Ad T1

হকি দলের জার্সি উন্মোচন

স্পোর্টস রিপোর্টার
প্রকাশ : ১২ এপ্রিল ২০২৫, ২১: ৩০

আগামী ১৭ থেকে ২৭ এপ্রিল ইন্দোনেশিয়ার জাকার্তায় হবে এশিয়ান হকি ফেডারেশন (এএইচএফ) কাপ ২০২৫। শনিবার (১২ এপ্রিল) এ টুর্নামেন্ট সামনে রেখে ঢাকা বাংলাদেশ বিমানবাহিনী ফ্যালকন হলে বাংলাদেশ জাতীয় হকি দলের জার্সি উন্মোচন, ফটোসেশন ও সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন বিমানবাহিনী প্রধান ও বাংলাদেশ হকি ফেডারেশনের সভাপতি এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খাঁন। বাংলাদেশ ছাড়াও এশিয়ার আরো ৯টি দল ওমান, চাইনিজ তাইপে, হংকং, কাজাখস্তান, উজবেকিস্তান, সিঙ্গাপুর, শ্রীলঙ্কা, ইন্দোনেশিয়া ও থাইল্যান্ড এই টুর্নামেন্টে অংশগ্রহণ করছে। এএইচএফ কাপে শেষ চারবার চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ। এবারও শিরোপা ধরে রাখার লক্ষ্য নিয়ে আগামীকাল সোমবার ইন্দোনেশিয়ার উদ্দেশে বিমান ধরবে হকি দল। আইএসপিআর সূত্রে জানা যায়, এ দলটিকে বাংলাদেশ বিমানবাহিনী প্রধান ও বাংলাদেশ হকি ফেডারেশনের সভাপতি খেলোয়াড়দের শৃঙ্খলা, দলীয় সংহতি ও সমন্বয় অক্ষুণ্ণ রেখে প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য অনুপ্রেরণা দেন। তিনি এই টুর্নামেন্টে জাতীয় হকি দল ভালো ফলাফল অর্জন করবে বলে আশাবাদ ব্যক্ত করেন। অনুষ্ঠানে বিমানবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তা এবং ফেডারেশনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত