Ad T1

জিম্বাবুয়ে দল এখন ঢাকায়

স্পোর্টস রিপোর্টার
প্রকাশ : ১৫ এপ্রিল ২০২৫, ১৯: ৪২
আপডেট : ১৫ এপ্রিল ২০২৫, ১৯: ৫৩
দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে বাংলাদেশে পৌঁছেছে জিম্বাবুয়ে দল। স্থানীয় সময় বিকেল সাড়ে পাঁচটার দিকে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পা রাখে আফ্রিকান দলটি।
সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশ এবং জিম্বাবুয়ের মধ্যকার টেস্ট সিরিজ শুরু হবে আগামী ২০ এপ্রিল। সিরিজের দ্বিতীয় তথা শেষ ম্যাচ শুরু হবে ২৮ এপ্রিল। ভেন্যু চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম। বুধবার (১৬ এপ্রিল) ডমেস্টিক ফ্লাইটে সিলেট যাওয়ার কথা রয়েছে সফরকারীদের।
বাংলাদেশের বিপক্ষে সাদা পোশাকের সিরিজকে সামনে রেখে সম্প্রতি শক্তিশালী দল ঘোষণা করে জিম্বাবুয়ে। দলে ফেরানো হয়েছে দুই অভিজ্ঞ ক্রিকেটার শন উইলিয়ামস ও ক্রেইগ আরভিনকে। এছাড়া লম্বা সময় পর দলে ডাকা হয়েছে ওয়েলিংটন মাসাকাদজা ও তাফাদজওয়া সিগাকে। দলে একমাত্র নতুন মুখ ভিনসেন্ট মাসেকেসা।
বাংলাদেশের বিপক্ষে সিরিজের জন্য জিম্বাবুয়ে টেস্ট দল: ক্রেইগ আরভিন (অধিনায়ক), ব্রায়ান বেনেট, জোনাথন ক্যাম্পবেল, বেন কুরান, ট্রেভর গোয়ান্ডু, ওয়েসলি মাধেভেরে, ওয়েলিংটন মাসাকাদজা, ভিনসেন্ট মাসেকেসা, নিয়াশা মায়াভো, ব্লেসিং মুজারাবানি, রিচার্ড নাগারাভা, ভিক্টর নিয়াউচি, উইলিয়াম ওয়েক্সাচ, উইলিয়াম সেফাড, তাফাদজওয়া সিগা।
Ad
এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত