Ad T1

শিলংয়েই হবে বাংলাদেশ ও ভারত ম্যাচ

স্পোর্টস রিপোর্টার
প্রকাশ : ০৪ ফেব্রুয়ারি ২০২৫, ২২: ৫৭
আপডেট : ০৫ ফেব্রুয়ারি ২০২৫, ০৮: ৪০
বাংলাদেশ ও ভারত

আগামী ২৬ মার্চ এশিয়ান কাপ বাছাই পর্বের ম্যাচে ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। এ ম্যাচের জন্য আনুষ্ঠানিক ভাবে ভেন্যু নির্ধারিত হয়েছে। ভারতের শিলংয়ের জওহরলাল নেহেরু স্টেডিয়ামে হবে দুদলের ম্যাচটি।

এর আগে সৌদি আরবে ক্যাম্প করবে বাংলাদেশ দল। এই ম্যাচে বাংলাদেশ দলে অভিষেক হতে যাচ্ছে ইংলিশ লিগে খেলা বাংলাদেশি বংশোদ্ভুত ফুটবলার হামজা চৌধুরীর। বর্তমানে ইংলিশ চ্যাম্পিয়নশিপের ক্লাব শেফিল্ড ইউনাইটেডের হয়ে খেলছেন তিনি।

হামজাকে বড় ধরনের সংবর্ধনা দেওয়ার পরিকল্পনা বাফুফের। বাফুফের সহ-সভাপতি ফাহাদ মো. আহমেদ করিম বলেন, ‘হামজা চৌধুরী মাত্রই তার নতুন ক্লাবে (শেফিল্ড ইউনাইটেড) যোগ দিয়েছে। তাকে দেশের আনার জন্য আমরা তার আগের ক্লাবের (লেস্টার সিটি) সঙ্গে যোগাযোগ করেছিলাম। এখন যেহেতু নতুন ক্লাবে সে গেছে তো সেই ক্লাবের সঙ্গেও আমরা যোগাযোগ শুরু করে দিয়েছি। তার আসার ব্যাপারে কথা বলছি, এখনও চূড়ান্ত কিছু হয়নি। তবে আমরা যদি ন্যূনতম উইন্ডো (ফিফা) পাই, তবে তার জন্য একটা সংবর্ধনার ব্যবস্থা করব। আর সেও চায় ঢাকায় আগে এসে এরপর সৌদিতে ক্যাম্পে যাবে। সবকিছু আসলে নির্ভর করছে আমরা কতটুকু সময় পাই তার ওপর।’

বাংলাদেশ ও ভারত ম্যাচের ভেন্যুল প্রসঙ্গে ফাহাদ করিম বলেন, ‘ম্যাচের ভেন্যু অফিসিয়ালি ঠিক হয়েছে। ভারতের শিলংয়েই হচ্ছে ম্যাচটি। ওদের স্টেট ফুটবল ফেডারেশনের সঙ্গে অ্যাকোমোডেশনে কথা বার্তা হচ্ছে, অনুশীলনের মাঠ নিয়ে কথা হচ্ছে। আমাদের সভাপতি (তাবিথ আওয়াল) জানিয়েছেন তাদের সঙ্গে এভাবে কথা বলতে যেন ম্যাচের ৫-৬ দিন আগে দল সেখানে যেতে পারে। প্রস্তুতির জন্য, সেখানকার আবহাওয়ার সঙ্গে মানিয়ে নেওয়ার যেন সময়টা পায়। তো সেটা নিয়েই ওদের সঙ্গে কথা হচ্ছে।’

Ad
এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত