Ad T1

জোড়া গোল

রোনালদোর নতুন উদযাপন

স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ০৪ ফেব্রুয়ারি ২০২৫, ১৬: ৪৩
আপডেট : ০৪ ফেব্রুয়ারি ২০২৫, ২২: ৩৪

এএফসি চ্যাম্পিয়ন্স লিগে আল ওয়াসেলকে ৪-০ গোলে হারিয়েছে আল নাসের। আল আউয়াল পার্কে রিয়াদের ক্লাবটির হয়ে জোড়া গোল করেন ক্রিস্টিয়ানো রোনালদো। এরপর নতুন উদযাপন করেন সিআরসেভেন। ম্যাচ শেষে নিজেকে সেরা দাবি করেছেন তিনি।

৪৪ মিনিটে স্পট কিক থেকে প্রথম গোল করেন রোনালদো। ৭৮ মিনিটে ম্যাচে শেষবারের মতো জালের দেখা পান। গোল করার পর বরাবরই শূন্যে লাফিয়ে দুই হাত দুই দিকে ছুঁড়ে দেন রোনালদো। যেটা সিইউউউ হিসেবে পরিচিত। এই উদযাপনটাকে রীতিমতো ট্রেডমার্কে পরিণত করেছেন তারকা ফরওয়ার্ড। যদিও আল ওয়াসেলের বিপক্ষে গোলের পর এই উদযাপন করতে দেখা যায়নি তাকে।

এদিন গোল উদযাপন করতে গিয়ে প্রথমে হাত ওপরের দিকে তুলে বিমান উড়ার ভঙ্গি করেন রোনালদো। এরপর হাত নামানোর সময় মাথা ঝাকি দেন।

নামের পাশে ৯২৩ গোল নিয়ে আল ওয়াসেলের বিপক্ষে ম্যাচ শেষ করেন রোনালদো। এরপর এক সাক্ষাৎকারে তিনি বলেন, ‘এখন পর্যন্ত বেঁচে থাকা খেলোয়াড়দের মধ্যে আমিই সবচেয়ে সম্পূর্ণ। আমার হেড করার দক্ষতা আছে, দারুণভাবে ফ্রি কিক নিতে পারি, দুই পায়েই সমানভাবে শট নিতে পারি। তাই কেউ যদি বলে আমি সম্পূর্ণ নয় সেটা মিথ্যা বলা হবে। কারণ আমিই সেরা।’

Ad
এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত