Ad T1

তারকাদের নববর্ষের শুভেচ্ছা

স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ১৪ এপ্রিল ২০২৫, ১২: ১২
আজ পহেলা বৈশাখ। ১৪৩২ সালের প্রথম দিন। এই দিনটির মধ্য দিয়ে বাংলা বর্ষপুঞ্জিতে যুক্ত হলো নতুন আরেকটি বছর। প্রতি বছরের মতো এবারও নিজেদের সংস্কৃতিকে প্রাধান্য দিয়ে ঘটা করে নতুন বছর উদযাপন করছে বাঙালিরা। বিশেষ এই দিনে সামাজিক যোগাযোগ মাধ্যমে শুভেচ্ছা জানিয়েছেন মাঠের তারকারা।
ভেরিফাইড ফেসবুক পেইজে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের অলরাউন্ডার মেহেদি হাসান মিরাজ লিখেছেন, 'আনন্দ, উন্নতি ও শুভকামনার বার্তা নিয়ে নতুন বছরের সূচনায় ভরে উঠুক সকলের জীবন। সবাইকে বাংলা নববর্ষের শুভেচ্ছা।'
ফেসবুক পেইজে সতীর্থদের সঙ্গে বৈশাখের র‍্যালির একটি ছবি পোস্ট করেছেন বাংলাদেশ ফুটবল দলের অধিনায়ক জামাল ভূঁইয়া। ক্যাপশনে লিখেছেন, 'শুভ নববর্ষ। পহেলা বৈশাখ।' সঙ্গে বাংলাদেশের পতাকা জুড়ে দিয়েছেন এই ফুটবলার।
বাংলা নববর্ষের শুভেচ্ছা জানিয়েছে বিশ্ব ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা ফিফা। নিজেদের অফিসিয়াল পেইজে জামাল ভূঁইয়ার ছবিটি পোস্ট করেছে সংস্থাটি। ক্যাপশনে লিখেছে, 'আইলো আইলো আইলো রে, রঙ্গে ভরা বৈশাখ আবার আইলো রে।' ফিফার এই পোস্ট শেয়ার করেছেন বাংলাদেশ জাতীয় ফুটবল দলের ডিফেন্ডার তপু বর্মন।
Ad
এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত