আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

যুদ্ধবিরতি ঘোষণার পরও গাজায় হামলা চালাচ্ছে ইসরাইল

আমার দেশ অনলাইন
যুদ্ধবিরতি ঘোষণার পরও গাজায় হামলা চালাচ্ছে ইসরাইল
ছবি: বার্তা সংস্থা আনাদোলু

হামাস ও ইসরাইল যুদ্ধবিরতির প্রথম পর্যায়ে রাজি হয়েছে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এমন ঘোষণার পরও গাজায় হামলা চালিয়ে যাচ্ছে ইসরাইলি সেনাবাহিনী। গাজা সিটিসহ উপত্যকার বিভিন্ন স্থানে হামলা চালায় ইসরাইল। খবর আল জাজিরার।

প্রেসিডেন্ট ট্রাম্প নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেয়া এক পোস্টে জানান, শান্তি পরিকল্পনার প্রথম ধাপ বাস্তবায়নে রাজি হয়েছে হামাস ও ইসরাইল।

বিজ্ঞাপন

এ চুক্তিকে স্বাগত জানিয়েছে ইসরাইলি সেনাবাহিনী। তবে যুদ্ধবিরতি চুক্তিকে স্বাগত জানালেও হামলা বন্ধ করেনি তারাা। গাজা সিটির পশ্চিমাঞ্চলে বোমা হামলা চালিয়েছে তারা। এছাড়া শাতি শরণার্থী শিবিরে একটি বাড়িতে বোমা হামলা হয়েছে।

গাজা সিটির দক্ষিণে সাবরা মহল্লায় আবাসিক এলাকায় একটি গাড়িতে বিস্ফোরণ ঘটনায় দখলদার বাহিনী। তবে এতে এখন পর্যন্ত হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।

২০২৩ সালের ৭ অক্টোবর থেকে গাজায় ইসরাইলের যুদ্ধে কমপক্ষে ৬৭ হাজার ১৮৩ জন নিহত এবং এক লাখ ৬৯ হাজার ৮৪১ জন আহত হয়েছেন। ধ্বংসস্তূপের নিচে আরো হাজার হাজার মানুষ চাপা পড়ে আছে বলে ধারণা করা হচ্ছে। ২০২৩ সালের ৭ অক্টোবর থেকে হামাসের হামলায় ইসরাইলে মোট এক হাজার ১৩৯ জন নিহত এবং প্রায় ২০০ জনকে বন্দি করা হয়েছিল।

আরএ

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
খুঁজুন