Ad T1

চ্যাম্পিয়নস লিগে খেলবে প্রিমিয়ার লিগের পাঁচ ক্লাব

স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ০৯ এপ্রিল ২০২৫, ২১: ২৩
আর্সেনালের মাঠে রিয়াল অসহায় আত্মসমর্পণ করেছে ৩-০ গোলে। বুধবার রাতে পাওয়া উড়ন্ত এ জয়ে চ্যাম্পিয়নস লিগের সেমিফাইনালে এক পা দিয়ে ফেলেছে আর্সেনাল। এ কথা এখন একরকম বলাই যায়। গানারদের এ জয়ে ইংলিশ প্রিমিয়ার লিগও পেয়েছে সুখবর।
উয়েফার ‘অ্যাসোসিয়েশন ক্লাব কোএফিসিয়েন্ট র‌্যাঙ্কিং’-এ ইংল্যান্ড শীর্ষ দুইয়ে নিজেদের জায়গা নিশ্চিত করেছে। এতে ইউরোপিয়ান পার্মানেন্ট স্পট (ইপিএস) পেয়েছে ইংলিশ লিগ। সেসুবাদে আগামী মৌসুমে চারটি নয় প্রিমিয়ার লিগের শীর্ষ পাঁচ দল সরাসরি খেলবে মহাদেশীয় এ ফুটবল আসরে।
আগামী মৌসুমে চ্যাম্পিয়নস লিগে সাতটি দলও খেলতে পারে। অ্যাস্টন ভিলা যদি প্রিমিয়ার লিগের শীর্ষ পাঁচে না থাকে, আর চ্যাম্পিয়নস লিগ জিতে, তাহলে তারা সরাসরি খেলবে চ্যাম্পিয়নস লিগে। ম্যানচেস্টার ইউনাইটেড বা টটেনহাম হটস্পার ইউরোপা লিগে চ্যাম্পিয়ন হলেও সরাসরি চ্যাম্পিয়নস লিগে খেলার টিকিট পাবে। এই দুই দল এই মুহূর্তে প্রিমিয়ার লিগের পয়েন্ট তালিকার শীর্ষ দশের নিচে রয়েছে।
Ad
এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত