Ad T1

দুর্দান্ত কামব্যাক

ক্রিস্টালকে বিধ্বস্ত করল ম্যানসিটি

স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ১২ এপ্রিল ২০২৫, ১৯: ২৯
আপডেট : ১২ এপ্রিল ২০২৫, ১৯: ৫১
ক্রিস্টাল প্যালেসের বিপক্ষে ম্যাচের শুরুতেই দুই গোলে পিছিয়ে পড়ে ম্যানসিটি। তাতেই জেগেছিল বড় হারের শঙ্কা। সে শঙ্কা কাটিয়ে দুর্দান্তভাবে ম্যাচে ফেরে সিটিজেনরা। শেষ পর্যন্ত ক্রিস্টালকে ৫-২ গোলে বিধ্বস্ত করেছে তারা।
ছন্নছাড়া পারফরম্যান্সে আগেই শিরোপা দৌঁড় থেকে ছিটকে গেছে ম্যানসিটি। তাদের সামনে একমাত্র লক্ষ্য এখন সেরা চারে থেকে মৌসুম শেষ করা। এমন মিশনেও বেশ চ্যালেঞ্জের মুখে আছে পেপ গার্দিওলার শিষ্যরা। আগের ম্যাচে নগর প্রতিদ্বন্দ্বী ম্যানচেস্টার ইউনাইটেডের সঙ্গে পয়েন্ট ভাগ করে তারা। তাই ক্রিস্টালের বিপক্ষে জেতার বিকল্প ছিল না ম্যানসিটির জন্য।
এমন সমীকরণে ইতিহাদ স্টেডিয়ামে ২১ মিনিটের মধ্যে ম্যানসিটির জালে বল পাঠান ক্রিস্টালের এবেরেচি এজে ও ক্রিস রিচার্ডস। সে ধাক্কা সামলে ম্যাচে ফিরতেও বেশি সময় নেয়নি ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা। ৩৩ মিনিটে কেভিন ডি ব্রুইনের গোলে ব্যবধান কমায় স্বাগতিকরা। তিন মিনিট পর উমর মারমুশের কল্যাণে সমতা টানে ম্যানসিটি।
সমতায় থেকে প্রথমার্ধ শেষ করে দুই দল। বিরতি থেকে ফিরে ক্রিস্টালের ওপর চাপ বাড়িয়ে দেয় ম্যানসিটি। দ্বিতীয়ার্ধের দ্বিতীয় মিনিটেই তৃতীয় গোলের দেখা যায় তারা। ডি ব্রুইনের বাড়ানো বলে বুলেট গতির শটে জাল কাঁপান মাতেও কোভাচিচ। ৫৬ মিনিটে স্কোরলাইন ৪-২ করেন ম্যাক আতে। নির্ধারিত সময়ের ১১ মিনিট আগে ক্রিস্টালের জালে শেষ পেরেক ঠুঁকে দেন নিকো ও রাইলি। তার নেওয়া শট প্রতিপক্ষের একজনের গায়ে লেগে দিক পাল্টে জাল খুঁজে নেয়।
Ad
এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত