Ad T1

পিএসএল না খেলেই ফিরছেন লিটন দাস

স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ১২ এপ্রিল ২০২৫, ১২: ০২
আপডেট : ১৬ এপ্রিল ২০২৫, ১০: ২০
অনাপত্তিপত্রের ঝামেলা মিটিয়ে শেষ পর্যন্ত পিএসএলে খেলতে গিয়েছিলেন লিটন দাস। কিন্তু শেষ পর্যন্ত ম্যাচ খেলার আগেই তাকে দেশে ফিরতে হচ্ছে। আঙুলের ইনজুরির কারণে টুর্নামেন্ট শুরুর আগে তাকে মাঠে ফেরত আসতে হচ্ছে। ফেসবুকে দেওয়া এক পোস্টে লিটন নিজেই বিষয়টি নিশ্চিত করেছেন।
ফেসবুক পেজে দেওয়া পোস্টে লিটন জানান, ‘করাচির কিংসের হয়ে পিএসএল খেলতে আমি সত্যিই মুখিয়ে ছিলাম। কিন্তু স্রষ্টার পরিকল্পনা ছিল ভিন্ন। অনুশীলন সেশনে আমি আঙুলে চোট পেয়েছি।’
জানা গেছে, তার আঙুলে ফ্রাকচার ধরা পড়েছে। সে কারণে আপাতত তাকে দুই সপ্তাহের জন্য মাঠের বাইরে থাকতে হবে। বিষয়টি নিয়ে বিসিবির প্রধান চিকিৎসক দেবাশিস চৌধুরী জানান, লিটনের চোটের কথা তার জানা আছে। তবে এখনও নিশ্চিত নন কতটুকু গুরুতর তার ইনজুরি।
Ad
এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত