Ad T1

চলতি মাসে ফের আবাহনী-মোহামেডান লড়াই

স্পোর্টস রিপোর্টার
প্রকাশ : ১৩ এপ্রিল ২০২৫, ২১: ২০
ঢাকা প্রিমিয়ার লিগের (ডিপিএল) লিগপর্বের খেলা শেষে এখন মাঠে গড়ানোর অপেক্ষায় আছে সুপার লিগ। সবকিছু ঠিকঠাক থাকলে আগামী বুধবার থেকে সুপার লিগ মাঠে গড়াবে। এই দফায় ফের আবাহনী-মোহামেডান দ্বৈরথের দেখা মেলবে আগামী ২৫ এপ্রিল। সিসিডিএম সূত্রে এই তথ্য জানা গেছে। আগামী ১৬, ১৮, ২০, ২৩ ও ২৫ এপ্রিল সুপার লিগের খেলাগুলো মাঠে গড়ানোর কথা রয়েছে।
মঙ্গলবার (১৫ এপ্রিল) মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে সিসিডিএম কার্যালয়ে সুপার লিগ ও রেলিগেশন লিগে অংশ নেওয়া দলগুলোর সঙ্গে বৈঠকে বসবে সিসিডিএম। সেখানেই সিদ্ধান্ত নেওয়া হবে কবে থেকে মাঠে গড়াবে ডিপিএলের সুপার লিগ ও রেলিগেশন লিগ। ডিপিএলের লিগপর্বের মতো মিরপুর এবং বিকেএসপির তিন ও চার নম্বর মাঠে হবে ম্যাচগুলো। এ ছাড়া বৃষ্টির শঙ্কায় থাকায় রিজার্ভ ডে রাখার চিন্তাভাবনাও করছে সিসিডিএম। এক্ষেত্রে অবশ্য ক্লাবগুলোকে বৈঠকে এই প্রস্তাব তুলতে হবে।
Ad
এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত