Ad T1

আনিসুল ইমনের সেঞ্চুরিতে ২৬৪ তে থামল মোহামেডান

স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ১২ এপ্রিল ২০২৫, ১৩: ০১
মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ঢাকা প্রিমিয়ার লিগে মুখোমুখি হয়েছে দুই চিরপ্রতিদ্বন্দ্বী আবাহনী ও মোহামেডান। এই ম্যাচে আগে ব্যাটিংয়ে নেমে ২৬৪ রানে থেমেছে মোহামেডানের ইনিংস। আনিসুল ইসলাম ইমনের সেঞ্চুরির পরও দলীয় সংগ্রহ ৩০০ পার করতে পারেনি দলটি।
আগে ব্যাটিংয়ে নেমে আনিসুল ইমন ও মাহিদুল ইসলাম অঙ্কনের ইনিংসে ভর করে বড় সংগ্রহের ভিত পায় মোহামেডান। ইমন ১১৮ বলে ১১৪ ও অঙ্কনের ব্যাটে আসে ৪৮ রান। তাতে মনে হচ্ছিল মোহামেডানের সংগ্রহ পাবে দলটি। কিন্তু মোহামেডানের অন্য ব্যাটারদের ব্যর্থতায় সেই পথে আর হাঁটতে পারেনি দলটি।
তৃতীয় সর্বোচ্চ ২০ রান আসে মুশফিকুর রহিমের ব্যাটে। এ ছাড়া ১৮ রান করেন মেহেদি হাসান মিরাজ। আবাহনীর হয়ে ৪৯ রানে তিন উইকেট নেন নাহিদ রানা। এ ছাড়া মৃত্যুঞ্জয় চৌধুরী ও রকিবুল হাসান নেন দুইটি করে উইকেট।
Ad
এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত