চ্যাম্পিয়নস লিগ
স্পোর্টস ডেস্ক
কাতারের মাটিতে ফ্রান্সকে রুখে দিয়েছিলেন এমিলিয়ানো মার্তিনেজ। ফরাসি ফুটবলের সৌরভ থামিয়ে বিশ্বকাপ এনে দিয়েছিলেন লিওনেল মেসির আর্জেন্টিনাকে। এবারও তেমন দুর্দান্ত পারফরম্যান্স উপহার দিতে চেয়েছিলেন। কিন্তু প্যারিস সেন্ট জার্মেই (পিএসজি) এর ঘরের মাঠ পার্ক দেস প্রিন্সেসে ফরাসি ক্লাবটিকে পেয়ে লুসাইল স্টেডিয়ামের ফাইনালের পুরনো সেই সুখস্মৃতি আর পুনর্মঞ্চায়ন করতে পারলেন না অ্যাস্টন ভিলার গোলবারের এ অতন্দ্র প্রহরী। তার ব্যর্থতার রাতে চ্যাম্পিয়নস লিগের কোয়ার্টার ফাইনালের প্রথম লেগে পিএসজির কাছে অ্যাস্টন ভিলা হার মানল ৩-১ গোলে।
বুধবার রাতে ভিলার গোলরক্ষক মার্তিনেজকে পিএসজির ফুটবলাররা বোকা বানালেন তিন তিন বার। ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাবটিকে উড়িয়ে ইউরোপিয়ান ক্লাব ফুটবলের এলিট টুর্নামেন্টের সেমি-ফাইনালে ওঠার পথে অনেকটা পথ এগিয়ে রইল কোচ লুইস এনরিকের শিষ্যরা।
ম্যাচে অবশ্য আগে লিড নিয়েছিল অতিথি অ্যাস্টন ভিলাই। মরগান রজার্স ম্যাচের নিরবতা ভেঙে সফরকারীদের উচ্ছ্বাসের বন্যায় ভাসিয়ে দেন। পরে প্রত্যাবর্তনের দারুণ গল্প লিখে সাফল্য ছিনিয়ে নেওয়ার পাল্টা সুখের গল্প লিখেছে পিএসজিই। দিজিরে দুয়ে জালের দেখা পেতেই সমতায় ফেরে ফরাসি জায়ান্ট ক্লাবটি। পরে খাভিচা কাভারাৎস্খেলিয়া এগিয়ে দেন ফরাসি লিগ ওয়ানের ডিফেন্ডিং চ্যাম্পিয়নদের। শেষে জয়ের ব্যবধানটা বেড়ে যায় নুনো মেন্দেসের গোলে।
সিলেট টেস্টে বাংলাদেশকে ৩ উইকেটে হারিয়েছে জিম্বাবুয়ে। জয়ের ব্যবধানটা ছোট হলেও ম্যাচে সফরকারীদের আধিপত্য ছিল চোখে পড়ার মতো। এর আগে সবশেষ ২০১৮ সালের নভেম্বরে এই সিলেটেই স্বাগতিকদের বিপক্ষে টেস্ট জিতেছিল জিম্বাবুয়ে।
২ ঘণ্টা আগেসেভিয়ার মাঠ লা কার্তুজায় শনিবার (২৬ এপ্রিল) দিবাগত রাতে রিয়াল মাদ্রিদের বিপক্ষে অতিরিক্ত সময়ের শেষদিকে জুলস কোন্দের গোলে কোপা দেল রের শিরোপা নিশ্চিত হয় বার্সেলোনার। কাতালানদের প্রধান কোচ হান্সি ফ্লিক অবশ্য নিজেদের যাত্রাটাকে এখানেই থামাতে চান না।
৩ ঘণ্টা আগেজিম্বাবুয়ের বিপক্ষে সিরিজের দ্বিতীয় টেস্টের আগে বাংলাদেশের প্রতিনিধি হয়ে সংবা্দ সম্মেলনে হাজির হন প্রধান কোচ ফিল সিমন্স। যেখানে নিজেদের পরিকল্পনা, লক্ষ্যসহ আরও বিভিন্ন বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তর দেন তিনি। দলীয় পারফরম্যান্সজনিত ইস্যু নিয়ে কথা বলার পাশাপাশি সমর্থকদের ধৈর্য ধরার আহ্বান জানিয়েছেন
৩ ঘণ্টা আগেঢাকা প্রিমিয়ার লিগে (ডিপিএল) গাজী গ্রুপের বিপক্ষে ম্যাচে আউট হয়ে অসন্তোষ প্রকাশ করেন তাওহিদ হৃদয়। এই ঘটনায় ম্যাচ শেষে তার বিরুদ্ধে অভিযোগ আনেন আম্পায়াররা। পরে শুনানিতে ডাকা হলে হৃদয় সেখানে যাননি। ফলে ম্যাচ রেফারি আকতার আহমেদ শিপার হৃদয়কে এক ডিমেরিট পয়েন্ট ও ১০ হাজার টাকা জরিমানা করেন। লেভেল-১ ভঙ্গ ক
৪ ঘণ্টা আগে