উয়েফা প্রধানের ঘোর বিরোধিতা
স্পোর্টস ডেস্ক
ইগনাসিও আলোনসো প্রস্তাবটা আগেই দিয়েছিলেন। ৬৪ দল নিয়ে আয়োজন করা হোক ২০৩০ বিশ্বকাপ, উরুগুয়ে ফুটবল ফেডারেশন সভাপতির এমন প্রস্তাবের ঘোর বিরোধিতা করেছিলেন ইউরোপিয়ান ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থার প্রধান আলেক্সান্ডার সেফেরিন। তাতে অবশ্য বিষয়টি চাপা পড়ে থাকেনি। এবার ৬৪ দেশ নিয়ে বিশ্বকাপ আয়োজনের আনুষ্ঠানিক প্রস্তাব দিলেন দক্ষিণ আমেরিকান ফুটবল সংস্থার (কনমেবল) সভাপতি আলেসান্দ্রো ডমিনগেজ।
তিনি বলেন, ‘বিশ্বকাপের শতবর্ষ (২০৩০ বিশ্বকাপ) উদযাপন দারুণ কিছু হবে। ১০০ বছর কেবল একবারই উদযাপন করার সুযোগ আসে। এজন্যই আমরা প্রথমবারের মতো ৬৪ দল নিয়ে বিশ্বকাপ আয়োজনের প্রস্তাব দিচ্ছি। এমনটা হলে সবকটি দেশ বিশ্বকাপের অভিজ্ঞতা নিতে পারবে। পৃথিবীর কেউই উদযাপনের বাইরে থাকবে না।’
এর আগে উরুগুয়ে ফুটবল ফেডারেশন প্রধানের এমন প্রস্তাবের সমালোচনা করে সেফেরিন বলেছিলেন, ‘আমার কাছে এটা খুবই বাজে প্রস্তাব মনে হচ্ছে। এই প্রস্তাব আপনাদের চেয়ে আমার কাছে বেশি বিস্ময়কর।’
বাংলাদেশি নারী ক্রীড়াবিদদের জন্য খেলাধুলার সুযোগ-সুবিধা বাড়াতে কাতার ফাউন্ডেশনের প্রতিশ্রুতি ভীষণরকম আশাবাদী ও উচ্ছ্বসিত প্রধান উপদেষ্টার সঙ্গে কাতারে সফররত চার নারী ক্রীড়াবিদ।
৩৩ মিনিট আগেক্রিস্টাল প্যালেসের বিপক্ষে জয়ের পথেই ছিল আর্সেনাল। কিন্তু শেষদিকে গোল হজম করে জয়বঞ্চিত হয়েছে মিকেল আর্তেতার শিষ্যরা। শক্তির বিচারে বেশ পিছিয়ে থাকা দলটির সঙ্গে ২-২ গোলের ড্র নিয়ে মাঠ ছেড়ে গত আসরের রানার্সআপরা।
৪ ঘণ্টা আগেস্প্যানিশ লা লিগায় গেতাফেকে ১-০ গোলে হারিয়েছে রিয়াল মাদ্রিদ। কলিসিয়াম স্টেডিয়ামে সফরকারী দলের হয়ে জয়সূচক গোলটি করেন তুর্কি তরুণ মিডফিল্ডার আর্দা গুলের। এর মাধ্যমে স্পেনের শীর্ষ লিগে টানা তিন জয়ের দেখা পেল কার্লো আনচেলত্তির শিষ্যরা।
৫ ঘণ্টা আগেজিততে হলে চাই ১৭৪ রান। হাতে সময় দেড় দিন বাকি। টার্গেট তেমন কঠিন কিছু নয়। সেই রান তাড়ায় ওপেনিং জুটিতে যোগ হয়েছে ৯৫ রান। সহজ জয়ের পথেই ছিল জিম্বাবুয়ে। কিন্তু টেস্ট ক্রিকেট যে রোমাঞ্চ পছন্দ করে! সিলেট টেস্ট শেষ পর্যন্ত জিম্বাবুয়েই জিতল সেই রোমাঞ্চের সুরভী ছড়িয়ে।
৬ ঘণ্টা আগে