লাল কার্ড দেখলেন এমবাপ্পে
স্পোর্টস ডেস্ক
স্প্যানিশ লা লিগায় দেপোর্তিভো আলাভেসের কাছে কঠিন পরীক্ষা দিতে হলো রিয়াল মাদ্রিদকে। কিলিয়ান এমবাপ্পে লাল কার্ড দেখায় ম্যাচটিতে বেশিরভাগ সময় একজন কম নিয়ে খেলতে হয় তাদের। অবশ্য ঘাম ঝরিয়ে হলেও শেষ হাসি হেসেছে তারা। ১-০ গোলের জয় নিয়ে ফিরেছে লস ব্লাঙ্কোসরা।
এই জয়ে টেবিলে বার্সেলোনার সঙ্গে ব্যবধান কমাল রিয়াল। ৩১ ম্যাচ শেষে দুইয়ে থাকা দলটির সংগ্রহ ৬৬ পয়েন্ট। সমান ম্যাচে ৭০ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে কাতালানরা। ৬০ পয়েন্ট পাওয়া অ্যাতলেটিকো মাদ্রিদের অবস্থান তিনে। ৩০ পয়েন্ট নিয়ে ১৭ নম্বরে আছে আলাভেস।
মেন্দিজোরোজা স্টেডিয়ামে আক্রমণ পাল্টা আক্রমণে চলে প্রথম আধা ঘণ্টার খেলা। ৩৪ মিনিটে আলাভেসের ডেডলক ভাঙে রিয়াল। ভেদেরিকো ভালভার্দের বাড়ানো বলে ডি বক্সের বাইরে থেকে এদোয়ার্দো কামাভিঙ্গার নেওয়া বুলেট গতির শট পোস্ট ঘেষে জালে জড়ায়। চার মিনিট পর প্রতিপক্ষের মিডফিল্ডার ব্লাঙ্কোকে লাথি মেরে লাল কার্ড দেখেন এমবাপ্পে। একজন কম থাকার সুযোগে রিয়ালকে চেপে ধরে আলাভেস।
যদিও একের পর এক আক্রমণ শানিয়েও গোল আদায় করে নিতে পারেনি আলাভেস। ম্যাচের ৭০ মিনিটে স্বাগতিকরাও একজনকে হারায়। ভিনিসিয়াস জুনিয়রকে ফাউল করে লাল কার্ড দেখেন মানু সানচেজ। তাতে কিছুটা স্বস্তি ফেরে রিয়াল শিবিরে। বাকি সময়ে ব্যবধান বাড়ানোর সুযোগ এসেছিল তাদের সামনে। কিন্তু ফিনিশিংয়ের ব্যর্থতার কারণে ন্যূনতম জয় নিয়েই সন্তুষ্ট থাকতে হয় ডিফেন্ডিং চ্যাম্পিয়নদের।
কোপা দেল রের ফাইনালের মঞ্চ। শিরোপা নির্ধারণী ম্যাচে লড়াইটা হবে বার্সেলোনা ও রিয়াল মাদ্রিদের মধ্যে। ধ্রুপদী এই লড়াইয়ের আগে একদফা নাটক হয়ে গেছে।
১ ঘণ্টা আগেপার্টনার ব্যাংকগুলোর সাথে বিসিবির আর্থিক বিষয়ক লেনদেনে স্বাক্ষরপ্রদানকারী দুজন বোর্ড পরিচালক হলেন- বোর্ডের ফিনান্স কমিটি চেয়ারম্যান ফাহিম সিনহা ও টেন্ডার ও পারচেজ কমিটি চেয়ারম্যান মাহবুবুল আনাম।
৩ ঘণ্টা আগেপ্রিমিয়ার ফুটবল লিগে আজ আকর্ষণীয় ম্যাচে পরস্পরের মুখোমুখি হচ্ছে দুই চিরপ্রতিদ্বন্দ্বী আবাহনী ও মোহামেডান ক্লাব। কুমিল্লার শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে বেলা সাড়ে ৩টায় দুদলের ম্যাচটি শুরু হবে। এবারে মৌসুমে এই দুই দলের তৃতীয় লড়াই এটি।
৫ ঘণ্টা আগে