Ad T1

রেলিগেশন এড়াতে পারল না ব্রাদার্স

স্পোর্টস রিপোর্টার
প্রকাশ : ১৩ এপ্রিল ২০২৫, ২১: ৫০
ফাইল ছবি
জয় পেলে রেলিগেশন লিগ এড়ানোর সুযোগ ছিল ব্রাদার্স ইউনিয়নের সামনে। তবে গাজী গ্রুপের ছুড়ে দেওয়া বড় লক্ষ্য তাড়া করতে না পারায় শেষ পর্যন্ত রেলিগেশন লিগে খেলতে হচ্ছে দলটিকে। গাজী গ্রুপের কাছে তারা হেরেছে ৫১ রানে। অন্যদিকে মিরপুরে লিজেন্ডস অব রূপগঞ্জকে ৮৯ রানে হারিয়েছে অগ্রণী ব্যাংক এবং ধানমন্ডি স্পোর্টস ক্লাবের বিপক্ষে ২ উইকেটে জিতেছে পারটেক্স স্পোর্টিং ক্লাব।
মিরপুরে আগে ব্যাটিংয়ে নেমে সাদমান ইসলামের ৮৭ ও অমিত হাসানের ৫৯ রানে ভর করে ৬ উইকেটে ৩০৬ রানের সংগ্রহ পায় অগ্রণী ব্যাংক। জবাবে, মাহমুদুল হাসান জয়ের ৩৩ রানে ভর করে ২১৭ রানে লিজেন্ডস অব রূপগঞ্জ। অগ্রণীর হয়ে ৩৯ রানে ৪ উইকেট নেন রবিউল হক। এ জয়ে টেবিলের রূপগঞ্জকে হটিয়ে পয়েন্ট টেবিলের পাঁচে চলে এসেছে অগ্রণী ব্যাংক। বিকেএসপি তিন নম্বর মাঠে ব্যাটিং বিপর্যয়ের মধ্যে ইয়াসির আলী রাব্বির ৯০ রানে ভর করে ২২৯ রানে থামে ধানমন্ডির ইনিংস। পারটেক্সের শহিদুল ইসলাম ৩১ রানে নেন ৫ উইকেট। জবাবে, আহরার আমিনের ৮৫ রানে ভর করে জয় নিশ্চিত করে পারটেক্স। এ জয়ের পরও দলটি রেলিগেশন লিগে খেলা এড়াতে পারেনি।
বিকেএসপির চার নম্বর মাঠে ব্রাদার্সের বিপক্ষে ৩০১ রানে থামে গাজী গ্রুপের ইনিংস। দলটির হয়ে শামসুর রহমান শুভ ৮৪ ও সালমান হোসেন করেন ৫১ রান। জবাবে, জাহিদুজ্জামান খানের ১২২ ও মাহফিজুল ইসলাম রবিনের ৫৫ রানে ভর করেও জয় পায়নি ব্রাদার্স। শেষ পর্যন্ত তাদের ইনিংস থামে ২৫০ রানে। এই হারে রেলিগেশন লিগে নিশ্চিত হয়েছে ব্রাদার্সের এবং গাজী গ্রুপ সুপার লিগে খেলবে টেবিলের তিন নম্বরে থেকে।
Ad
এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত