Ad T1

জিম্বাবুয়ের বিপক্ষে টেস্ট সিরিজ

বাংলাদেশের প্রস্তুতি শুরু

স্পোর্টস রিপোর্টার
প্রকাশ : ১৩ এপ্রিল ২০২৫, ২০: ৪২
আপডেট : ১৩ এপ্রিল ২০২৫, ২০: ৪৩
ঢাকা প্রিমিয়ার লিগের ১১তম রাউন্ড শেষে জাতীয় দলে যোগ দিয়েছেন ১০ ক্রিকেটার। গতকাল (১২ এপ্রিল) দলের সঙ্গে যোগ দেওয়া ক্রিকেটাররা আজ সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে অনুশীলন শুরু করেছেন। এদিন অবশ্য ব্যাটে-বলে নিজেদের শান দেওয়া শুরু করেননি তারা। শুধু ফিল্ডিং প্র্যাকটিস করেছেন তারা। আজ থেকে ব্যাট-বলে নিজেদের শান দেওয়ার শুরু করবেন।
অনুশীলনে যোগ দেন নাজমুল হোসেন শান্ত, তাইজুল ইসলাম, মুমিনুল হক, মাহিদুল ইসলাম অঙ্কন, মুশফিকুর রহিম, নাহিদ রানা, খালেদ আহমেদ, হাসান মাহমুদ, মেহেদি হাসান মিরাজ ও জাকির হাসান। মিরাজ ও জাকির ছাড়া বাকি ক্রিকেটাররা সবাই ফিল্ডিং অনুশীলন করেছেন। যেসব ক্রিকেটার গতকাল দলের সঙ্গে যোগ দেননি তারা আজ রাতে সিলেট পৌঁছাবেন। সোমবার (১৪ এপ্রিল) থেকে পুরো দলের একসঙ্গে অনুশীলন করার কথা রয়েছে। এর আগে গতকাল কোচিং স্টাফের সব সদস্য দলের সঙ্গে যোগ দিয়েছিলেন।
এই সিরিজকে সামনে রেখে মঙ্গলবার (১৫ এপ্রিল) বাংলাদেশে পা রাখবে জিম্বাবুয়ে। ঢাকা থেকে সরাসরি সিলেটের উদ্দেশে রওনা দেবে দলটি। দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্ট শুরু হবে আগামী ২০ এপ্রিল সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে। সিরিজের দ্বিতীয় টেস্ট আগামী ২৮ এপ্রিল থেকে চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে।
Ad
এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত