Ad T1

গাজা ‘দখলে নিতে’ অঙ্গীকারবদ্ধ ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ : ১০ ফেব্রুয়ারি ২০২৫, ১৯: ৩৩
সোমবার নুসাইরাত থেকে গাজা শহরের রাস্তা দিয়ে নিজ বাড়ি ফিরছেন শরণার্থীরা- এএফপি

আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আবারো অবরুদ্ধ গাজা ভূখণ্ড দখলের অঙ্গীকার ব্যক্ত করেছেন। ট্রাম্প বলেছেন, যুদ্ধবিধ্বস্ত এই ভূখণ্ড ‘কিনে নিয়ে তার দখল নিতে’ অঙ্গীকারবদ্ধ তিনি।

গত রোববার ওয়াশিংটন থেকে নিউ অরলিন্সে যাওয়ার পথে আমেরিকান প্রেসিডেন্টের নির্ধারিত বিমান এয়ার ফোর্স ওয়ানে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা বলেন তিনি।

ট্রাম্প বলেন, গাজাকে ‘বিশাল রিয়েল এস্টেট সম্পত্তি’ হিসেবে বিবেচনা করা উচিত এবং মধ্যপ্রাচ্যের অন্য দেশগুলো এর উন্নয়নের সঙ্গে জড়িত হতে পারে।

তিনি বলেন, ‘যেহেতু আমরা এটি পুনর্নির্মাণ করছি, মধ্যপ্রাচ্যের অন্য দেশগুলোকে এর সঙ্গে যুক্ত করা যেতে পারে। আমাদের অনুমতিতে অন্য লোকেরাও তাতে যুক্ত হতে পারে। তবে এর দখল নেওয়ার, মালিকানা নেওয়ার এবং হামাস যাতে ফিরে আসতে না পারে, তা নিশ্চিত করতে আমরা অঙ্গীকারবদ্ধ। একে আর আগের অবস্থায় নিয়ে আসার সুযোগ নেই। এটি এখন একটি ধ্বংসস্তূপ।’

গাজাবাসীদের প্রত্যাবাসনের বিষয়ে সাংবাদিকদের ট্রাম্প বলেন, ‘তাদের আমরা একটি নিরাপদ অঞ্চলে আবাসনের ব্যবস্থা করে দিতে পারি। শুধু এ কারণেই তারা গাজায় প্রত্যাবাসনের কথা বলছে, যেহেতু তাদের হাতে কোনো বিকল্প নেই। যখন তাদের হাতে বিকল্প থাকবে, তখন তারা আর গাজায় ফিরতে চাইবে না।’

এর আগেও ডোনাল্ড ট্রাম্প গাজার অধিবাসীদের উচ্ছেদ করে তা নতুন করে গড়ে তোলার বিষয়ে তার আকাঙ্ক্ষার কথা প্রকাশ করেছেন।

ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাস ট্রাম্পের এই আকাঙ্ক্ষাকে ‘অযৌক্তিক’ বলে প্রত্যাখ্যান করেছে।

গত রোববার হামাসের রাজনৈতিক ব্যুরোর সদস্য ইজ্জত আল-রিশক এক বিবৃতিতে বলেছেন, ‘গাজা কোনো প্রকার বেচা-কেনার সম্পত্তি নয়। আমাদের অধিকৃত ফিলিস্তিন ভূখণ্ডের অবিচ্ছেদ্য অংশ এটি।’

বিবৃতিতে তিনি আরো বলেন, ‘রিয়েল এস্টেট ব্যবসায়ীর মনোভাব নিয়ে ফিলিস্তিনি ইস্যু সমাধানের চেষ্টা ব্যর্থ হবে। আমাদের ফিলিস্তিনি জনগণ সব ধরনের উচ্ছেদ ও নির্বাসনের পরিকল্পনাকে প্রতিহত করবে। গাজার মালিক সর্বদাই এর জনগণ থাকবে।’

Ad
এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত