ডিজাইন নকলের অভিযোগ
স্পোর্টস ডেস্ক
লিওনেল মেসির একটি কোম্পানির বিরুদ্ধে ডিজাইন নকলের অভিযোগ এনেছেন যুক্তরাষ্ট্রের জনপ্রিয় ইউটিউবার ও রেসলার লোগান পল। এটার আইনি সমাধানের জন্য তারকা ফরওয়ার্ডকে বক্সিং খেলার চ্যালেঞ্জ জানিয়েছেন তিনি।
২০২২ সালে প্রাইম হাইড্রেশান নামের একটি এনার্জি ড্রিংক বাজারে আনেন পল। অন্যদিকে গত বছর মাস প্লাস নামে আরেকটি এনার্জি ড্রিংক বাজারে আনে মেসির একটি কোম্পানি। বাজারে এসেই প্রাইম হাইড্রেশানের বিরুদ্ধে বোতল মোড়কজাতে নকলের অভিযোগ আনে মাস প্লাস। নিজেদের ডিজাইন নকল করায় আইনি নোটিশও দেয় এনার্জি ড্রিংক কোম্পানিটি। বিষয়টি নিয়ে এতোদিন মুখে কুলুপ এটে ছিল প্রাইম হাইড্রেশান। এবার মাস প্লাসের বিরুদ্ধে উল্টো বোতলের মোড়ক নকলের অভিযোগ এনেছেন প্রাইম হাইড্রেশানের মালিক পল।
বিষয়টি নিয়ে পল বলেন, ‘সবাই দেখেছে কারা ডিজাইন নকল করেছে। মেসির মাস প্লাস দেখতে হুবহু প্রাইম হাইড্রেশানের মতো। এটা মোটেও ঠিক হয়নি। এজন্য আমরা তাদের বিরুদ্ধে মামলা করব।’
পল আরও বলেন, ‘আমি কথা দিলাম মেসির বিরুদ্ধে কোনো আইনি ব্যবস্থা নিব না। কিন্তু এজন্য লিওনেল মেসি ও লোগান পলের মধ্যে একটি বক্সিং ফাইট হতে হবে। মেসি তুমি কি তার জন্য প্রস্তুত?’ পলের এই চ্যালেঞ্জের জবাবে মেসি কি বলেন সেটাই এখন দেখার বিষয়।
লিওনেল মেসির একটি কোম্পানির বিরুদ্ধে ডিজাইন নকলের অভিযোগ এনেছেন যুক্তরাষ্ট্রের জনপ্রিয় ইউটিউবার ও রেসলার লোগান পল। এটার আইনি সমাধানের জন্য তারকা ফরওয়ার্ডকে বক্সিং খেলার চ্যালেঞ্জ জানিয়েছেন তিনি।
২০২২ সালে প্রাইম হাইড্রেশান নামের একটি এনার্জি ড্রিংক বাজারে আনেন পল। অন্যদিকে গত বছর মাস প্লাস নামে আরেকটি এনার্জি ড্রিংক বাজারে আনে মেসির একটি কোম্পানি। বাজারে এসেই প্রাইম হাইড্রেশানের বিরুদ্ধে বোতল মোড়কজাতে নকলের অভিযোগ আনে মাস প্লাস। নিজেদের ডিজাইন নকল করায় আইনি নোটিশও দেয় এনার্জি ড্রিংক কোম্পানিটি। বিষয়টি নিয়ে এতোদিন মুখে কুলুপ এটে ছিল প্রাইম হাইড্রেশান। এবার মাস প্লাসের বিরুদ্ধে উল্টো বোতলের মোড়ক নকলের অভিযোগ এনেছেন প্রাইম হাইড্রেশানের মালিক পল।
বিষয়টি নিয়ে পল বলেন, ‘সবাই দেখেছে কারা ডিজাইন নকল করেছে। মেসির মাস প্লাস দেখতে হুবহু প্রাইম হাইড্রেশানের মতো। এটা মোটেও ঠিক হয়নি। এজন্য আমরা তাদের বিরুদ্ধে মামলা করব।’
পল আরও বলেন, ‘আমি কথা দিলাম মেসির বিরুদ্ধে কোনো আইনি ব্যবস্থা নিব না। কিন্তু এজন্য লিওনেল মেসি ও লোগান পলের মধ্যে একটি বক্সিং ফাইট হতে হবে। মেসি তুমি কি তার জন্য প্রস্তুত?’ পলের এই চ্যালেঞ্জের জবাবে মেসি কি বলেন সেটাই এখন দেখার বিষয়।
ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগে (ডিপিএল) জয়রথ অব্যাহত আছে মোহামেডান স্পোর্টিং ক্লাবের। নিজেদের সবশেষ ম্যাচে শনিবার (১৫ মার্চ) লিজেন্ডস অব রুপগঞ্জকে ৯৪ রানে হারিয়েছে মতিঝিল পাড়ার ক্লাবটি।
৩৮ মিনিট আগেঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগে (ডিপিএল) গত ৯ মার্চ ব্রাদার্স ইউনিয়ন লিমিটেডের বিপক্ষে রেকর্ড গড়ে প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব। আগে ব্যাট করে স্কোরবোর্ডে ৪২২ রান জড়ো করে তারা।
১ ঘণ্টা আগেকলম্বিয়া এবং আর্জেন্টিনার বিপক্ষে ম্যাচের জন্য ব্রাজিলের ঘোষিত দলে জায়গা পেয়েছিলেন নেইমার জুনিয়র। এর মাধ্যমে ইনজুরি কাটিয়ে ১৬ মাস পর সেলেকাওদের দলে প্রত্যাবর্তন হয় তার। যদিও ইনজুরির কারণে অপেক্ষা বাড়ল তার।
২ ঘণ্টা আগেমিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ব্রাদার্স ইউনিয়নের বিপক্ষে ৪২২ রান তুলে রেকর্ড গড়ে প্রাইম ব্যাংক। একই মাঠে পরের দুই ম্যাচে আগে ব্যাট করা দুই দলের সংগ্রহ ছিল যথাক্রমেÑ ৬৯ ও ১০০। প্রাইম ব্যাংকের রান উৎসবের পর মিরপুরের মাঠে ব্যাটারদের ব্যর্থতা খানিকটা প্রশ্ন উঠেছে, তাহলে ৪২২ রান কি ফ্লুক ছিল?
৮ ঘণ্টা আগে