আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

ইউক্রেন যুদ্ধ ইস্যুতে ফের বৈঠকে বসছেন ট্রাম্প-পুতিন

আমার দেশ অনলাইন
ইউক্রেন যুদ্ধ ইস্যুতে ফের বৈঠকে বসছেন ট্রাম্প-পুতিন
ছবি: বিবিসি

ইউক্রেন যুদ্ধ নিয়ে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সাথে বৈঠকে বসতে যাচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বৃহস্পতিবার পুতিনের সাথে ফোনালাপের পর তিনি জানান, শিগগিরই তারা হাঙ্গেরিতে বৈঠকে বসবেন। খবর বিবিসির।

ট্রাম্প বলেন, রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সাথে ফোনালাপে ‘অসাধারণ অগ্রগতি’ হয়েছে এবং হাঙ্গেরিতে মুখোমুখি আলোচনায় বসতে সম্মত হয়েছেন তারা।

বিজ্ঞাপন

তিনি আরো জানান, ওয়াশিংটন এবং মস্কোর প্রতিনিধিদল আগামী সপ্তাহে দেখা করবে।

ট্রাম্প হাঙ্গেরিতে পুতিনের সাথে তার বৈঠকের তারিখ নিশ্চিত করেননি।

ক্রেমলিনের পক্ষ থেকেও জানানো হয়েছে যে, ‘আলোচনা অত্যন্ত স্পষ্ট এবং বিশ্বাসযোগ্য হয়েছে। অবিলম্বে বৈঠক আয়োজনে কাজ শুরু হবে।’

ট্রাম্প সাংবাদিকদের বলেছেন যে তিনি ‘দুই সপ্তাহের মধ্যে’ পুতিনের সাথে দেখা করবেন বলে আশা করছেন।

পুতিনের সাথে তার ফোনালাপের পর ইউক্রেনকে ক্ষেপণাস্ত্র দেয়ার সম্ভাবনা সম্পর্কে জানতে চাইলে ট্রাম্প বলেন, ‘আমরা টমাহকের মার্কিন মজুদ ‘নিঃশেষ করতে পারি না’।

এদিকে, ওয়াশিংটন সফরে রয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। মার্কিন যুক্তরাষ্ট্রে পৌঁছানোর পর জেলেনস্কি বলেন, ‘টমাহক ক্ষেপণাস্ত্র পাঠানোর কথা শোনা মাত্রই মস্কো সংলাপ পুনরায় শুরু করতে তাড়াহুড়ো করছে।’

আরএ

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বৃত্তির রোডম্যাপ চায় ছাত্রদল সমর্থিত প্যানেল, শিবিরের ৮ দিনের আল্টিমেটাম

অলিউল্লাহ নোমানের সমর্থনে ঢাকাস্থ মাধবপুর উপজেলাবাসীর নির্বাচনি বৈঠক

বিপিএলে সিলেটের হয়ে খেলবেন সাইম আইয়ুব

সভাপতি ড. মিজান ও বিদ্যোৎসাহী প্রতিনিধি লুৎফর

অসুস্থ শিক্ষার্থীর জন্য শিক্ষক, শিক্ষার্থী ও প্রবাসীর এক অসাধারণ একতা

এলাকার খবর
খুঁজুন