Ad T1

ডিপিএল ঢাকা ডার্বি

আজ মুখোমুখি আবাহনী-মোহামেডান

স্পোর্টস রিপোর্টার
প্রকাশ : ১২ এপ্রিল ২০২৫, ০৭: ০০

খেলার মাঠে আবাহনী-মোহামেডান মানেই বাড়তি উন্মাদনা ও উৎসাহ। খেলোয়াড়দের প্রস্তুতি আর খেলার মাঠে তাদের নিবেদনই বলে দেয়- কতটা মুখিয়ে থাকেন ঢাকা ডার্বিতে মাঠে নামার জন্য। কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে মাঠে বাইরে আবাহনী-মোহামেডান দ্বৈরথের সেই জৌলুস এক রকম হারিয়ে গেছে। দর্শকদের মধ্যে সেই বাড়তি উন্মাদনা এখন আর খুঁজে পাওয়া যায় না। জৌলুস-উন্মাদনা হারালেও ডিপিএলে আবাহনী-মোহামেডানের এই লড়াইটা এবার হয়ে উঠেছে অর্থবহ। ডিপিএলের টেবিল টপার দুই দলের লড়াইয়ে যারা জিতবে, তারাই যে এগিয়ে থাকবে শিরোপা জয়ের দৌড়ে। এই ম্যাচের আগে আবাহনী অধিনায়ক নাজমুল হোসেন শান্ত তো তাই বলেছেন, তার আশা রোমাঞ্চকর এক ম্যাচ উপহার দিতে পারবেন সমর্থকদের।

আজ মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে সকাল ৯টায় শুরু হবে আবাহনী-মোহামেডান দ্বৈরথ। এই ম্যাচের আগে ১০ ম্যাচে ৯ জয়ে ১৮ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে অবস্থান করছে আবাহনী আর ৮ জয়ে ১৬ পয়েন্ট নিয়ে দুইয়ে আছে মোহামেডান। সুপার লিগের আগে শেষ রাউন্ডে দুই দলের এই লড়াই হয়ে উঠেছে তাই ‘শিরোপা নির্ধারণী’ ম্যাচ। কারণ, এই ম্যাচে যারা জিতবে তারাই যে এগিয়ে থাকবে শিরোপা জয়ের লড়াইয়ে। ফলে দুই দলেরই লক্ষ্য থাকবে জয় নিশ্চিত করে শিরোপা জয়ের লক্ষ্যে এগিয়ে যাওয়ার দিকে।

এই ম্যাচের আগে বেশ নির্ভার আছে দুই দল। টানা ৯ ম্যাচ জিতেছে আবাহনী। দলে নেই কোনো চোট সমস্যা। এমনকি লিগ পর্বের প্রতিটি ম্যাচে পেয়েছে নিজেদের সেরা তারকাদের। তবে এই ম্যাচে তরুণ পেসার নাহিদ রানাকে নাও পেতে পারে দলটি। বিসিবির ওয়ার্ক লোড ম্যানেজমেন্টের অংশ হিসেবে তাকে বিশ্রাম দিতে পারে। অন্যদিকে মোহামেডান আছে খানিকটা ব্যাকফুটে। দলটির নিয়মিত অধিনায়ক তামিম ইকবাল অসুস্থতাজনিত কারণে শেষ দুই ম্যাচে ছিলেন না। এই ম্যাচেও থাকতে পারবেন না। এ ছাড়া চোটের কারণে পেসার তাসকিন আহমেদকেও দেখা যাবে না সাদা-কালোদের হয়ে। ফলে চিরপ্রতিদ্বন্দ্বী আবাহনীর বিপক্ষে সর্বশক্তির দল নামাতে পারছে না তারা। নিয়মিত অধিনায়ক তামিমের অনুপস্থিতিতে অধিনায়কত্বের ব্যাটন উঠেছে তরুণ তাওহিদ হৃদয়ের হাতে। আবাহনীর বিপক্ষে ম্যাচে দলটিকে নেতৃত্ব দেবেন তিনি। আবাহনীর চেয়ে এক জয় কম নিয়ে পয়েন্ট টেবিলের দুই নম্বরে আছে দলটি।

আবাহনী-মোহামেডান ম্যাচের আগে পয়েন্ট টেবিলে আকাশি-নীলরা এগিয়ে থাকলেও নামের ভারে অবশ্য এগিয়ে আছে মোহামেডান। কারণ, আবাহনীতে অধিনায়ক নাজমুল হোসেন শান্ত, নাহিদ রানা ও মমিনুল হক ছাড়া নেই বড় কোনো নাম। টুর্নামেন্টজুড়ে তরুণ ক্রিকেটারদের ওপর ভরসা করেই এগোচ্ছে দলটি। অন্যদিকে, মোহামেডানের ডেরায় তামিম ইকবাল না থাকলেও আছেন- মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, তাওহিদ হৃদয়, ইবাদত হোসেনদের মতো তারকারা। ফলে নামের ভারে আবাহনীর চেয়ে যোজন যোজন এগিয়ে আছে দলটি। ঐতিহ্যবাহী ঢাকা ডার্বিকে তাই বলা যায়- তরুণ বনাম অভিজ্ঞতার লড়াই। শেষ পর্যন্ত এই লড়াইয়ে কারা শেষ হাসি হাসবে সেটাই এখন দেখার অপেক্ষা।

এই ম্যাচের আগে আবাহনী অধিনায়ক নাজমুল হোসেন শান্ত জানান বাড়তি রোমাঞ্চ কাজ করলেও জয় ভিন্ন কিছু ভাবছেন না। তার কথায়, ‘এরকম (বাড়তি চাপ) কোনো কিছু মনে হচ্ছে না। টুর্নামেন্টে এখনো অনেক খেলা বাকি। কালকের ম্যাচটা শুধু একটা ম্যাচের মতো করে দেখতে চাই। বাড়তি কিছু চিন্তা করছি না যে, কালকে জিতলে কী হবে বা হারলে কী হবে।’ দর্শকদের মধ্যে বাড়তি উন্মাদনা না থাকলেও খেলোয়াড়রা যে রোমাঞ্চ অনুভব করছে সেটাও জানান শান্ত। তার কথায়, ‘আগের মতো আবাহনী-মোহামেডান ম্যাচ দেখতে ওরকম দর্শকও আসে না মাঠে। ২০১৫-১৬ সালের দিকেও দেখতাম গ্যালারিতে কিছু মানুষ আসতেন। ওই জিনিসটা কমার কারণ আসলে... ওই উত্তরটা আমার কাছে নেই। তবে আবাহনী-মোহামেডান খেলা হলে প্লেয়ারদের মধ্যে ওরকম রোমাঞ্চ থাকে।’

অন্যদিকে মোহামেডানের হয়ে গণমাধ্যমের সামনে আসেন দলটির কোচ আনোয়ার হোসেন। তামিম ইকবালকে মিস করলেও অন্যদের ওপর ভরসা রাখতে চান তিনি। তার কথায়, ‘তামিম তো আমাদের বড় সাপোর্ট। ব্যাটার হিসেবে তার অভিজ্ঞতা ও সামর্থ্য আমাদের অনেক সাহায্য করেছে। মাঠ ও মাঠের বাইরে সব জায়গায় ও জড়িত ছিল। এ কারণে অবশ্যই আমরা তাকে মিস করব। কিন্তু এখনো যারা আছে তারা যথেষ্ট সামর্থ্যবান। আশা করি, তারা আমাদের জয়ে এনে দিতে পারবে।’

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত