স্পোর্টস রিপোর্টার
আগামী ১০ জুন সিঙ্গাপুরের বিপক্ষে বাংলাদেশের এএফসি এশিয়ান কাপের বাছাই পর্বের ম্যাচ রয়েছে। এ ম্যাচ সামনে রেখে ঢাকা জাতীয় স্টেডিয়াম প্রস্তুত করা হচ্ছে। দীর্ঘ প্রায় পাঁচ বছর ধরে চলছে স্টেডিয়ামের সংস্কার কাজ। তবে এখনো পুরোপুরি প্রস্তুত হয়নি স্টেডিয়ামটি। সম্প্রতি যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া আশ্বাস দিয়েছেন যে, আগামী জুনে ঢাকা জাতীয় স্টেডিয়ামে ম্যাচ আয়োজনের। এরই মধ্যে গতকাল স্টেডিয়াম পরিদর্শন করেছেন বাফুফের শীর্ষ কর্তারা। ফাহাদ করিম, কামরুল হাসান হিলটন, গোলাম গাউস ও ইকবাল হোসেনসহ বাফুফের কয়েকজন শীর্ষ কর্মকর্তা উপস্থিত ছিলেন। ফাহাদ করিম জানান, ‘আমাদের ক্রীড়া উপদেষ্টা আশ্বাস দিয়েছেন, হামজার অভিষেক এই মাঠেই হবে। শুরু থেকেই তিনি এই বিষয়ে আন্তরিক।’ তিনি আরো বলেন, ‘এনএসসির সঙ্গে সমন্বয় করে আমরা কাজের অগ্রগতি পরিদর্শন করেছি এবং মাঠের অবস্থা ভালো বলে মনে হয়েছে।’ এরই মধ্যে বাংলাদেশ দলে অভিষেক হয়েছে ইংলিশ লিগে খেলা ফুটবলার দেওয়ান হামজা চৌধুরীর। ভারতের বিপক্ষে ম্যাচ খেলে বেশ সাড়া ফেলেছেন এই মিডফিল্ডার। এবার ঘরের মাঠে হোম অভিষেকও স্মরণীয় করে রাখতে চাইবে বাংলাদেশ। হামজার কারণে ফুটবলে মানুষের আগ্রহ বেড়েছে। তাই ঘরের মাটিতে হামজার ম্যাচটি ঢাকা জাতীয় স্টেডিয়ামে আয়োজন করতে চাইছে বাফুফে।
বাংলাদেশি নারী ক্রীড়াবিদদের জন্য খেলাধুলার সুযোগ-সুবিধা বাড়াতে কাতার ফাউন্ডেশনের প্রতিশ্রুতি ভীষণরকম আশাবাদী ও উচ্ছ্বসিত প্রধান উপদেষ্টার সঙ্গে কাতারে সফররত চার নারী ক্রীড়াবিদ।
১৮ মিনিট আগেক্রিস্টাল প্যালেসের বিপক্ষে জয়ের পথেই ছিল আর্সেনাল। কিন্তু শেষদিকে গোল হজম করে জয়বঞ্চিত হয়েছে মিকেল আর্তেতার শিষ্যরা। শক্তির বিচারে বেশ পিছিয়ে থাকা দলটির সঙ্গে ২-২ গোলের ড্র নিয়ে মাঠ ছেড়ে গত আসরের রানার্সআপরা।
৪ ঘণ্টা আগেস্প্যানিশ লা লিগায় গেতাফেকে ১-০ গোলে হারিয়েছে রিয়াল মাদ্রিদ। কলিসিয়াম স্টেডিয়ামে সফরকারী দলের হয়ে জয়সূচক গোলটি করেন তুর্কি তরুণ মিডফিল্ডার আর্দা গুলের। এর মাধ্যমে স্পেনের শীর্ষ লিগে টানা তিন জয়ের দেখা পেল কার্লো আনচেলত্তির শিষ্যরা।
৫ ঘণ্টা আগেজিততে হলে চাই ১৭৪ রান। হাতে সময় দেড় দিন বাকি। টার্গেট তেমন কঠিন কিছু নয়। সেই রান তাড়ায় ওপেনিং জুটিতে যোগ হয়েছে ৯৫ রান। সহজ জয়ের পথেই ছিল জিম্বাবুয়ে। কিন্তু টেস্ট ক্রিকেট যে রোমাঞ্চ পছন্দ করে! সিলেট টেস্ট শেষ পর্যন্ত জিম্বাবুয়েই জিতল সেই রোমাঞ্চের সুরভী ছড়িয়ে।
৬ ঘণ্টা আগে