Ad T1

বাংলাদেশের বিপক্ষে আয়ারল্যান্ডের সংগ্রহ ২৩৫

স্পোর্টস রিপোর্টার
প্রকাশ : ১৩ এপ্রিল ২০২৫, ১৮: ২৯
আপডেট : ১৩ এপ্রিল ২০২৫, ১৮: ৫৬
নারী বিশ্বকাপ বাছাইপর্বে নিজেদের তৃতীয় ম্যাচে বাংলাদেশের বিপক্ষে আগে ব্যাট করে ৮ উইকেটে ২৩৫ রান তোলেছে আয়ারল্যান্ড। লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে টস জিতে ব্যাট করতে নামে আইরিশরা। শুরুটা ভালো হয়নি তাদের। দলীয় ৬ রানে সারাহ ফোর্বসকে হারায় আইরিশরা। রান আউটের ফাঁদে পড়ার আগে ৪ রান করেন এই ওপেনার। সে ধাক্কা সামাল দেন গ্যাবি লুইস ও এমি হান্টার।
দ্বিতীয় উইকেটে ৫০ রান তোলেন এই দুই ব্যাটার। জান্নাতুল ফেরদৌসের করা ইনিংসের ১৪তম ওভারে লুইস প্যাভিলিয়নের পথ ধরলে এই জুটি ভাঙে। আউট হওয়ার আগে ২৪ রান করেন লুইস। দলীয় ৭৩ রানে হান্টারকে হারায় আয়ারল্যান্ড। ৩৩ রান করেন এই ব্যাটার।
চতুর্থ উইকেটে ওরলা প্রেনডারগাস্ট ও লউরা ডেলানির ব্যাটে ১৫০ পার করে আয়ারল্যান্ড। ব্যক্তিগত ৪১ রানে প্রেনডারগাস্ট রাবেয়া খাতুনের লেগ বিফোরের ফাঁদে পড়েন। সেই সঙ্গে ভাঙে ৭২ রানের জুটি।
দলীয় ১৮২ রানে পঞ্চম ব্যাটার হিসেবে বিদায় নেন ডেলানি। তার আগে দলের হয়ে সর্বোচ্চ ৬৩ রানের ইনিংস খেলেন। কিছুক্ষণ পর ব্যক্তিগত ১৯ রানে ফিরে যান লিয়াহ পল। ২৪ রানের অপরাজিত থাকেন আরলেনে কেলি। আয়ারল্যান্ডের পতন হওয়া আট উইকেটের মধ্যে তিনটা নেন রাবেয়া। ৩৯ রান খরচ করেন তিনি। ৫০ রানে দুই ব্যাটারকে ফেরান ফাহিমা খাতুন। এছাড়া জান্নাতুলের শিকার এক উইকেট।
সংক্ষিপ্ত স্কোর:
আয়ারল্যান্ড: ২৩৫/৮ (৫০ ওভার); ডেলানি ৬৩, প্রেনডারগাস্ট ৪১, হান্টার ৩৩; রাবেয়া ৩/৩৯, ফাহিমা ২/৫০
টস: আয়ারল্যান্ড
Ad
এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত