Ad T1

পিএসএলে স্বপ্নের অভিষেক

রিশাদের প্রশংসায় শাহিন আফ্রিদি

স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ১৪ এপ্রিল ২০২৫, ১১: ০৫

পাকিস্তান সুপার লিগে (পিএসএল) রিশাদ হোসেনের অভিষেকটা হয়েছে স্বপ্নময়। লাহোর কালান্দার্সের হয়ে নিজের প্রথম ম্যাচেই বল হাতে দুর্দান্ত ছিলেন এই বাংলাদেশি লেগস্পিনার। ৩১ রানের বিনিময়ে তুলে নেন ৩ উইকেট। এমন বোলিংয়ের পর রিশাদের ভূয়সী প্রশংসা করেছেন লাহোরের অধিনায়ক শাহিন শাহ আফ্রিদি।

রিশাদের অভিষেকের দিনে কোয়েটা গ্ল্যাডিয়েটর্সকে ৭৯ রানে হারিয়েছে লাহোর। তাদের করা ২১৯ রানের জবাবে ১৪০ রানে অলআউট হয় কোয়েটা। ইনিংসের সপ্তম ওভারে প্রথম বল করতে আসেন রিশাদ। সে ওভারে খরচ করেন ৬ রান। নিজের করা দ্বিতীয় ওভারে রাইলি রুশোকে বোল্ড করেন। তৃতীয় ওভারে ৯ রান খরচ করলেও উইকেটশূন্য ছিলেন। শেষ ওভারে তুলে নেন ২ উইকেট। মোহাম্মদ আমিরকে বোল্ড করার পর আবরার আহমেদকে নাইমের ক্যাচে পরিণত করেন রিশাদ।

ম্যাচ শেষে রিশাদের প্রশংসা করতে গিয়ে আফ্রিদি বলেন, 'রিশাদকে পাওয়া আমাদের জন্য দারুণ ছিল। রিশাদকে যখন একাদশে নেওয়া হলো, তখন আমাদের ভাবনা ছিল এমন একজন বোলারকে দলে নিব যে মাঝের ওভারে উইকেট নেবে। দুর্ভাগ্যবশত ডেভিড উইজের কিছু সমস্যা ছিল। তাই রিশাদই আমাদের জন্য সেরা বিকল্প ছিল। কারণ আসিফ আফ্রিদি নতুন বলে বল করছিল।'

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত