Ad T1

চ্যাম্পিয়নস লিগ

অ্যাস্টন ভিলাকে হারিয়ে এগিয়ে গেল পিএসজি

স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ১০ এপ্রিল ২০২৫, ০৮: ৫৮
নুনো মেন্দেস পরাস্ত করেন এমিলিয়ানো মার্তিনেজকে
কাতারের মাটিতে ফ্রান্সকে রুখে দিয়েছিলেন এমিলিয়ানো মার্তিনেজ। ফরাসি ফুটবলের সৌরভ থামিয়ে বিশ্বকাপ এনে দিয়েছিলেন লিওনেল মেসির আর্জেন্টিনাকে। এবারও তেমন দুর্দান্ত পারফরম্যান্স উপহার দিতে চেয়েছিলেন। কিন্তু প্যারিস সেন্ট জার্মেই (পিএসজি) এর ঘরের মাঠ পার্ক দেস প্রিন্সেসে ফরাসি ক্লাবটিকে পেয়ে লুসাইল স্টেডিয়ামের ফাইনালের পুরনো সেই সুখস্মৃতি আর পুনর্মঞ্চায়ন করতে পারলেন না অ্যাস্টন ভিলার গোলবারের এ অতন্দ্র প্রহরী। তার ব্যর্থতার রাতে চ্যাম্পিয়নস লিগের কোয়ার্টার ফাইনালের প্রথম লেগে পিএসজির কাছে অ্যাস্টন ভিলা হার মানল ৩-১ গোলে।

বুধবার রাতে ভিলার গোলরক্ষক মার্তিনেজকে পিএসজির ফুটবলাররা বোকা বানালেন তিন তিন বার। ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাবটিকে উড়িয়ে ইউরোপিয়ান ক্লাব ফুটবলের এলিট টুর্নামেন্টের সেমি-ফাইনালে ওঠার পথে অনেকটা পথ এগিয়ে রইল কোচ লুইস এনরিকের শিষ্যরা।

ম্যাচে অবশ্য আগে লিড নিয়েছিল অতিথি অ্যাস্টন ভিলাই। মরগান রজার্স ম্যাচের নিরবতা ভেঙে সফরকারীদের উচ্ছ্বাসের বন্যায় ভাসিয়ে দেন। পরে প্রত্যাবর্তনের দারুণ গল্প লিখে সাফল্য ছিনিয়ে নেওয়ার পাল্টা সুখের গল্প লিখেছে পিএসজিই। দিজিরে দুয়ে জালের দেখা পেতেই সমতায় ফেরে ফরাসি জায়ান্ট ক্লাবটি। পরে খাভিচা কাভারাৎস্খেলিয়া এগিয়ে দেন ফরাসি লিগ ওয়ানের ডিফেন্ডিং চ্যাম্পিয়নদের। শেষে জয়ের ব্যবধানটা বেড়ে যায় নুনো মেন্দেসের গোলে।
Ad
এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত