Ad T1

মেসি জাদুতে ঘুরে দাঁড়িয়ে সেমিতে মিয়ামি

স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ১০ এপ্রিল ২০২৫, ১৬: ০১
আপডেট : ১১ এপ্রিল ২০২৫, ০১: ৪৮
মেসির গোলের উল্লাস
লস অ্যাঞ্জেলেস এফসির (এলএএফসি) বিপক্ষে প্রথম লেগে ১-০ গোলে হারের তেতো স্বাদ হজম করে ফিরেছিল ইন্টার মিয়ামি। কোয়ার্টার ফাইনালের ফিরতি লেগে যেন আগের ম্যাচের দুঃসহ স্মৃতিই ফিরে আসার আভাস দিচ্ছিল। কেননা লিওনেল মেসির ক্লাব আজ সকালে ৯ মিনিটেই পিছিয়ে পড়েছিল। তাতে দুই লেগ মিলিয়ে ২-০ গোলে এগিয়ে থেকে এলএএফসি শেষ চারে উঠার স্বপ্ন বুঁনেছিল। আর্জেন্টাইন ফুটবল জাদুকর অবশ্য তেমনটা হতে দেননি। তার জাদুকরী পারফরম্যান্সে কনকাকাফ চ্যাম্পিয়নস কাপের সেমিফাইনালের টিকিট কেটেছে ফ্লোরিডার ক্লাবটি।

বিশ্বকাপজয়ী মেসির জোড়া গোলে প্রত্যাবর্তনের গল্প লিখেছে মিয়ামি। সুপারস্টার মেসির ঝলকে দ্বিতীয় লেগে ৩-১ গোলে জিতেছে তারা। দুই লেগ মিলিয়ে ৩-২ গোলে জিতে টুর্নামেন্টটির শেষ চারে নাম লিখেছে মিয়ামি।
শুরুতে গোল খেয়ে স্কোর লেভেল করতে মরিয়া হয়ে ওঠে মিয়ামি। তবে সমতায় ফিরতে একটু সময় লাগে তাদের। নিজেদের মাঠ চেস স্টেডিয়ামে মেসি দলের ডাগআউটে স্বস্তির পরশ বইয়ে দেন ম্যাচের ৩৫ মিনিটে। সতীর্থের কাছ থেকে বল পেয়ে ডি বক্সে ঢুকেই বাঁ পায়ের পুরোনো ম্যাজিক দেখান। মেসির এ গোলে দুই লেগ মিলিয়ে ব্যবধান কমিয়ে আনে মিয়ামি। মেসির দল মাঠের লড়াইয়ে এগিয়ে যায় ৬১ মিনিটে। নোয়াহ অ্যালেনের গোলটা অবশ্য মিয়ামি পেয়েছে সৌভাগ্যক্রমে। অ্যালেন বক্সের ভেতরে ফেদেরিকো রেদোনদোর কাছে বল চিপ করেছিলেন। লরিস ভেবে ছিলেন রেদোনদো শট নেবেন। তাই লস অ্যাঞ্জেলেসের গোলরক্ষক লাইন ছেড়ে সামনে এগিয়ে যান। কিন্তু বলটি মাটিতে আঁচড়ে পড়ে লাফিয়ে ফের ওপরে উঠে যায়। রেদোনদো ও লরিস দুজনকে ফাঁকি দিয়ে বল আশ্রয় নেয় জালে।
এ গোলে দুই লেগ মিলিয়ে ২-২ এ সমতা চলে আসে। তবে অ্যাওয়ে গোলে তখনো এগিয়ে ছিল লস অ্যাঞ্জেলেস। তবে তাতে হাল ছেড়ে দেয়নি মিয়ামি। হতাশায় ভেঙে না পড়ে আক্রমণ-পাল্টা আক্রমণ চালিয়ে গেছে তারা। গোলের জন্য মরিয়া হয়ে উঠে স্বাগতিকরা। ব্রাজিলিয়ান ফুটবলার মারলনের হাতে বল লাগলে সুযোগ পেয়ে যায় মিয়ামি। ভিএআর পেনাল্টির রায় দেয়। সুযোগটা কাজে লাগিয়ে মেসি দলকে লিড এনে দেন ম্যাচের শেষ বাঁশি বাজার ৬ মিনিটে আগে।
একনজরে ফল
ইন্টার মিয়ামি ৩-১ লস অ্যাঞ্জেলেস
দুই লেগ মিলিয়ে ৩-২ গোলে জিতে সেমিতে উঠল মিয়ামি
Ad
এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত