আমার দেশ অনলাইন
ইসরাইলসহ বিশ্বের বিভিন্ন গণমাধ্যমে শিরোনাম হয়েছে ঢাকার মার্চ ফর গাজা। ইসরাইলের গণমাধ্যম টাইমস অব ইসরাইল শিরোনামে লিখেছে, বাংলাদেশে প্রায় ১ লাখ মানুষের গাজা যুদ্ধের বিরুদ্ধে প্রতিবাদ, পিটিয়েছে নেতানিয়াহু ও তার মিত্রদের ছবি।
এই প্রতিবেদনে লেখা হয়েছে, হাজার হাজার বিক্ষোভকারীর বাংলাদেশের রাজধানীতে গাজায় ইসরাইলের হামলার নিন্দা জানাতে র্যালি করেছেন।
ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকার সোহরাওয়ার্দী পার্কে প্রায় ১ লাখ বিক্ষোভকারী জড়ো হয়েছিল। তাদের সঙ্গে ছিল কয়েকশ ফিলিস্তিনি পতাকা। সেখানে তারা ‘ফ্রি ফ্রি, ফিলিস্তিন’ এর মতো স্লোগান দিয়েছেন।
প্রতিবেদনে আরও বলা হয়েছে, বিক্ষোভকারীদের অনেকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু এবং ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ছবি পিটিয়েছেন। তাদের অভিযোগ তারা ইসরাইলের সহযোগী। র্যালিতে তারা প্রতীকী কফিন এবং হতাহত বেসামরিক মানুষের প্রতীকী পুত্তলি নিয়ে এসেছিলেন।
এদিকে ওয়াশিংটন পোস্টেও শিরোনাম করা হয়েছে,বাংলাদেশের রাজধানীতে ইসরায়েলের বিরুদ্ধে প্রায় এক লাখ মানুষের বিক্ষোভ। প্রতিবেদনে বলা হয়েছে, গাজা উপত্যকায় ইসরাইলি কর্মকাণ্ডের প্রতিবাদে রাজধানী ঢাকায় লক্ষাধিক মানুষ বিক্ষোভে অংশ নেন।
প্রায় এক লাখ মানুষ ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় অবস্থিত সোহরাওয়ার্দী উদ্যানে জড়ো হন। তারা শত শত ফিলিস্তিনি পতাকা বহন করেন এবং “ফ্রি, ফ্রি প্যালেস্টাইন”সহ বিভিন্ন স্লোগান দেন।
এদিকে যুক্তরাজ্যের গণমাধ্যম ইন্ডিপেন্ডেন্ট ইউকে শিরোনাম করেছে, বাংলাদেশের রাজধানীতে ইসরাইলের বিরুদ্ধে প্রায় এক লাখ মানুষের বিক্ষোভ। শনিবার গাজা উপত্যকায় ইসরাইলের কর্মকাণ্ডের নিন্দা জানিয়ে বাংলাদেশের রাজধানী ঢাকায় হাজার হাজার মানুষ বিক্ষোভে অংশ নেন।
প্রতিবেদনে আরও বলা হয়েছে, সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার নেতৃত্বাধীন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এবং বিভিন্ন ইসলামপন্থী দল ও সংগঠন এই বিক্ষোভের প্রতি সংহতি প্রকাশ করেছে। ১৭ কোটিরও বেশি জনগণের মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ বাংলাদেশ ইসরাইলের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক রাখে না এবং সরকারিভাবে স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রকে সমর্থন করে।
ইসরাইলি বাহিনীর হামলায় একদিনে গাজায় আরো ৪৫ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন শতাধিক মানুষ। বুধবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা।
১ ঘণ্টা আগে'সার্ক' ভিসা বাতিল করে এবার পাকিস্তানিদের দেশে ফেরার নির্দেশ দিয়েছে ভারত। এছাড়াও পাকিস্তানের সঙ্গে সিন্ধু নদের পানি চুক্তিও বাতিল করেছে দেশটি। অধিকৃত জম্মু-কাশ্মীরের পেহেলগামে সন্ত্রাসী হামলায় ২৬ জন নিহতের ঘটনায় এ ঘোষণা দেয় নয়াদিল্লি।
১৩ ঘণ্টা আগেভারতশাসিত কাশ্মীরের পাহাড়ঘেরা পহেলগাম দীর্ঘদিন ধরেই দেশি-বিদেশি পর্যটকদের কাছে অন্যতম জনপ্রিয় হয়ে উঠেছে। আল্পাইন তৃণভূমি এবং পাইন বনের কারণে ‘মিনি সুইজারল্যান্ড’খ্যাত এই এলাকা সম্প্রতি আরো জনপ্রিয়তা পেয়েছে।
১৪ ঘণ্টা আগেমুসলিমদের তৃতীয় পবিত্র স্থান ও প্রথম কেবলা আল-আকসা মসজিদ নিয়ে একেরপর এক ষড়যন্ত্র করেই চলছে ইসরাইল। দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু মসজিদটি ভেঙে ইহুদিদের থার্ড টেম্পল নিমার্ণ করতে চান। এরই পরিকল্পনা হিসেবে এআই দিয়ে বানানো আল-আকসা মসজিদ ধ্বংসের ভিডিও ছড়িয়ে দেওয়া হয়েছে।
১৬ ঘণ্টা আগে