চ্যাম্পিয়নস লিগ
স্পোর্টস ডেস্ক
আগ্রাসী বার্সেলোনা খেললো তাদের স্বাভাবিক ধাঁচের খেলা। তাদের ছন্দময় ফুটবলে বিমোহিত হলো পুরো ফুটবল দুনিয়া। কাতালানদের আক্রমণের কাছে পাত্তাই পেল না বরুশিয়া ডর্টমুন্ড। একপেশে ম্যাচে জার্মান ক্লাবটি উড়ে গেল খড়কুটোর মতো। চ্যাম্পিয়নস লিগের কোয়ার্টার ফাইনালের প্রথম লেগে বার্সা জিতল ৪-০ গোলে। দুর্দান্ত এ জয়ে ইউরোপিয়ান ক্লাব ফুটবলের সবচেয়ে মর্যাদাকর এ টুর্নামেন্টের সেমিফাইনালে এক পা দিয়ে রাখল কোচ হান্সি ফ্লিকের শিষ্যরা।
নিজেদের মাঠ এস্তাদিও লুইস অলিম্পিক কোম্পানিসে বুধবার রাতে প্রতিপক্ষ বরুশিয়া ডর্টমুন্ডকে ধসিয়ে দিয়েছেন বার্সেলোনার তিন তারকা মিলে। মাঠের লড়াইয়ে দ্যুতি ছড়িয়েছেন রবার্ট লেভানডোভস্কি। পোলিশ তারকা উপহার দিয়েছেন জোড়া গোলের ম্যাজিক। তার সঙ্গে গোল এনে দিয়েছেন রাফিনহা ও লামিনে ইয়ামালও।
নয়া ফরম্যাটের চ্যাম্পিয়নস লিগের প্রথম রাউন্ডে দেখা হয়েছিল দুদলের। আগের ম্যাচে লড়াই অবশ্য জমিয়ে তুলেছিল ডর্টমুন্ড। যে কারণে ৩-২ গোলে জয়ের হাসি হাসতে ঘাম ঝরাতে হয়েছিল বার্সাকে। এবার তাও পারল না ডর্টমুন্ড। জার্মান দলটি রীতিমতো ভেসে গেল বার্সার আক্রমণের জোয়ারে।
বার্সার আগ্রাসী ফুটবলের রণকৌশলের কাছে কোণঠাসা হয়ে পড়েছিল ডর্টমুন্ড। তবুও গোলপোস্ট আগলে রাখার প্রাণান্তকর চেষ্টা করে গেছে তারা। তবে ২৫ মিনিটে আর শেষ রক্ষা হয়নি। রাফিনহার পা ছোঁয়া গোল তাদের হজম করতেই হয়েছে। তবে গোলটি ছিল মূলত ডিফেন্ডার পাউ কুবারসির। রাফিনহা বলে পা স্পর্শ না করলে গোলের ক্রেডিটটা পেতেন কুবারসি। সতীর্থের গোল ‘চুরি’ করে তাই ম্যাচ শেষে ক্ষমা চেয়ে নিয়েছেন ব্রাজিলিয়ান এ তরুণ তুর্কি।
প্রথমার্ধে গোলের দেখা পেতে সময় লাগলেও দ্বিতীয়ার্ধে তেমন সময় লাগেনি বার্সার। লামিনে ইয়ামালের আড়াআড়ি শট থেকে উড়ে আসা বলে রাফিনহা ঠিকঠাক হেড নিতে পারেননি। তবে ৪৮ মিনিটে লেভার মাথা ঠিকই সন্ধান পেয়ে যায় বলের। পোলিশ তারকার মাথা স্পর্শ করা বল কাঁপায় প্রতিপক্ষের জাল। আর ৬৬ মিনিটে নিজের জোড়া গোল পূর্ণ করেন লেভা। চলতি মৌসুমে এ নিয়ে পেলেন ৪০তম গোলের দেখা। পরে ৭৭ মিনিটে চমৎকার ফিনিশিংয়ে নিশানাভেদ করেন ইয়ামালও। আগামী ১৫ এপ্রিল ডর্টমুন্ডের মাঠে ফিরতি লেগে মুখোমুখি হবে দুদল। টুর্নামেন্টের অন্য ম্যাচে পিএসজির কাছে ৩-১ গোলে হার মেনেছে অ্যাস্টন ভিলা।
একনজরে ফল
বার্সেলোনা ৪-০ বরুশিয়া ডর্টমুন্ড
পিএসজি ৩-১ অ্যাস্টন ভিলা
পার্টনার ব্যাংকগুলোর সাথে বিসিবির আর্থিক বিষয়ক লেনদেনে স্বাক্ষরপ্রদানকারী দুজন বোর্ড পরিচালক হলেন- বোর্ডের ফিনান্স কমিটি চেয়ারম্যান ফাহিম সিনহা ও টেন্ডার ও পারচেজ কমিটি চেয়ারম্যান মাহবুবুল আনাম।
২ ঘণ্টা আগেপ্রিমিয়ার ফুটবল লিগে আজ আকর্ষণীয় ম্যাচে পরস্পরের মুখোমুখি হচ্ছে দুই চিরপ্রতিদ্বন্দ্বী আবাহনী ও মোহামেডান ক্লাব। কুমিল্লার শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে বেলা সাড়ে ৩টায় দুদলের ম্যাচটি শুরু হবে। এবারে মৌসুমে এই দুই দলের তৃতীয় লড়াই এটি।
৪ ঘণ্টা আগেফুটবলার আফিদা খন্দকার ও শাহেদা আক্তার রিপা এবং ক্রিকেটার শারমিন সুলতানা ও সুমাইয়া আকতার- এই চার নারী ক্রীড়াবিদই ইতিহাসের অংশ হয়ে গেলেন। এই প্রথমবার রাষ্ট্রপ্রধানের সফরসঙ্গী হয়েছেন তারা। কাতারে চার দিনব্যাপী আর্থনা সম্মেলনে গিয়ে ব্যতিক্রম অভিজ্ঞতা নিয়ে দেশে ফিরেছেন এই খেলোয়াড়রা। গতকাল বেইলি রোডের ফরে
১৫ ঘণ্টা আগে