Ad T1

নিজেদের অজেয় থাকার রেকর্ড থেকে কত দূরে বার্সা

স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ১৩ এপ্রিল ২০২৫, ২৩: ০০
মাঠের লড়াইয়ে একচ্ছত্র প্রতাপ দেখিয়েছে বার্সেলোনা। আক্রমণ-পাল্টা আক্রমণে নাজেহাল করে ছেড়েছে প্রতিপক্ষকে। কিন্তু কাতালানরা অনুজ্জ্বল থেকে যায় ফিনিশিংয়ে। শত্রুপক্ষের গোলমুখের সামনে গিয়েও বারবার খেই হারিয়ে ফেলেছেন লামিনে ইয়ামাল-রাফিনহা-লেভানডোভস্কিরা। বার্সার ডিফেন্স চিরে আগ্রাসী ফুটবলে ত্রাস সৃষ্টি করেছিল লেগানেসও। কিন্তু লাভ হয়নি। জয় তো দূরে থাক, হারও এড়াতে পারেনি স্বাগতিকরা। উল্টো নিজেদের ভুলে হজম করেছে পরাজয়ের তেতো স্বাদ।
শনিবার রাতে এস্তাদিও মিউনিসিপাল ডি বুতার্কে জর্জ সায়েনজের আত্মঘাতী গোলে লেগানেসকে ১-০ গোলে হারিয়েছে কোচ হান্সি ফ্লিকের শিষ্যরা। ঘাম ঝরানোর এ জয়ে লা লিগায় চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদ (৬৩ পয়েন্ট) থেকে পরিষ্কার ৭ পয়েন্টে এগিয়ে গেছে বার্সা (৭০ পয়েন্ট)। অন্যদিকে ইংলিশ প্রিমিয়ার লিগে নিজেদের মাঠে আর্সেনাল ১-১ গোলে ড্র করেছে ব্রেন্টফোর্ডের সঙ্গে। আর বুন্দেসলিগায় বরুশিয়া ডর্টমুন্ডের বিপক্ষে ২-২ গোলে হোঁচট খেয়েছে স্বাগতিক বায়ার্ন মিউনিখ।
লেগানেসের বিপক্ষে এর আগে মুখোমুখি হয়েছিল বার্সা নিজেদের মাঠে। কিন্তু গত ডিসেম্বরের ওই ম্যাচে সমান ব্যবধানে হার মেনেছিল লেভানডোভস্কিরা। সেই হারের মধুর প্রতিশোধ নিল বার্সা এবার লেগানেসের মাঠে। তাতে যেন হারতেই ভুলে গেছে বার্সা। সব ধরনের টুর্নামেন্ট মিলিয়ে অপরাজিত রইল টানা ২৪ ম্যাচ। প্রতিপক্ষের ভুলে দ্বিতীয়ার্ধের শুরুতেই গোলের দেখা পায় বার্সেলোনা। যদিও প্রথমার্ধ কেটেছিল গোলশূন্য সমতায়। বিরতির পর খেলা শুরুর তিন মিনিটের মধ্যে এগিয়ে যায় সফরকারীরা। রাফিনহার ঠেলে দেওয়া বল বক্সে বিপদমুক্ত করতে গিয়ে ভুলে নিজেদের জালই কাঁপিয়ে দেন লেগানেসের রক্ষণভাগের ফুটবলার জর্জ সায়েনজ।
বার্সেলোনা এর আগেও টানা ২৪ ম্যাচ অপরাজিত ছিল। সেটা ২০০৫-০৬ মৌসুমে ফ্রাঙ্ক রাইকার্ডের কোচিংয়ে। আর ১৯৭৩-১৯৭৪ মৌসুমে রাইনাস মিশেলেসের অধীনে বার্সা অজেয় ছিল টানা ২৭ ম্যাচ। পুরোনো এ মাইলফলকে পৌঁছতে এ স্প্যানিশ জায়ান্টকে বরুশিয়া ডর্টমুন্ড, সেলতা ভিগো ও মায়োর্কা ম্যাচে জয় না পেলেও অন্তত ড্র করতে হবে।
ব্লুগ্রানারা ২০১৬-১৭ ও ২০১৭-১৮ মৌসুমে লুইস এনরিকে ও আর্নেস্তো ভালভার্দের অধীনে সব ধরনের টুর্নামেন্ট মিলিয়ে টানা ২৯ ম্যাচ অজেয় ছিল ক্লাবটি। টানা অপরাজিত থাকার রেকর্ড হয়েছিল ২০১৫-১৬ মৌসুমে। টানা ৩৯ ম্যাচ অপরাজিত লুইস এনরিকের তৎকালীন বার্সেলোনা। সেই রেকর্ড থেকে ১৫ ম্যাচ দূরে তারা।
Ad
এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত