Ad T1

টাইগার্স ক্যাম্পে লিটন

স্পোর্টস রিপোর্টার
প্রকাশ : ১৬ ফেব্রুয়ারি ২০২৫, ১৭: ০১

চ্যাম্পিয়নস ট্রফি খেলতে বাংলাদেশ দলের ক্রিকেটাররা এখন আছেন দুবাইয়ে। প্রস্তুতি নিচ্ছে মাঠে নামার জন্য। অফ ফর্মের কারণে সেই দলে জায়গা না পাওয়া লিটন দাস আছেন বাংলাদেশে। দেশে থাকা লিটন অবশ্য বসে নেই, নিচ্ছেন মাঠে ফেরার প্রস্তুতি। এজন্য যোগ দিয়েছেন বাংলা টাইগার্স ক্যাম্পে।

বিপিএলের পর ছুটি কাটিয়ে বাংলা টাইগার্স ক্যাম্পে যোগ দিয়েছেন এই ডানহাতি ব্যাটার। জাতীয় দলের আশেপাশে থাকা ক্রিকেটারদের নিয়ে আজ রোববার থেকে শুরু হয়েছে এই ক্যাম্প। সেখানেই যোগ দিয়েছেন লিটন দাস।

ঢাকা প্রিমিয়ার লিগের (ডিপিএল) আগে জাতীয় দলের আশেপাশে থাকা ক্রিকেটাররা নিজেদেরকে প্রস্তুত করছেন বাংলা টাইগার্সের ক্যাম্প দিয়ে। কোচ সোহেল ইসলামের অধীনে এই ক্যাম্প চলবে ডিপিএল শুরুর আগ পর্যন্ত। আপাতত ক্রিকেটাররা এখানে সাদা বলে অনুশীলন করবেন।

Ad
এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত