Ad T1

মিশন চ্যাম্পিয়নস ট্রফি

দুবাই পৌঁছাল রোহিত-কোহলিরা

স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ১৬ ফেব্রুয়ারি ২০২৫, ২২: ৩০

চ্যাম্পিয়নস ট্রফি খেলতে গত ১৪ ফেব্রুয়ারি ভোরে দুবাইয়ে পা রাখে বাংলাদেশ। সারা দিন বিশ্রামের পর গত শনিবার থেকে অনুশীলন শুরু করেছে লাল-সবুজের প্রতিনিধিরা। বাংলাদেশের পর এবার দুবাইয়ে পা রেখেছে ভারত। আগামী বুধবার থেকে শুরু হতে যাওয়া চ্যাম্পিয়নস ট্রফিকে সামনে রেখে রবিবার (১৬ ফেব্রুয়ারি) দুবাইয়ে পৌঁছায় রোহিত শর্মা-বিরাট কোহলিরা। টুর্নামেন্ট শুরুর পরের দিন বাংলাদেশের বিপক্ষে ম্যাচ দিয়ে চ্যাম্পিয়নস ট্রফি মিশন শুরু করবে দলটি। এই ম্যাচের ভেন্যু দুবাই ইন্টারন্যাশন্যাল স্টেডিয়াম।

আয়োজক পাকিস্তান হওয়ায় সরকারের আপত্তি থাকায় দেশটিতে যাচ্ছে না ভারত। ফলে চ্যাম্পিয়নস ট্রফি আয়োজন করা হচ্ছে হাইব্রিড মডেলে। এই মডেল অনুযায়ী ভারতের ম্যাচগুলো অনুষ্ঠিত হবে দুবাইয়ে।

চ্যাম্পিয়নস ট্রফির মূল পর্বে মাঠে নামার আগে কোনো প্রস্তুতি ম্যাচ খেলবে না ভারত। প্রস্তুতি ম্যাচের অভাব পুষিয়েছে ঘরের মাঠে ইংল্যান্ডের বিপক্ষে সিরিজ দিয়ে। ঘরের মাঠে ইংলিশদের হোয়াইটওয়াশ করার সুখস্মৃতি নিয়ে চ্যাম্পিয়নস ট্রফিতে মাঠে নামবে ভারত। টুর্নামেন্টে নিজেদের দ্বিতীয় ম্যাচে তাদের প্রতিপক্ষ আয়োজক পাকিস্তান। আগামী ২৩ ফেব্রুয়ারি দুবাই ইন্টারন্যাশন্যাল স্টেডিয়ামে হবে এই ম্যাচ। গ্রুপপর্বে ভারতের শেষ ম্যাচ নিউজিল্যান্ডের বিপক্ষে আগামী ২ মার্চ।

Ad
এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত