স্পোর্টস রিপোর্টার
ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগে (ডিপিএল) গত ৯ মার্চ ব্রাদার্স ইউনিয়ন লিমিটেডের বিপক্ষে রেকর্ড গড়ে প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব। আগে ব্যাট করে স্কোরবোর্ডে ৪২২ রান জড়ো করে তারা। এটা দেশের লিস্ট ‘এ’ ক্রিকেটের ইতিহাসে সর্বোচ্চ দলীয় সংগ্রহ। সেই সঙ্গে জয় পায় ১৭৩ রানের বিশাল ব্যবধানে। রান পাহাড়ে উঠা সে ম্যাচের পর থেকেই নিজেদের হারিয়ে খুঁজছে দলটি।
সে ম্যাচের পর ব্যাটিং ব্যর্থতায় লিজেন্ডস অব রুপগঞ্জের কাছে ৮ উইকেটে হেরে যায় প্রাইম ব্যাংক। বিকেএসপির চার নম্বর মাঠে আগে ব্যাট করে স্কোরবোর্ডে মাত্র ১৫২ রান তোলে তারা। জবাবে ২৩.২ ওভারে দুই উইকেট হারিয়ে লক্ষ্যে পৌঁছে যায় রুপগঞ্জ। ম্যাচটিতে প্রাইম ব্যাংকের অর্ধেকের বেশি রান আসে নাইম শেখের ব্যাট থেকে। ৮১ রানের ইনিংস খেলেন এই ওপেনার। দ্বিতীয় সর্বোচ্চ ২০ রান করেন শাহাদাত হোসেন দিপু।
সবশেষ শনিবার (১৫ মার্চ) প্রাইম ব্যাংকের অবস্থা তো আরও ভয়াবহ। বিকেএসপির চার নম্বর মাঠে এদিন ইরফান শুক্কুরের দলকে ১৮৪ রানের লক্ষ্য ছুঁড়ে দেয় গাজী গ্রুপ ক্রিকেটার্স। জবাবে মাত্র ৮৯ রানে অলআউট হয় প্রাইম ব্যাংক। সর্বোচ্চ ২১ রান করেন লেগস্পিনিং অলরাউন্ডার রিশাদ হোসেন। ১৫ রান আসে নাইমের ব্যাট থেকে। দিপু করেন ১২ রান। সবশেষ দুটি ম্যাচের এসব ছোটখাটো পরিসংখ্যানই বলে দেয় ব্যাট হাতে কতটা ভুগছে প্রাইম ব্যাংক।
আগামী ৮ মে বাংলাদেশ ইন্টারন্যাশনাল হোটেল অ্যাসোসিয়েশনের সদস্যদের নিয়ে শুরু হচ্ছে বিহা চ্যাম্পিয়ন্স লিগ (বিসিএল) ২০২৫ এর আসর। তার আগে রোববার (২৭ এপ্রিল) হোটেল শেরাটনে টুর্নামেন্টটির ট্রফি উন্মোচন করা হয়।
৩৯ মিনিট আগেসিলেট টেস্টে বাংলাদেশকে ৩ উইকেটে হারিয়েছে জিম্বাবুয়ে। জয়ের ব্যবধানটা ছোট হলেও ম্যাচে সফরকারীদের আধিপত্য ছিল চোখে পড়ার মতো। এর আগে সবশেষ ২০১৮ সালের নভেম্বরে এই সিলেটেই স্বাগতিকদের বিপক্ষে টেস্ট জিতেছিল জিম্বাবুয়ে।
৩ ঘণ্টা আগেসেভিয়ার মাঠ লা কার্তুজায় শনিবার (২৬ এপ্রিল) দিবাগত রাতে রিয়াল মাদ্রিদের বিপক্ষে অতিরিক্ত সময়ের শেষদিকে জুলস কোন্দের গোলে কোপা দেল রের শিরোপা নিশ্চিত হয় বার্সেলোনার। কাতালানদের প্রধান কোচ হান্সি ফ্লিক অবশ্য নিজেদের যাত্রাটাকে এখানেই থামাতে চান না।
৪ ঘণ্টা আগেজিম্বাবুয়ের বিপক্ষে সিরিজের দ্বিতীয় টেস্টের আগে বাংলাদেশের প্রতিনিধি হয়ে সংবা্দ সম্মেলনে হাজির হন প্রধান কোচ ফিল সিমন্স। যেখানে নিজেদের পরিকল্পনা, লক্ষ্যসহ আরও বিভিন্ন বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তর দেন তিনি। দলীয় পারফরম্যান্সজনিত ইস্যু নিয়ে কথা বলার পাশাপাশি সমর্থকদের ধৈর্য ধরার আহ্বান জানিয়েছেন
৫ ঘণ্টা আগে