পিএসএলে স্বপ্নের অভিষেক
স্পোর্টস ডেস্ক
পাকিস্তান সুপার লিগে (পিএসএল) রিশাদ হোসেনের অভিষেকটা হয়েছে স্বপ্নময়। লাহোর কালান্দার্সের হয়ে নিজের প্রথম ম্যাচেই বল হাতে দুর্দান্ত ছিলেন এই বাংলাদেশি লেগস্পিনার। ৩১ রানের বিনিময়ে তুলে নেন ৩ উইকেট। এমন বোলিংয়ের পর রিশাদের ভূয়সী প্রশংসা করেছেন লাহোরের অধিনায়ক শাহিন শাহ আফ্রিদি।
রিশাদের অভিষেকের দিনে কোয়েটা গ্ল্যাডিয়েটর্সকে ৭৯ রানে হারিয়েছে লাহোর। তাদের করা ২১৯ রানের জবাবে ১৪০ রানে অলআউট হয় কোয়েটা। ইনিংসের সপ্তম ওভারে প্রথম বল করতে আসেন রিশাদ। সে ওভারে খরচ করেন ৬ রান। নিজের করা দ্বিতীয় ওভারে রাইলি রুশোকে বোল্ড করেন। তৃতীয় ওভারে ৯ রান খরচ করলেও উইকেটশূন্য ছিলেন। শেষ ওভারে তুলে নেন ২ উইকেট। মোহাম্মদ আমিরকে বোল্ড করার পর আবরার আহমেদকে নাইমের ক্যাচে পরিণত করেন রিশাদ।
ম্যাচ শেষে রিশাদের প্রশংসা করতে গিয়ে আফ্রিদি বলেন, 'রিশাদকে পাওয়া আমাদের জন্য দারুণ ছিল। রিশাদকে যখন একাদশে নেওয়া হলো, তখন আমাদের ভাবনা ছিল এমন একজন বোলারকে দলে নিব যে মাঝের ওভারে উইকেট নেবে। দুর্ভাগ্যবশত ডেভিড উইজের কিছু সমস্যা ছিল। তাই রিশাদই আমাদের জন্য সেরা বিকল্প ছিল। কারণ আসিফ আফ্রিদি নতুন বলে বল করছিল।'
পাকিস্তান সুপার লিগে (পিএসএল) রিশাদ হোসেনের অভিষেকটা হয়েছে স্বপ্নময়। লাহোর কালান্দার্সের হয়ে নিজের প্রথম ম্যাচেই বল হাতে দুর্দান্ত ছিলেন এই বাংলাদেশি লেগস্পিনার। ৩১ রানের বিনিময়ে তুলে নেন ৩ উইকেট। এমন বোলিংয়ের পর রিশাদের ভূয়সী প্রশংসা করেছেন লাহোরের অধিনায়ক শাহিন শাহ আফ্রিদি।
রিশাদের অভিষেকের দিনে কোয়েটা গ্ল্যাডিয়েটর্সকে ৭৯ রানে হারিয়েছে লাহোর। তাদের করা ২১৯ রানের জবাবে ১৪০ রানে অলআউট হয় কোয়েটা। ইনিংসের সপ্তম ওভারে প্রথম বল করতে আসেন রিশাদ। সে ওভারে খরচ করেন ৬ রান। নিজের করা দ্বিতীয় ওভারে রাইলি রুশোকে বোল্ড করেন। তৃতীয় ওভারে ৯ রান খরচ করলেও উইকেটশূন্য ছিলেন। শেষ ওভারে তুলে নেন ২ উইকেট। মোহাম্মদ আমিরকে বোল্ড করার পর আবরার আহমেদকে নাইমের ক্যাচে পরিণত করেন রিশাদ।
ম্যাচ শেষে রিশাদের প্রশংসা করতে গিয়ে আফ্রিদি বলেন, 'রিশাদকে পাওয়া আমাদের জন্য দারুণ ছিল। রিশাদকে যখন একাদশে নেওয়া হলো, তখন আমাদের ভাবনা ছিল এমন একজন বোলারকে দলে নিব যে মাঝের ওভারে উইকেট নেবে। দুর্ভাগ্যবশত ডেভিড উইজের কিছু সমস্যা ছিল। তাই রিশাদই আমাদের জন্য সেরা বিকল্প ছিল। কারণ আসিফ আফ্রিদি নতুন বলে বল করছিল।'
লিওনেল মেসি মাঠে খেলবেন আর গ্যালারি থাকবে দর্শকে টইটুম্বুর। এটা ভালো করেই জানতো কলম্বাস ক্রু। এ জন্য ওহিওর ক্লাবটি নিজেদের মাঠ লোয়ার ডট কম ফিল্ডে আয়োজন করেনি আর্জেন্টােইন ফুটবল জাদুকরের ম্যাচ। কারণ মেসির ম্যাচ আয়োজন করার সক্ষমতা ছিল ওই মাঠের। এ মাঠের দর্শক ধারণক্ষমতা মাত্র ২০ হাজার।
১৭ মিনিট আগেঢাকা প্রিমিয়ার লিগের (ডিপিএল) সুপার লিগের দ্বিতীয় রাউন্ডে আবাহনীর পাশাপাশি জয় পেয়েছে শিরোপা দৌড়ে এগিয়ে থাকা মোহামেডান। তবে এদিন গাজী গ্রুপের কাছে হেরেছে লিজেন্ডস অব রূপগঞ্জ।
১ ঘণ্টা আগেলিভারপুলের দাপটে শিরোপা জেতার আশা প্রায় শেষ হয়ে গেছে আর্সেনালের। এমন সমীকরণে ইপ্সউইচ টাউনের বিপক্ষে তাদের ম্যাচটি ছিল একরকম আনুষ্ঠানিকতার। সে ম্যাচে গোল উৎসব করেছে গানাররা। অবনমন অঞ্চলের দলটিকে ৪-০ গোলে হারিয়েছে তারা।
১ ঘণ্টা আগেআন্তর্জাতিক টেবিল টেনিসে বাংলাদেশের একমাত্র স্বর্ণ আসে ২০২২ সালের মালদ্বীপে দক্ষিণ এশিয় যুব টেবিল টেনিসে। এরপর সম্ভাবনা তৈরি করেও শেষমুহুর্তে আর সোনার দেখা মেলেনি। এবার নেপালে অনুষ্ঠিতব্য একই টুর্ণামেন্টে আবার সোনার প্রত্যাশা করছে বাংলাদেশ টেবিল টেনিস ফেডারেশন (বিটিটিএফ)।
২ ঘণ্টা আগে