স্পোর্টস ডেস্ক
গত জানুয়ারিতে রিয়াল মাদ্রিদকে হারিয়ে স্প্যানিশ সুপার কাপের শিরোপা জেতে বার্সেলোনা। মৌসুমের বাকি তিন প্রতিযোগিতায়ও শিরোপা জেতার দারুণ সুযোগ হাতছানি দিচ্ছে কাতালানদের। এমতাবস্থায় নিজেদের সব ম্যাচকেই ফাইনাল বলে মনে করছেন বার্সার ডিফেন্ডার এরিক গার্সিয়া।
স্প্যানিশ লা লিগায় ৭০ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে আছে বার্সা। দুইয়ে থাকা রিয়ালের সংগ্রহ ৬৩ পয়েন্ট। উয়েফা চ্যাম্পিয়নস লিগের সেমিফাইনালে এক পা দিয়ে রেখেছে হান্সি ফ্লিকের দল। কোয়ার্টার ফাইনালের প্রথম লেগে বুরুশিয়া ডর্টমুন্ডকে ৪-০ গোলে বিধ্বস্ত করেছে তারা। অন্যদিকে কোপা দেল রের ফাইনালে উঠেছে বার্সা।
লিগে নিজেদের সবশেষ ম্যাচে লিগানেসের বিপক্ষে ১-০ ব্যবধানে জিতেছে বার্সা। ম্যাচটিতে গোল না করেও প্রতিপক্ষের ভুলে জিতেছে জায়ান্টরা। এদিন চোটে পড়েছেন বার্সার ডিফেন্ডার আলেহান্দ্রো বালদে। যদিও তার চোট নিয়ে খুব বেশি চিন্তিত নন গার্সিয়া।
লিগানেসের বিপক্ষে ম্যাচ শেষে গার্সিয়া বলেন, ‘স্প্যানিশ লা লিগা ও চ্যাম্পিয়নস লিগে আমাদের অবস্থান দারুণ। শিরোপা জেতার মতো পরিস্থিতিতে আছি আমরা। আমাদের থামা যাবে না। দলের সবাই বেশ উৎসাহ পাচ্ছে। এই পরিস্থিতিতে আমাদের জন্য প্রতিটি ম্যাচই ফাইনালের মতো।’
স্প্যানিশ তারকা আরও বলেন, ‘লিগানেস বড় দলগুলোর বিপক্ষে ভালো ফুটবল খেলে। বিষয়টি নিয়ে কোচ আমাদের সঙ্গে কথা বলেছেন। এটাই প্রমাণ করে লিগানেস কেমন দল। ম্যাচে ওরা আমাদের রক্ষণে ভীতি ছড়িয়েছে। যদিও ফলাফলটাই শেষ কথা। বালদের চোট খুব বেশি গুরুতর মনে হচ্ছে না। আশা করছি সে দ্রুত সুস্থ হয়ে উঠবে।’
কোপা দেল রের ফাইনালের মঞ্চ। শিরোপা নির্ধারণী ম্যাচে লড়াইটা হবে বার্সেলোনা ও রিয়াল মাদ্রিদের মধ্যে। ধ্রুপদী এই লড়াইয়ের আগে একদফা নাটক হয়ে গেছে।
১ ঘণ্টা আগেপার্টনার ব্যাংকগুলোর সাথে বিসিবির আর্থিক বিষয়ক লেনদেনে স্বাক্ষরপ্রদানকারী দুজন বোর্ড পরিচালক হলেন- বোর্ডের ফিনান্স কমিটি চেয়ারম্যান ফাহিম সিনহা ও টেন্ডার ও পারচেজ কমিটি চেয়ারম্যান মাহবুবুল আনাম।
২ ঘণ্টা আগেপ্রিমিয়ার ফুটবল লিগে আজ আকর্ষণীয় ম্যাচে পরস্পরের মুখোমুখি হচ্ছে দুই চিরপ্রতিদ্বন্দ্বী আবাহনী ও মোহামেডান ক্লাব। কুমিল্লার শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে বেলা সাড়ে ৩টায় দুদলের ম্যাচটি শুরু হবে। এবারে মৌসুমে এই দুই দলের তৃতীয় লড়াই এটি।
৪ ঘণ্টা আগে