রানীরও। কিন্তু এখনো ওয়ার্ক পারমিট না মেলায় অপেক্ষায় থাকছে হচ্ছে তারকা এ ফুটবলারকে। বাফুফে সূত্র দিয়েছে এমন খবর।
সাবিনা, ঋতুপর্ণা, সুমাইয়া ও মনিকা ভুটানে পৌঁছেছেন ৬ এপ্রিল। তারা খেলবেন দেশটির পারো এফসির জার্সি গায়ে। ট্রান্সপোর্ট ইউনাইটেডের হয়ে মাঠে দাপট দেখাবেন ডিফেন্ডার মাসুরা ও গোলরক্ষক রুপনা। ভুটানের একই ক্লাবের হয়ে খেলার কথা রয়েছে তারকা ফরোয়ার্ড কৃষ্ণার। আর ক্লাব থিম্পু সিটির জার্সিতে দেখা যাবে সানজিদা, মারিয়া ও শামসুন্নাহারকে।
দেশের বাইরের ক্লাবে এবারই প্রথম খেলতে যায়নি বাংলাদেশের নারী ফুটবলাররা। মালদ্বীপ ও ভারতীয় নারী লিগে এর আগে ঝলক দেখান জাতীয় দলের সাবেক অধিনায়ক সাবিনা খাতুন। কলকাতা ইস্ট বেঙ্গলের জার্সিতে মাঠে মাতিয়ে এসেছেন সানজিদা আক্তারও।
গত বছরের আগস্টে ভুটানের ক্লাব রয়্যাল থিম্পু কলেজ এফসির হয়ে খেলেছেন বাংলাদেশের চার ফুটবলার- সাবিনা, ঋতুপর্ণা, মারিয়া মান্দা ও মনিকা। সেবার ভুটানের ক্লাবটির হয়ে এএফসি উইমেনস চ্যাম্পিয়নস লিগে খেলার জন্য গিয়েছিলেন তারা। আগামী ১৫ এপ্রিল মাঠে গড়াবে ভুটানের নারী ফুটবল লিগ। এ লিগে খেলা হবে প্রায় ছয় মাস। তবে ভুটানের লিগ চললেও জাতীয় দলের ক্যাম্পে ডাক পেলে দেশে ফিরবেন এই ফুটবলাররা।
Ad
এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত