স্পোর্টস ডেস্ক
প্রায় দুই যুগের আন্তর্জাতিক ক্রিকেট ক্যারিয়ারে দারুণ সব কীর্তি গড়েছেন জেমস অ্যান্ডারসন। তার স্বীকৃতিস্বরূপ ইংল্যান্ডের সবচেয়ে গর্বিত উপাধি নাইটহুড পাচ্ছেন ৪২ বছর বয়সী এই পেসার।
বিভিন্ন অঙ্গনে অবদানের স্বীকৃতিস্বরূপ ইংল্যান্ডের বিদায়ী প্রধানমন্ত্রীরা নাইট প্রস্তাব করে যেতে পারেন। পরে দেশটির রাজা সেটা অনুমোদন করেন। তারই অংশ হিসেবে অ্যান্ডারসনের নাম প্রস্তাব করে গেছেন ইংল্যান্ডের সবশেষ বিদায়ী প্রধানমন্ত্রী ঋষি সুনাক। আনুষ্ঠানিকভাবে নাইটহুড ঘোষণার পর স্যার যুক্ত হবে এই কিংবদন্তির নামের পাশে।
অস্ট্রেলিয়ার বিপক্ষে ওয়ানডে দিয়ে ২০০২ সালের ডিসেম্বরে আন্তর্জাতিক ক্রিকেট শুরু করেন অ্যান্ডারসন। গত জুলাইয়ে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেন। ইংল্যান্ডের হয়ে ১১৮ টেস্টে তার শিকার ৭০৪ উইকেট। এই সংস্করণের ইতিহাসে পেসারদের মধ্যে যা সর্বোচ্চ। অন্যদিকে সব মিলিয়ে তৃতীয় সর্বোচ্চ।
এছাড়া দেশের জার্সিতে ১৯৪ ওয়ানডে ও ১৯টি কুড়ি ওভারের ম্যাচ খেলেছেন অ্যান্ডারসন। একদিনের ক্রিকেটে ২৬৯ ও টি-টোয়েন্টিতে তার শিকার ১৮ উইকেট। এমন ঈর্ষণীয় সব অর্জনের জন্য ইংল্যান্ড ও ওয়েলস ক্রিকেট বোর্ডের প্রধান রিচার্ড থম্পসন মনে করেন, নাইটহুড উপাধি প্রাপ্য অ্যান্ডারসনের।
পার্টনার ব্যাংকগুলোর সাথে বিসিবির আর্থিক বিষয়ক লেনদেনে স্বাক্ষরপ্রদানকারী দুজন বোর্ড পরিচালক হলেন- বোর্ডের ফিনান্স কমিটি চেয়ারম্যান ফাহিম সিনহা ও টেন্ডার ও পারচেজ কমিটি চেয়ারম্যান মাহবুবুল আনাম।
১ ঘণ্টা আগেপ্রিমিয়ার ফুটবল লিগে আজ আকর্ষণীয় ম্যাচে পরস্পরের মুখোমুখি হচ্ছে দুই চিরপ্রতিদ্বন্দ্বী আবাহনী ও মোহামেডান ক্লাব। কুমিল্লার শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে বেলা সাড়ে ৩টায় দুদলের ম্যাচটি শুরু হবে। এবারে মৌসুমে এই দুই দলের তৃতীয় লড়াই এটি।
৩ ঘণ্টা আগেফুটবলার আফিদা খন্দকার ও শাহেদা আক্তার রিপা এবং ক্রিকেটার শারমিন সুলতানা ও সুমাইয়া আকতার- এই চার নারী ক্রীড়াবিদই ইতিহাসের অংশ হয়ে গেলেন। এই প্রথমবার রাষ্ট্রপ্রধানের সফরসঙ্গী হয়েছেন তারা। কাতারে চার দিনব্যাপী আর্থনা সম্মেলনে গিয়ে ব্যতিক্রম অভিজ্ঞতা নিয়ে দেশে ফিরেছেন এই খেলোয়াড়রা। গতকাল বেইলি রোডের ফরে
১৫ ঘণ্টা আগে