স্পোর্টস ডেস্ক
আড়াই বছরের চুক্তিতে ইন্টার মিয়ামিতে নাম লিখেছেন লিওনেল মেসি। সে হিসাবে আর্জেন্টাইন এ ফুটবল জাদুকরের চুক্তির মেয়াদ শেষ হওয়ার কথা চলতি বছরের ৩১ ডিসেম্বর। তাই নতুন কোনো ক্লাবে যাবেন- এ নিয়ে শোনা যাচ্ছিল নানা গল্প। কিন্তু নতুন খবর হলো- এ বছরই ফ্লোরিডার ক্লাবটিতে মেসি অধ্যায়ে পর্দা নামছে না! ডেভিড বেকহ্যামের ক্লাটিতে মেসি রূপকথার গল্প লিখে যাবেন আরো। সেটা হতে পারে এক বছর বা আরো বেশি সময়। এমন খবরই দিয়েছেন ক্রীড়াবিষয়ক ওয়েবসাইট দ্য অ্যাথলেটিকের সাংবাদিক ডেভিড অর্নস্টাইন।
ব্রিটিশ ক্রীড়া সাংবাদিক ডেভিড অর্নস্টাইন বলেন, বিশ্বকাপজয়ী আর্জেন্টাইন ক্যাপ্টেন যুক্তরাষ্ট্রের ক্লাবটির সঙ্গে চুক্তি নবায়ন করতে যাচ্ছেন খুব শিগগিরই। মেসি তাতে মন থেকে সায় দিয়েছেন। কাগজপত্র ঠিকঠাকও করে ফেলেছে ইন্টার মিয়ামি কর্তৃপক্ষ। দুপক্ষের মধ্যে মৌখিক সমঝোতা হয়ে গেছে। চুক্তির কাগজে মেসির স্বাক্ষর করার আনুষ্ঠানিকতা এখন সময়ের ব্যাপার মাত্র। আগামী বছর মিয়ামির নতুন স্টেডিয়াম উদ্বোধনের সময় এই ক্লাবের জার্সিরই গায়ে জড়াবেন অধিনায়ক মেসি।
খবরটা মিয়ামির জন্যই তো বটেই, একই সঙ্গে খুশির খবর মেজর লিগ সকারের (এমএলএস) জন্যও। মেসির চুক্তি নবায়ন করলে তার বড় প্রভাব থাকবে মার্কিন ফুটবল লিগের ওপরও। যুক্তরাষ্ট্রের ক্রীড়া সংস্কৃতির ওপরও ফেলবে ব্যাপক প্রভাব। বিশ্বকাপের আগামী আসর বসবে যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডাতে। এ কারণে যুক্তরাষ্ট্রে থেকে যেতে চাচ্ছেন মেসি।
মেসিকে দলে ভেড়ানোটা কঠিন হলেও এ সুপারস্টারকে থেকে যেতে রাজি করানোর কাজটা মিয়ামির জন্য ছিল খুবই সহজ। মেসি হ্যাঁ বলে দিয়েছেন আনন্দের সঙ্গে। জর্জ মাস বলেন, ‘আশা করছি, আগামী ৬০ থেকে ৯০ দিনের মধ্যেই আমরা চূড়ান্ত সিদ্ধান্ত জানাতে পারব সবাইকে। আমাদের সবার স্বপ্ন এখন নতুন স্টেডিয়ামে মেসিকে খেলতে দেখা; আগামী বছর মার্চেই হয়তো শুরু হবে নতুন স্টেডিয়ামের পথচলা। আমি বিশ্বাস করি, সেখানে প্রথম ম্যাচেই আমাদের অধিনায়ক মেসিকে দেখা যাবে।’
এএইচ কাপ হকি টুর্নামেন্টে এবার থাইল্যান্ডকে হারাল বাংলাদেশ। গতকাল থাইল্যান্ডের বিপক্ষে ২-১ গোলে জিতেছে তারা। প্রথমে এগিয়ে যায় বাংলাদেশ।
৪ ঘণ্টা আগেঅনেক নাটকীয়তার পর পরিত্যক্ত করা হয়েছে ফেডারেশন কাপের শিরোপা নির্ধারণী ম্যাচ। আলোক স্বল্পতার কারণে খেলা পরিত্যক্ত ঘোষণা করেন রেফারিরা।
৬ ঘণ্টা আগেইংলিশ চ্যাম্পিয়নশিপের ম্যাচে সোমবার (২১ এপ্রিল) দিবাগত রাতে বার্নলির কাছে ২-১ গোলে হেরেছে শেফিল্ড ইউনাইটেড। এই হারে ইংলিশ প্রিমিয়ার লিগের আসন্ন আসরে সরাসরি খেলার সুযোগ হারাল দক্ষিণ ইয়র্কশায়ারের ক্লাবটি। দলের হারের পর মেজাজ হারান হামজা চৌধুরী।
৬ ঘণ্টা আগেচট্টগ্রাম বিভাগীয় ক্রীড়া সংস্থার উদ্যোগে রাঙ্গামাটিতে শুরু হতে যাচ্ছে বিভাগীয় কমিশনার গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৫। আগামীকাল (২৩ এপ্রিল) বৃহস্পতিবার উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হবে স্বাগতিক রাঙ্গামাটি ও বান্দরবান জেলা দল।
৭ ঘণ্টা আগে