আন্তর্জাতিক ডেস্ক
পশ্চিম আফ্রিকার দেশ মালির পশ্চিাঞ্চলের একটি স্বর্ণের খনি থেকে অবৈধভাবে স্বর্ণ উত্তোলনের সময় খনিধসে অন্তত ৪৮ জনের প্রাণহানির ঘটনা ঘটেছে। এ ছাড়া আরো বেশ কয়েকজন নিখোঁজ থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে।
দেশটির কর্তৃপক্ষের বরাত দিয়ে গত রোববার এক প্রতিবেদনে এ খবর প্রকাশ করেছে বার্তা সংস্থা এএফপি।
আফ্রিকার স্বর্ণ উৎপাদনকারী দেশগুলোর মধ্যে মালির অবস্থান শীর্ষে। তাই এসব খনিতে ভূমিধস বা দুর্ঘটনার চিত্রও নিত্যদিনের বিষয়। বিশ্বের দরিদ্র দেশগুলোর মধ্যে অন্যতম মালি। দেশটির মূল্যবান ধাতুর অনিয়ন্ত্রিত খনির নিয়ন্ত্রণ করতে রীতিমতো লড়াই করছে স্থানীয় কর্তৃপক্ষ।
দেশটির পুলিশ জানিয়েছে, খনিধসে ৪৮ জন নিহত হয়েছে। নিহতদের মধ্যে কয়েকজন পানিতে পড়ে মারা গেছে। তাদের মধ্যে একজন মহিলা ও তার সঙ্গে একটি শিশুও ছিল। এখন পর্যন্ত স্বর্ণের খনিধসে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ৮০০ জনে।
মালির স্থানীয় এক কর্মকর্তাও খনিধসের বিষয়টি নিশ্চিত করেছেন। অন্যদিকে কেনিয়েবা স্বর্ণখনি শ্রমিক সমিতিও ৪৮ জনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে। হতাহতদের উদ্ধারে এখনো তল্লাশি অভিযান চালানো হচ্ছে।
দুর্ঘটনাকবলিত খনিটি পরিত্যক্ত অবস্থায় ছিল। এর আগে একটি চীনা কোম্পানি ওই খনি থেকে উত্তোলনের কাজ পরিচালনা করত।
এর আগে জানুয়ারি মাসে দক্ষিণ মালিতে অপর একটি স্বর্ণখনিতে ভূমিধসে কমপক্ষে ১০ জন নিহত এবং অনেকে নিখোঁজ হন, যাদের বেশিরভাগই মহিলা।
পশ্চিম আফ্রিকার দেশ মালির পশ্চিাঞ্চলের একটি স্বর্ণের খনি থেকে অবৈধভাবে স্বর্ণ উত্তোলনের সময় খনিধসে অন্তত ৪৮ জনের প্রাণহানির ঘটনা ঘটেছে। এ ছাড়া আরো বেশ কয়েকজন নিখোঁজ থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে।
দেশটির কর্তৃপক্ষের বরাত দিয়ে গত রোববার এক প্রতিবেদনে এ খবর প্রকাশ করেছে বার্তা সংস্থা এএফপি।
আফ্রিকার স্বর্ণ উৎপাদনকারী দেশগুলোর মধ্যে মালির অবস্থান শীর্ষে। তাই এসব খনিতে ভূমিধস বা দুর্ঘটনার চিত্রও নিত্যদিনের বিষয়। বিশ্বের দরিদ্র দেশগুলোর মধ্যে অন্যতম মালি। দেশটির মূল্যবান ধাতুর অনিয়ন্ত্রিত খনির নিয়ন্ত্রণ করতে রীতিমতো লড়াই করছে স্থানীয় কর্তৃপক্ষ।
দেশটির পুলিশ জানিয়েছে, খনিধসে ৪৮ জন নিহত হয়েছে। নিহতদের মধ্যে কয়েকজন পানিতে পড়ে মারা গেছে। তাদের মধ্যে একজন মহিলা ও তার সঙ্গে একটি শিশুও ছিল। এখন পর্যন্ত স্বর্ণের খনিধসে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ৮০০ জনে।
মালির স্থানীয় এক কর্মকর্তাও খনিধসের বিষয়টি নিশ্চিত করেছেন। অন্যদিকে কেনিয়েবা স্বর্ণখনি শ্রমিক সমিতিও ৪৮ জনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে। হতাহতদের উদ্ধারে এখনো তল্লাশি অভিযান চালানো হচ্ছে।
দুর্ঘটনাকবলিত খনিটি পরিত্যক্ত অবস্থায় ছিল। এর আগে একটি চীনা কোম্পানি ওই খনি থেকে উত্তোলনের কাজ পরিচালনা করত।
এর আগে জানুয়ারি মাসে দক্ষিণ মালিতে অপর একটি স্বর্ণখনিতে ভূমিধসে কমপক্ষে ১০ জন নিহত এবং অনেকে নিখোঁজ হন, যাদের বেশিরভাগই মহিলা।
সিরিয়ায় পাঁচ বছরের অন্তর্বর্তীকালীন সময়ের জন্য অস্থায়ী সংবিধান জারি করা হয়েছে। বৃহস্পতিবার দেশটির অন্তর্বর্তী প্রেসিডেন্ট আহমেদ আল-শারা অস্থায়ী এ সংবিধানে স্বাক্ষর করেন।
২০ ঘণ্টা আগেপানামা খাল দিয়ে আমেরিকার প্রবেশ অব্যাহত রাখতে হোয়াইট হাউসের অনুরোধের পরিপ্রেক্ষিতে সামরিক পদক্ষেপ নেওয়ার চিন্তাভাবনা করছে দেশটির প্রতিরক্ষা দপ্তর পেন্টাগন।
২০ ঘণ্টা আগেযুক্তরাষ্ট্রের কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ে ফিলিস্তিনি শিক্ষার্থীকে গ্রেপ্তারের নিন্দা জানাতে ম্যানহাটনের ট্রাম্প টাওয়ারে প্রতিবাদ করেন বিক্ষোভকারীরা। এ সময় সেখান থেকে প্রায় ১০০ জনকে গ্রেপ্তার করে পুলিশ। গতকাল বৃহস্পতিবার তাদের আটক করা হয়। খবর সিএনএন।
১ দিন আগেসিরিয়ার অন্তর্বর্তী প্রেসিডেন্ট আহমেদ আল-শারা সাংবিধানিক ঘোষণাপত্র সই করে পাঁচ বছরের জন্য সরকারের ভিত্তি স্থাপন করেন। এই ঘোষণাপত্র নতুন ভবিষ্যৎ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে জানিয়েছেন তিনি।
১ দিন আগে