Ad T1

শাইনপুকুর-গুলশান ম্যাচ তদন্ত করবে বিসিবির দুর্নীতি দমন ইউনিট

স্পোর্টস রিপোর্টার
প্রকাশ : ১০ এপ্রিল ২০২৫, ১০: ১২
শাইনপুকুরের মিনহাজুল আবেদিন সাব্বির ও রহিম আহমেদের আউটের পাশাপাশি শাইনপুকুরের ক্রিকেটাদের আউটের ধরন নিয়ে উঠেছে প্রশ্ন। শুধু প্রশ্ন উঠেছে বললে ভুল হবে। রীতিমতো দাবি উঠেছে হয়তো ‘ম্যাচ ফিক্সিং’ হয়েছে। সম্ভাব্য সবকিছু বিবেচনায় নিয়ে ম্যাচ নিয়ে তদন্তের নির্দেশ দিয়েছে সিসিডিএম। বিসিবির দুর্নীতি বিরোধী ইউনিট আকু ম্যাচটি নিয়ে তদন্ত করবে।
বিষয়টি আমার দেশকে নিশ্চিত করেছেন সিসিডিএমের সদস্য সচিব আদনান রহমান দীপন। তিনি জানান, আপাতত তদন্তভার আকুর কাছে দেওয়া হয়েছে। ওই তদন্তের উপর ভিত্তি করে অভিযুক্ত ক্রিকেটার ও দলের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
আপাতত আকুর পাশাপাশি বিসিবির ডিসিপ্লিনারি কমিটি ও ডিপিএল টেকনিক্যাল কমিটিকে বিষয়টি জানিয়েছে সিসিডিএম। এমন কী এখন পর্যন্ত কোনো তদন্ত না হওয়ায় বিষয়টি নিয়ে মন্তব্য করতে রাজি নন দীপন। তবে তিনি নিশ্চিত করেন, অভিযোগ প্রমাণিত হলে শাস্তি দেওয়া হবে।
এ ছাড়া ম্যাচ চলাকালে প্রতিটি দলের সঙ্গে রাখা হয়েছে আকুর সদস্য। তাদের রিপোর্টের জন্যও অপেক্ষা করছে সিসিডিএম। বিষয়টি নিয়ে আদনান রহমান দীপন বলেন, ‘প্রতিটি দলের সঙ্গে আকুর সদস্য আছে। শাইনপুকুর-গুলশান ম্যাচেও ছিল। ওই ম্যাচে থাকা আকু কর্মকর্তার রিপোর্টও এখনও হাতে পাইনি। পেলে হয়তো কিছু একটা অনুমান করা যেত। আপাতত তদন্ত শেষ হওয়ার আগে কিছুই বলা যাচ্ছে না।’

বিষয়:

ক্রিকেট
Ad
এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত