জিম্বাবুয়ের বিপক্ষে টেস্ট সিরিজ
স্পোর্টস রিপোর্টার
ঢাকা প্রিমিয়ার লিগের ১১তম রাউন্ড শেষে জাতীয় দলে যোগ দিয়েছেন ১০ ক্রিকেটার। গতকাল (১২ এপ্রিল) দলের সঙ্গে যোগ দেওয়া ক্রিকেটাররা আজ সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে অনুশীলন শুরু করেছেন। এদিন অবশ্য ব্যাটে-বলে নিজেদের শান দেওয়া শুরু করেননি তারা। শুধু ফিল্ডিং প্র্যাকটিস করেছেন তারা। আজ থেকে ব্যাট-বলে নিজেদের শান দেওয়ার শুরু করবেন।
অনুশীলনে যোগ দেন নাজমুল হোসেন শান্ত, তাইজুল ইসলাম, মুমিনুল হক, মাহিদুল ইসলাম অঙ্কন, মুশফিকুর রহিম, নাহিদ রানা, খালেদ আহমেদ, হাসান মাহমুদ, মেহেদি হাসান মিরাজ ও জাকির হাসান। মিরাজ ও জাকির ছাড়া বাকি ক্রিকেটাররা সবাই ফিল্ডিং অনুশীলন করেছেন। যেসব ক্রিকেটার গতকাল দলের সঙ্গে যোগ দেননি তারা আজ রাতে সিলেট পৌঁছাবেন। সোমবার (১৪ এপ্রিল) থেকে পুরো দলের একসঙ্গে অনুশীলন করার কথা রয়েছে। এর আগে গতকাল কোচিং স্টাফের সব সদস্য দলের সঙ্গে যোগ দিয়েছিলেন।
এই সিরিজকে সামনে রেখে মঙ্গলবার (১৫ এপ্রিল) বাংলাদেশে পা রাখবে জিম্বাবুয়ে। ঢাকা থেকে সরাসরি সিলেটের উদ্দেশে রওনা দেবে দলটি। দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্ট শুরু হবে আগামী ২০ এপ্রিল সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে। সিরিজের দ্বিতীয় টেস্ট আগামী ২৮ এপ্রিল থেকে চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে।
পার্টনার ব্যাংকগুলোর সাথে বিসিবির আর্থিক বিষয়ক লেনদেনে স্বাক্ষরপ্রদানকারী দুজন বোর্ড পরিচালক হলেন- বোর্ডের ফিনান্স কমিটি চেয়ারম্যান ফাহিম সিনহা ও টেন্ডার ও পারচেজ কমিটি চেয়ারম্যান মাহবুবুল আনাম।
১ ঘণ্টা আগেপ্রিমিয়ার ফুটবল লিগে আজ আকর্ষণীয় ম্যাচে পরস্পরের মুখোমুখি হচ্ছে দুই চিরপ্রতিদ্বন্দ্বী আবাহনী ও মোহামেডান ক্লাব। কুমিল্লার শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে বেলা সাড়ে ৩টায় দুদলের ম্যাচটি শুরু হবে। এবারে মৌসুমে এই দুই দলের তৃতীয় লড়াই এটি।
৩ ঘণ্টা আগেফুটবলার আফিদা খন্দকার ও শাহেদা আক্তার রিপা এবং ক্রিকেটার শারমিন সুলতানা ও সুমাইয়া আকতার- এই চার নারী ক্রীড়াবিদই ইতিহাসের অংশ হয়ে গেলেন। এই প্রথমবার রাষ্ট্রপ্রধানের সফরসঙ্গী হয়েছেন তারা। কাতারে চার দিনব্যাপী আর্থনা সম্মেলনে গিয়ে ব্যতিক্রম অভিজ্ঞতা নিয়ে দেশে ফিরেছেন এই খেলোয়াড়রা। গতকাল বেইলি রোডের ফরে
১৫ ঘণ্টা আগে