Ad T1

উয়েফা প্রধানের ঘোর বিরোধিতা

চাপা পড়ে থাকল না ৬৪ দল নিয়ে বিশ্বকাপ আয়োজনের প্রস্তাব

স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ১১ এপ্রিল ২০২৫, ১৯: ৪৪
ইগনাসিও আলোনসো প্রস্তাবটা আগেই দিয়েছিলেন। ৬৪ দল নিয়ে আয়োজন করা হোক ২০৩০ বিশ্বকাপ, উরুগুয়ে ফুটবল ফেডারেশন সভাপতির এমন প্রস্তাবের ঘোর বিরোধিতা করেছিলেন ইউরোপিয়ান ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থার প্রধান আলেক্সান্ডার সেফেরিন। তাতে অবশ্য বিষয়টি চাপা পড়ে থাকেনি। এবার ৬৪ দেশ নিয়ে বিশ্বকাপ আয়োজনের আনুষ্ঠানিক প্রস্তাব দিলেন দক্ষিণ আমেরিকান ফুটবল সংস্থার (কনমেবল) সভাপতি আলেসান্দ্রো ডমিনগেজ।
তিনি বলেন, ‘বিশ্বকাপের শতবর্ষ (২০৩০ বিশ্বকাপ) উদযাপন দারুণ কিছু হবে। ১০০ বছর কেবল একবারই উদযাপন করার সুযোগ আসে। এজন্যই আমরা প্রথমবারের মতো ৬৪ দল নিয়ে বিশ্বকাপ আয়োজনের প্রস্তাব দিচ্ছি। এমনটা হলে সবকটি দেশ বিশ্বকাপের অভিজ্ঞতা নিতে পারবে। পৃথিবীর কেউই উদযাপনের বাইরে থাকবে না।’
এর আগে উরুগুয়ে ফুটবল ফেডারেশন প্রধানের এমন প্রস্তাবের সমালোচনা করে সেফেরিন বলেছিলেন, ‘আমার কাছে এটা খুবই বাজে প্রস্তাব মনে হচ্ছে। এই প্রস্তাব আপনাদের চেয়ে আমার কাছে বেশি বিস্ময়কর।’

বিষয়:

ফুটবল
Ad
এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত