Ad T1

নাইটহুড পাচ্ছেন অ্যান্ডারসন

স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ১২ এপ্রিল ২০২৫, ১৪: ৪১
আপডেট : ১২ এপ্রিল ২০২৫, ১৪: ৪৬
প্রায় দুই যুগের আন্তর্জাতিক ক্রিকেট ক্যারিয়ারে দারুণ সব কীর্তি গড়েছেন জেমস অ্যান্ডারসন। তার স্বীকৃতিস্বরূপ ইংল্যান্ডের সবচেয়ে গর্বিত উপাধি নাইটহুড পাচ্ছেন ৪২ বছর বয়সী এই পেসার।
বিভিন্ন অঙ্গনে অবদানের স্বীকৃতিস্বরূপ ইংল্যান্ডের বিদায়ী প্রধানমন্ত্রীরা নাইট প্রস্তাব করে যেতে পারেন। পরে দেশটির রাজা সেটা অনুমোদন করেন। তারই অংশ হিসেবে অ্যান্ডারসনের নাম প্রস্তাব করে গেছেন ইংল্যান্ডের সবশেষ বিদায়ী প্রধানমন্ত্রী ঋষি সুনাক। আনুষ্ঠানিকভাবে নাইটহুড ঘোষণার পর স্যার যুক্ত হবে এই কিংবদন্তির নামের পাশে।
অস্ট্রেলিয়ার বিপক্ষে ওয়ানডে দিয়ে ২০০২ সালের ডিসেম্বরে আন্তর্জাতিক ক্রিকেট শুরু করেন অ্যান্ডারসন। গত জুলাইয়ে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেন। ইংল্যান্ডের হয়ে ১১৮ টেস্টে তার শিকার ৭০৪ উইকেট। এই সংস্করণের ইতিহাসে পেসারদের মধ্যে যা সর্বোচ্চ। অন্যদিকে সব মিলিয়ে তৃতীয় সর্বোচ্চ।
এছাড়া দেশের জার্সিতে ১৯৪ ওয়ানডে ও ১৯টি কুড়ি ওভারের ম্যাচ খেলেছেন অ্যান্ডারসন। একদিনের ক্রিকেটে ২৬৯ ও টি-টোয়েন্টিতে তার শিকার ১৮ উইকেট। এমন ঈর্ষণীয় সব অর্জনের জন্য ইংল্যান্ড ও ওয়েলস ক্রিকেট বোর্ডের প্রধান রিচার্ড থম্পসন মনে করেন, নাইটহুড উপাধি প্রাপ্য অ্যান্ডারসনের।
Ad
এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত