স্পোর্টস ডেস্ক
প্রথমে পিছিয়ে পড়ার হতাশা কাটিয়ে জয়ের পথেই ছিল ম্যানচেস্টার ইউনাইটেড। যদিও শেষ পর্যন্ত জয়ের হাসি হাসতে পারেনি ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাবটি। শেষ মুহূর্তে গোল হজম করে ইউরোপা লিগের কোয়ার্টার ফাইনালের প্রথম লেগে লিও'র সঙ্গে ২-২ গোলে ড্র করেছে তারা।
গ্রুপামা স্টেডিয়ামে ম্যাচে ২৫ মিনিটে এগিয়ে যায় লিও। এ সময় ইউনাইটেডের জালে বল জড়ান আর্জেন্টিনার তরুণ অ্যাটাকিং মিডফিল্ডার কাম উইঙ্গার থিয়াগো আলমাদা। যদিও এই গোলের ওপর দাঁড়িয়ে বিরতিতে যেতে পারেনি স্বাগতিকরা। ইয়োরোর কল্যাণে প্রথমার্ধের যোগ করা সময়ে ম্যাচে ফেরে ইউনাইটেড।
নির্ধারিত সময়ের দুই মিনিট আগে ম্যাচে প্রথমবারের মতো এগিয়ে যায় ইউনাইটেড। স্কোরশিটে নাম লিখান সফরকারী দলের জশুয়া জির্কজি। এই ব্যবধানে ধরে রেখে ম্যাচ প্রায় শেষই করতে যাচ্ছিল ইউনাইটেড। কিন্তু যোগ করা সময়ের পঞ্চম মিনিটে তাদের জয়ের স্বপ্ন ভঙ্গ করে লিও৷ রায়ান চের্কির গোলে ম্যাচে ফেরে তারা। তাই সেমিফাইনালে উঠার জন্য দ্বিতীয় লেগের দিকে তাকিয়ে থাকতে হবে উভয় দলকে।
প্রথমে পিছিয়ে পড়ার হতাশা কাটিয়ে জয়ের পথেই ছিল ম্যানচেস্টার ইউনাইটেড। যদিও শেষ পর্যন্ত জয়ের হাসি হাসতে পারেনি ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাবটি। শেষ মুহূর্তে গোল হজম করে ইউরোপা লিগের কোয়ার্টার ফাইনালের প্রথম লেগে লিও'র সঙ্গে ২-২ গোলে ড্র করেছে তারা।
গ্রুপামা স্টেডিয়ামে ম্যাচে ২৫ মিনিটে এগিয়ে যায় লিও। এ সময় ইউনাইটেডের জালে বল জড়ান আর্জেন্টিনার তরুণ অ্যাটাকিং মিডফিল্ডার কাম উইঙ্গার থিয়াগো আলমাদা। যদিও এই গোলের ওপর দাঁড়িয়ে বিরতিতে যেতে পারেনি স্বাগতিকরা। ইয়োরোর কল্যাণে প্রথমার্ধের যোগ করা সময়ে ম্যাচে ফেরে ইউনাইটেড।
নির্ধারিত সময়ের দুই মিনিট আগে ম্যাচে প্রথমবারের মতো এগিয়ে যায় ইউনাইটেড। স্কোরশিটে নাম লিখান সফরকারী দলের জশুয়া জির্কজি। এই ব্যবধানে ধরে রেখে ম্যাচ প্রায় শেষই করতে যাচ্ছিল ইউনাইটেড। কিন্তু যোগ করা সময়ের পঞ্চম মিনিটে তাদের জয়ের স্বপ্ন ভঙ্গ করে লিও৷ রায়ান চের্কির গোলে ম্যাচে ফেরে তারা। তাই সেমিফাইনালে উঠার জন্য দ্বিতীয় লেগের দিকে তাকিয়ে থাকতে হবে উভয় দলকে।
ইংল্যান্ড প্রবাসী দেওয়ান হামজা চৌধুরীর পর বাংলাদেশের জার্সি গায়ে জড়াতে চান আরেক প্রবাসী ফুটবলার সামিত সোম। বাংলাদেশি বংশোদ্ভূত কানাডার এই ফুটবলার আগামী জুনে সিঙ্গাপুরের বিপক্ষে খেলতে চান। এমন নিশ্চয়তা পাওয়ার পরই তার জন্মনিবন্ধন তৈরির প্রক্রিয়া শুরু করে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)।
৪১ মিনিট আগেসিলেটে আগে ব্যাটিংয়ে নেমে বাংলাদেশের ইনিংস থামল ১৯১ রানে। এমন ব্যাটিং ব্যর্থতার পর বোলিংয়েও দিনশেষে কোনো উইকেট নিতে পারেনি বাংলাদেশ। ফলে- সিলেট টেস্টের প্রথম দিনটা স্বাগতিকদের জন্য ব্যর্থই বলা যায়। এমন ব্যর্থতার পর সহকারী কোচ মোহাম্মদ সালাউদ্দিন জানান, এখন চেষ্টা থাকবে ম্যাচে ফেরার।
১ ঘণ্টা আগেলিওনেল মেসি মাঠে খেলবেন আর গ্যালারি থাকবে দর্শকে টইটুম্বুর। এটা ভালো করেই জানতো কলম্বাস ক্রু। এ জন্য ওহিওর ক্লাবটি নিজেদের মাঠ লোয়ার ডট কম ফিল্ডে আয়োজন করেনি আর্জেন্টােইন ফুটবল জাদুকরের ম্যাচ। কারণ মেসির ম্যাচ আয়োজন করার সক্ষমতা ছিল ওই মাঠের। এ মাঠের দর্শক ধারণক্ষমতা মাত্র ২০ হাজার।
১ ঘণ্টা আগেঢাকা প্রিমিয়ার লিগের (ডিপিএল) সুপার লিগের দ্বিতীয় রাউন্ডে আবাহনীর পাশাপাশি জয় পেয়েছে শিরোপা দৌড়ে এগিয়ে থাকা মোহামেডান। তবে এদিন গাজী গ্রুপের কাছে হেরেছে লিজেন্ডস অব রূপগঞ্জ।
২ ঘণ্টা আগে