স্পোর্টস রিপোর্টার
শাইনপুকুরের মিনহাজুল আবেদিন সাব্বির ও রহিম আহমেদের আউটের পাশাপাশি শাইনপুকুরের ক্রিকেটাদের আউটের ধরন নিয়ে উঠেছে প্রশ্ন। শুধু প্রশ্ন উঠেছে বললে ভুল হবে। রীতিমতো দাবি উঠেছে হয়তো ‘ম্যাচ ফিক্সিং’ হয়েছে। সম্ভাব্য সবকিছু বিবেচনায় নিয়ে ম্যাচ নিয়ে তদন্তের নির্দেশ দিয়েছে সিসিডিএম। বিসিবির দুর্নীতি বিরোধী ইউনিট আকু ম্যাচটি নিয়ে তদন্ত করবে।
বিষয়টি আমার দেশকে নিশ্চিত করেছেন সিসিডিএমের সদস্য সচিব আদনান রহমান দীপন। তিনি জানান, আপাতত তদন্তভার আকুর কাছে দেওয়া হয়েছে। ওই তদন্তের উপর ভিত্তি করে অভিযুক্ত ক্রিকেটার ও দলের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
আপাতত আকুর পাশাপাশি বিসিবির ডিসিপ্লিনারি কমিটি ও ডিপিএল টেকনিক্যাল কমিটিকে বিষয়টি জানিয়েছে সিসিডিএম। এমন কী এখন পর্যন্ত কোনো তদন্ত না হওয়ায় বিষয়টি নিয়ে মন্তব্য করতে রাজি নন দীপন। তবে তিনি নিশ্চিত করেন, অভিযোগ প্রমাণিত হলে শাস্তি দেওয়া হবে।
এ ছাড়া ম্যাচ চলাকালে প্রতিটি দলের সঙ্গে রাখা হয়েছে আকুর সদস্য। তাদের রিপোর্টের জন্যও অপেক্ষা করছে সিসিডিএম। বিষয়টি নিয়ে আদনান রহমান দীপন বলেন, ‘প্রতিটি দলের সঙ্গে আকুর সদস্য আছে। শাইনপুকুর-গুলশান ম্যাচেও ছিল। ওই ম্যাচে থাকা আকু কর্মকর্তার রিপোর্টও এখনও হাতে পাইনি। পেলে হয়তো কিছু একটা অনুমান করা যেত। আপাতত তদন্ত শেষ হওয়ার আগে কিছুই বলা যাচ্ছে না।’
ক্রিস্টাল প্যালেসের বিপক্ষে জয়ের পথেই ছিল আর্সেনাল। কিন্তু শেষদিকে গোল হজম করে জয়বঞ্চিত হয়েছে মিকেল আর্তেতার শিষ্যরা। শক্তির বিচারে বেশ পিছিয়ে থাকা দলটির সঙ্গে ২-২ গোলের ড্র নিয়ে মাঠ ছেড়ে গত আসরের রানার্সআপরা।
৩ ঘণ্টা আগেস্প্যানিশ লা লিগায় গেতাফেকে ১-০ গোলে হারিয়েছে রিয়াল মাদ্রিদ। কলিসিয়াম স্টেডিয়ামে সফরকারী দলের হয়ে জয়সূচক গোলটি করেন তুর্কি তরুণ মিডফিল্ডার আর্দা গুলের। এর মাধ্যমে স্পেনের শীর্ষ লিগে টানা তিন জয়ের দেখা পেল কার্লো আনচেলত্তির শিষ্যরা।
৪ ঘণ্টা আগেজিততে হলে চাই ১৭৪ রান। হাতে সময় দেড় দিন বাকি। টার্গেট তেমন কঠিন কিছু নয়। সেই রান তাড়ায় ওপেনিং জুটিতে যোগ হয়েছে ৯৫ রান। সহজ জয়ের পথেই ছিল জিম্বাবুয়ে। কিন্তু টেস্ট ক্রিকেট যে রোমাঞ্চ পছন্দ করে! সিলেট টেস্ট শেষ পর্যন্ত জিম্বাবুয়েই জিতল সেই রোমাঞ্চের সুরভী ছড়িয়ে।
৬ ঘণ্টা আগেজয়ের ট্র্যাকেই ছিল ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ম্যানচেস্টার সিটি। ইংলিশ প্রিমিয়ার লিগে সেই ধারাটা অব্যাহত রইল আরেকটি ম্যাচে। মঙ্গলবার রাতে কোচ পেপ গার্দিওলার শিষ্যরা ২-১ গোলে হারিয়েছে অ্যাস্টন ভিলাকে।
১০ ঘণ্টা আগে