Ad T1

পিএসএলে ফের রিশাদের স্পিন জাদু

স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ১৬ এপ্রিল ২০২৫, ০১: ০৭
সতীর্থদের সঙ্গে রিশাদ
পাকিস্তান সুপার লিগে (পিএসএল) নিজের অভিষেক ম্যাচে দুর্দান্ত বোলিং করেন রিশাদ হোসেন। লাহোর কালান্দার্সের হয়ে কোয়েটা গ্ল্যাডিয়েটর্সের বিপক্ষে ৩১ রানে তুলে নেন ৩ উইকেট। দ্বিতীয় ম্যাচেও স্পিন জাদু দেখালেন এই বাংলাদেশি তরুণ ক্রিকেটার।
পিএসএলে মঙ্গলবার (১৫ এপ্রিল) দিবাগত রাতে করাচি কিংসকে ৬৫ রানে হারিয়েছে লাহোর৷ ফ্রাঞ্চাইজিটির এই জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন রিশাদ৷ করাচির ন্যাশনাল ব্যাংক স্টেডিয়ামে আগে ব্যাট করে ২০১ রান জড়ো করে লাহোর। জবাবে রিশাদ ও শাহিন শাহ আফ্রিদির বোলিং তোপে পড়ে ১৩৬ রানে অলআউট হয় স্বাগতিক দল।
করাচিকে গুটিয়ে দিতে বল হাতে সমান তিনটি করে উইকেট নেন রিশাদ ও আফ্রিদি। পাকিস্তানি তারকা পেসারের চেয়ে বল হাতে একটু বেশিই হিসেবি ছিলেন রিশাদ। ৪ ওভার হাত ঘুরিয়ে ২৬ রান খরচ করেন এই লেগস্পিনার। অন্যদিকে আফ্রিদি দেন ৩৪ রান। দুই ম্যাচ শেষে রিশাদের নামের পাশে শোভা পাচ্ছে ৬ উইকেট। পিএসলের এবারের আসরে এখন পর্যন্ত সর্বোচ্চ উইকেট শিকারী বোলার তিনি।
Ad
এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত