স্পোর্টস রিপোর্টার
ফাহিমা খাতুনের করা ইনিংসের ২৯ ওভারের পঞ্চম বলটি ব্যাটে বলে করতে পারেননি থাইল্যান্ডের ১১তম ব্যাটার অনিচা কামচমফু। প্যাডে লাগতেই লেগ বিফোরের জোরালো আবেদন হয়। আবেদনে সাড়া দিয়ে আঙুল তোলেন আম্পায়ার। এর মাধ্যমে ক্যারিয়ারে প্রথমবারের মতো পাঁচ উইকেট নেওয়ার স্বাদ পান ফাহিমা। একই ইনিংসে তার আগেই পাঁচ উইকেট পূর্ণ করেছিলেন জান্নাতুল ফেরদৌস। এটা নারী ওয়ানডের এক ইনিংসে প্রথমবারের মতো দুই বোলারের পাঁচ উইকেট নেওয়ার বিশ্ব রেকর্ড। ফাহিমার মতো জান্নাতুলও প্রথমবারের মতো ফাইফারের সাক্ষী হলেন।
এই দুই স্পিনারের তোপের মুখে পড়ে নারী ওয়ানডে বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচে বাংলাদেশের সামনে দাঁড়াতেই পারেনি থাইল্যান্ড। লাহোরে নিগার সুলতানা জ্যোতিদের করা ২৭১ রানের জবাবে মাত্র ৯৩ রানে গুটিয়ে যায় থাই মেয়েরা। ১৭৮ রানের জয় পায় নিগার অ্যান্ড কোং। ওয়ানডেতে এটা বাংলাদেশ নারী দলের সবচেয়ে বেশি রানে জয়ের রেকর্ড। রেকর্ড গড়ায় জয় এনে দেওয়ার পথে দারুণ বোলিং করে স্বাভাবিকভাবেই বেশ খুশি ফাহিমা ও জান্নাতুল। যদিও বোলিংয়ে এসে তাদের দুজনের ভাবনা একরকম ছিল না।
দারুণ কিছু হতে যাচ্ছে, বোলিং করতে এসেই সে আভাস পেয়েছিলেন ফাহিমা। বিসিবির দেওয়া ভিডিও বার্তায় তিনি বলেন, ‘প্রথমেই আলহামদুলিল্লাহ। এটা আমার জন্য ভালো লাগার বিষয়। বিগত সময় আমার সামনে অনেকবার এই সুযোগটা এসেছিল। এবার প্রথমবারের মতো পাঁচ উইকেট পেলাম। এজন্য আমি অনেক খুশি। অতীতে আমি এক ম্যাচে চার উইকেট নিয়েছি। সুযোগ থাকার পরও হয়তো পাঁচ উইকেট নেওয়া হয়নি। আমি আমার জায়গা থেকে বলব, যে পাশ থেকে বল করছিলাম, প্রথমে বলটা ধরে মনে হয়েছে এই ম্যাচে হয়তোবা আমার দিন হতেও পারে। উইকেট টেকিং অপশনটা আমার বেশি ছিল। সেদিক থেকে আমি বলব আলহামদুলিল্লাহ।’
বাংলাদেশের হয়ে সবার শেষে বোলিং করতে আসেন জান্নাতুল। বল হাতে দিনটা কেমন যাবে আগেই সেটা ভাবেননি এই অফস্পিনার। শুধু নিজের জায়গা থেকে সেরাটা দেওয়ার লক্ষ্য ছিল তার, ‘এটা হচ্ছে আমার প্রথমবারের মতো পাঁচ উইকেট নেওয়া। প্রথমবারের মতো বাংলাদেশের হয়ে বোলিং করা। অবশ্যই বিশেষ কিছু, সারা জীবন মনে রাখার মতো একটা স্মৃতিই বলব। আমি দেরিতেই বোলিংয়েই আসছি। তখন হয়তো চিন্তাও ছিল না পাঁচ উইকেট পাব কি না। কিন্তু আমি আমার প্রক্রিয়া অনুসরণ করে বোলিং করার চেষ্টা করেছি।’
জান্নাতুল আরো বলেন, ‘কোনো লক্ষ্য ঠিক করে খেলতে নামি না। এই ম্যাচেও কোনো লক্ষ্য ছিল না। আমি চেষ্টা করছিলাম কোচ যেভাবে বলছিল যে উইকেট টু উইকেট বল করার জন্য। আমি সেভাবেই চেষ্টা করে গেছি। তাতে সফল হয়েছি আলহামদুলিল্লাহ।’
সিলেট টেস্টে বাংলাদেশকে ৩ উইকেটে হারিয়েছে জিম্বাবুয়ে। জয়ের ব্যবধানটা ছোট হলেও ম্যাচে সফরকারীদের আধিপত্য ছিল চোখে পড়ার মতো। এর আগে সবশেষ ২০১৮ সালের নভেম্বরে এই সিলেটেই স্বাগতিকদের বিপক্ষে টেস্ট জিতেছিল জিম্বাবুয়ে।
২ ঘণ্টা আগেসেভিয়ার মাঠ লা কার্তুজায় শনিবার (২৬ এপ্রিল) দিবাগত রাতে রিয়াল মাদ্রিদের বিপক্ষে অতিরিক্ত সময়ের শেষদিকে জুলস কোন্দের গোলে কোপা দেল রের শিরোপা নিশ্চিত হয় বার্সেলোনার। কাতালানদের প্রধান কোচ হান্সি ফ্লিক অবশ্য নিজেদের যাত্রাটাকে এখানেই থামাতে চান না।
৩ ঘণ্টা আগেজিম্বাবুয়ের বিপক্ষে সিরিজের দ্বিতীয় টেস্টের আগে বাংলাদেশের প্রতিনিধি হয়ে সংবা্দ সম্মেলনে হাজির হন প্রধান কোচ ফিল সিমন্স। যেখানে নিজেদের পরিকল্পনা, লক্ষ্যসহ আরও বিভিন্ন বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তর দেন তিনি। দলীয় পারফরম্যান্সজনিত ইস্যু নিয়ে কথা বলার পাশাপাশি সমর্থকদের ধৈর্য ধরার আহ্বান জানিয়েছেন
৪ ঘণ্টা আগেঢাকা প্রিমিয়ার লিগে (ডিপিএল) গাজী গ্রুপের বিপক্ষে ম্যাচে আউট হয়ে অসন্তোষ প্রকাশ করেন তাওহিদ হৃদয়। এই ঘটনায় ম্যাচ শেষে তার বিরুদ্ধে অভিযোগ আনেন আম্পায়াররা। পরে শুনানিতে ডাকা হলে হৃদয় সেখানে যাননি। ফলে ম্যাচ রেফারি আকতার আহমেদ শিপার হৃদয়কে এক ডিমেরিট পয়েন্ট ও ১০ হাজার টাকা জরিমানা করেন। লেভেল-১ ভঙ্গ ক
৫ ঘণ্টা আগে