Ad T1

রেকর্ডের পর কোথায় হারাল প্রাইম ব্যাংক?

স্পোর্টস রিপোর্টার
প্রকাশ : ১৫ মার্চ ২০২৫, ১৫: ৩০
আপডেট : ১৫ মার্চ ২০২৫, ১৫: ৫১
ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগে (ডিপিএল) গত ৯ মার্চ ব্রাদার্স ইউনিয়ন লিমিটেডের বিপক্ষে রেকর্ড গড়ে প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব। আগে ব্যাট করে স্কোরবোর্ডে ৪২২ রান জড়ো করে তারা। এটা দেশের লিস্ট ‘এ’ ক্রিকেটের ইতিহাসে সর্বোচ্চ দলীয় সংগ্রহ। সেই সঙ্গে জয় পায় ১৭৩ রানের বিশাল ব্যবধানে। রান পাহাড়ে উঠা সে ম্যাচের পর থেকেই নিজেদের হারিয়ে খুঁজছে দলটি।
সে ম্যাচের পর ব্যাটিং ব্যর্থতায় লিজেন্ডস অব রুপগঞ্জের কাছে ৮ উইকেটে হেরে যায় প্রাইম ব্যাংক। বিকেএসপির চার নম্বর মাঠে আগে ব্যাট করে স্কোরবোর্ডে মাত্র ১৫২ রান তোলে তারা। জবাবে ২৩.২ ওভারে দুই উইকেট হারিয়ে লক্ষ্যে পৌঁছে যায় রুপগঞ্জ। ম্যাচটিতে প্রাইম ব্যাংকের অর্ধেকের বেশি রান আসে নাইম শেখের ব্যাট থেকে। ৮১ রানের ইনিংস খেলেন এই ওপেনার। দ্বিতীয় সর্বোচ্চ ২০ রান করেন শাহাদাত হোসেন দিপু।
সবশেষ শনিবার (১৫ মার্চ) প্রাইম ব্যাংকের অবস্থা তো আরও ভয়াবহ। বিকেএসপির চার নম্বর মাঠে এদিন ইরফান শুক্কুরের দলকে ১৮৪ রানের লক্ষ্য ছুঁড়ে দেয় গাজী গ্রুপ ক্রিকেটার্স। জবাবে মাত্র ৮৯ রানে অলআউট হয় প্রাইম ব্যাংক। সর্বোচ্চ ২১ রান করেন লেগস্পিনিং অলরাউন্ডার রিশাদ হোসেন। ১৫ রান আসে নাইমের ব্যাট থেকে। দিপু করেন ১২ রান। সবশেষ দুটি ম্যাচের এসব ছোটখাটো পরিসংখ্যানই বলে দেয় ব্যাট হাতে কতটা ভুগছে প্রাইম ব্যাংক।
Ad
এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত