স্পোর্টস ডেস্ক
লস অ্যাঞ্জেলেস এফসির (এলএএফসি) বিপক্ষে প্রথম লেগে ১-০ গোলে হারের তেতো স্বাদ হজম করে ফিরেছিল ইন্টার মিয়ামি। কোয়ার্টার ফাইনালের ফিরতি লেগে যেন আগের ম্যাচের দুঃসহ স্মৃতিই ফিরে আসার আভাস দিচ্ছিল। কেননা লিওনেল মেসির ক্লাব আজ সকালে ৯ মিনিটেই পিছিয়ে পড়েছিল। তাতে দুই লেগ মিলিয়ে ২-০ গোলে এগিয়ে থেকে এলএএফসি শেষ চারে উঠার স্বপ্ন বুঁনেছিল। আর্জেন্টাইন ফুটবল জাদুকর অবশ্য তেমনটা হতে দেননি। তার জাদুকরী পারফরম্যান্সে কনকাকাফ চ্যাম্পিয়নস কাপের সেমিফাইনালের টিকিট কেটেছে ফ্লোরিডার ক্লাবটি।
বিশ্বকাপজয়ী মেসির জোড়া গোলে প্রত্যাবর্তনের গল্প লিখেছে মিয়ামি। সুপারস্টার মেসির ঝলকে দ্বিতীয় লেগে ৩-১ গোলে জিতেছে তারা। দুই লেগ মিলিয়ে ৩-২ গোলে জিতে টুর্নামেন্টটির শেষ চারে নাম লিখেছে মিয়ামি।
শুরুতে গোল খেয়ে স্কোর লেভেল করতে মরিয়া হয়ে ওঠে মিয়ামি। তবে সমতায় ফিরতে একটু সময় লাগে তাদের। নিজেদের মাঠ চেস স্টেডিয়ামে মেসি দলের ডাগআউটে স্বস্তির পরশ বইয়ে দেন ম্যাচের ৩৫ মিনিটে। সতীর্থের কাছ থেকে বল পেয়ে ডি বক্সে ঢুকেই বাঁ পায়ের পুরোনো ম্যাজিক দেখান। মেসির এ গোলে দুই লেগ মিলিয়ে ব্যবধান কমিয়ে আনে মিয়ামি। মেসির দল মাঠের লড়াইয়ে এগিয়ে যায় ৬১ মিনিটে। নোয়াহ অ্যালেনের গোলটা অবশ্য মিয়ামি পেয়েছে সৌভাগ্যক্রমে। অ্যালেন বক্সের ভেতরে ফেদেরিকো রেদোনদোর কাছে বল চিপ করেছিলেন। লরিস ভেবে ছিলেন রেদোনদো শট নেবেন। তাই লস অ্যাঞ্জেলেসের গোলরক্ষক লাইন ছেড়ে সামনে এগিয়ে যান। কিন্তু বলটি মাটিতে আঁচড়ে পড়ে লাফিয়ে ফের ওপরে উঠে যায়। রেদোনদো ও লরিস দুজনকে ফাঁকি দিয়ে বল আশ্রয় নেয় জালে।
এ গোলে দুই লেগ মিলিয়ে ২-২ এ সমতা চলে আসে। তবে অ্যাওয়ে গোলে তখনো এগিয়ে ছিল লস অ্যাঞ্জেলেস। তবে তাতে হাল ছেড়ে দেয়নি মিয়ামি। হতাশায় ভেঙে না পড়ে আক্রমণ-পাল্টা আক্রমণ চালিয়ে গেছে তারা। গোলের জন্য মরিয়া হয়ে উঠে স্বাগতিকরা। ব্রাজিলিয়ান ফুটবলার মারলনের হাতে বল লাগলে সুযোগ পেয়ে যায় মিয়ামি। ভিএআর পেনাল্টির রায় দেয়। সুযোগটা কাজে লাগিয়ে মেসি দলকে লিড এনে দেন ম্যাচের শেষ বাঁশি বাজার ৬ মিনিটে আগে।
একনজরে ফল
ইন্টার মিয়ামি ৩-১ লস অ্যাঞ্জেলেস
দুই লেগ মিলিয়ে ৩-২ গোলে জিতে সেমিতে উঠল মিয়ামি
সিলেট টেস্টে বাংলাদেশকে ৩ উইকেটে হারিয়েছে জিম্বাবুয়ে। জয়ের ব্যবধানটা ছোট হলেও ম্যাচে সফরকারীদের আধিপত্য ছিল চোখে পড়ার মতো। এর আগে সবশেষ ২০১৮ সালের নভেম্বরে এই সিলেটেই স্বাগতিকদের বিপক্ষে টেস্ট জিতেছিল জিম্বাবুয়ে।
৩ ঘণ্টা আগেসেভিয়ার মাঠ লা কার্তুজায় শনিবার (২৬ এপ্রিল) দিবাগত রাতে রিয়াল মাদ্রিদের বিপক্ষে অতিরিক্ত সময়ের শেষদিকে জুলস কোন্দের গোলে কোপা দেল রের শিরোপা নিশ্চিত হয় বার্সেলোনার। কাতালানদের প্রধান কোচ হান্সি ফ্লিক অবশ্য নিজেদের যাত্রাটাকে এখানেই থামাতে চান না।
৩ ঘণ্টা আগেজিম্বাবুয়ের বিপক্ষে সিরিজের দ্বিতীয় টেস্টের আগে বাংলাদেশের প্রতিনিধি হয়ে সংবা্দ সম্মেলনে হাজির হন প্রধান কোচ ফিল সিমন্স। যেখানে নিজেদের পরিকল্পনা, লক্ষ্যসহ আরও বিভিন্ন বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তর দেন তিনি। দলীয় পারফরম্যান্সজনিত ইস্যু নিয়ে কথা বলার পাশাপাশি সমর্থকদের ধৈর্য ধরার আহ্বান জানিয়েছেন
৪ ঘণ্টা আগেঢাকা প্রিমিয়ার লিগে (ডিপিএল) গাজী গ্রুপের বিপক্ষে ম্যাচে আউট হয়ে অসন্তোষ প্রকাশ করেন তাওহিদ হৃদয়। এই ঘটনায় ম্যাচ শেষে তার বিরুদ্ধে অভিযোগ আনেন আম্পায়াররা। পরে শুনানিতে ডাকা হলে হৃদয় সেখানে যাননি। ফলে ম্যাচ রেফারি আকতার আহমেদ শিপার হৃদয়কে এক ডিমেরিট পয়েন্ট ও ১০ হাজার টাকা জরিমানা করেন। লেভেল-১ ভঙ্গ ক
৫ ঘণ্টা আগে