Ad T1

ফিলিস্তিনকে কারা কবে স্বীকৃতি দিয়েছে

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ : ১১ এপ্রিল ২০২৫, ১১: ০৯
ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ জানিয়েছেন, ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার পরিকল্পনা করছে ফ্রান্স। বুধবার ফরাসি এক টিভি চ্যানেলের কাছে সাক্ষাৎকারে তিনি জানান, ফিলিস্তিন-ইসরাইল সংকট সমাধানে নিউ ইয়র্কে জুনে অনুষ্ঠেয় জাতিসংঘ সম্মেলনের মধ্যেই এ পরিকল্পনা বাস্তবায়ন করা হবে।
তিনি জানান, এর বিনিময়ে মধ্যপ্রাচ্যের কিছু দেশ আনুষ্ঠানিকভাবে ইসরাইল রাষ্ট্রকে স্বীকৃতি দিতে পারে। ম্যাক্রোঁর এ ঘোষণাকে ফিলিস্তিন কর্তৃপক্ষ ‘সঠিক লক্ষ্যের দিকে পদক্ষেপ’ হিসেবে স্বাগত জানিয়েছে।
এদিকে গাজায় ইসরাইলের চলমান আগ্রাসনের মধ্যে ১০টি দেশÑ মেক্সিকো, আর্মেনিয়া, স্লোভেনিয়া, আয়ারল্যান্ড, নরওয়ে, স্পেন, বাহামাস, ত্রিনিদাদ ও টোবাগো, জ্যামাইকা এবং বার্বাডোজ ফিলিস্তিন রাষ্ট্রকে আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দিয়েছে। এ ছাড়া আন্তর্জাতিকভাবেও ফিলিস্তিনিদের প্রতি সমর্থন বাড়ছে।
স্বীকৃতির মাধ্যমে আন্তর্জাতিক ক্ষেত্রে ফিলিস্তিনিদের অবস্থান জোরালো হচ্ছে। এর মাধ্যমে তাদের ইসরাইলি কর্তৃপক্ষকে দখলদারিত্বের জন্য অভিযুক্ত করা এবং দুই রাষ্ট্রভিত্তিক সমাধানের জন্য পশ্চিমা শক্তিগুলোকে চাপ দেওয়ার ক্ষমতা বাড়ছে।
বর্তমানে জাতিসংঘের ১৯৩ সদস্য দেশের মধ্যে ১৪৭টিই ফিলিস্তিনকে সার্বভৌম রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেয়, যা আন্তর্জাতিক সম্প্রদায়ের ৭৫ শতাংশ। একইসঙ্গে জাতিসংঘের পর্যবেক্ষকের মর্যাদায় থাকা বিশ্বের ক্যাথলিক খ্রিস্টানদের সর্বোচ্চ নেতা পোপের আবাসভূমি ভ্যাটিকান কর্তৃপক্ষও ফিলিস্তিনকে স্বীকৃতি দেয়।
১৯৮৮ সালের ১৫ নভেম্বর প্রথম ইন্তেফাদার প্রাথমিক বছরে, প্যালেস্টাইন লিবারেশন অর্গানাইজেশনের চেয়ারম্যান ইয়াসির আরাফাত জেরুজালেমকে রাজধানী করে ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে ঘোষণা করেন। এ ঘোষণার পরপরই আরব বিশ্ব, এশিয়া, আফ্রিকা ও লাতিন আমেরিকার ৮০টির বেশি দেশ ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেয়। এর মধ্যে উল্লেখযোগ্য দেশগুলো হলোÑ বাংলাদেশ, পাকিস্তান, ভারত, আফগানিস্তান, নেপাল, মালদ্বীপ, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, চীন, ভিয়েতনাম, উত্তর কোরিয়া, মঙ্গোলিয়া, রাশিয়া, ইরান, তুরস্ক, ইরাক, জর্দান, কুয়েত, সৌদি আরব, ইয়েমেন, ওমান, সংযুক্ত আরব আমিরাত, মিসর, লিবিয়া, তিউনিসিয়া, আলজেরিয়া, মরক্কো, সুদান, সোমালিয়া, শাদ, নাইজার, নাইজেরিয়া, মালি, মৌরিতানিয়া, কিউবা, নিকারাগুয়া, ইউক্রেন, বুলগেরিয়া, রোমানিয়া ও সার্বিয়া।
তবে ওই সময় যেসব ইউরোপীয় দেশ ফিলিস্তিনকে স্বীকৃতি দেয়, তারা ছিল তৎকালীন সমাজতান্ত্রিক সোভিয়েত ব্লকের অংশ।
কয়েক বছর পর ১৯৯৩ সালের ১৩ সেপ্টেম্বর প্রথমবারের মতো ফিলিস্তিন ও ইসরাইলি কর্তৃপক্ষের মধ্যে আলোচনার মধ্য দিয়ে অসলো চুক্তি স্বাক্ষরিত হয়। চুক্তি অনুযায়ী ইসরাইলের পাশাপাশি একটি স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার কথা ছিল।
আশির দশকের শেষে এবং নব্বই দশকের শুরুতে প্রায় ২০টি দেশ ফিলিস্তিনকে স্বীকৃতি দেয়। পরে ২০০০ থেকে ২০১০ সালের মধ্যে আরো ১২টি দেশ ফিলিস্তিনকে স্বীকৃতি দেয়। এ দেশগুলোর বেশির ভাগই আফ্রিকা ও লাতিন আমেরিকার দেশ।
২০১১ সালের মধ্যে ইরিত্রিয়া ও ক্যামেরন ছাড়া আফ্রিকার সব দেশই ফিলিস্তিনকে স্বীকৃতি দেয়।
২০১২ সালে জাতিসংঘের সাধারণ অধিবেশনে সংখ্যাগরিষ্ঠ ভোটে ফিলিস্তিনকে সংস্থাটির ‘পর্যবেক্ষক রাষ্ট্র’ হিসেবে স্বীকৃতি দেওয়া হয়। মোট ১৩৮টি দেশ পক্ষে, ৯টি দেশ বিপক্ষে ভোট দেয়। ৪১টি দেশ ভোট দেওয়া থেকে বিরত থাকে। পশ্চিম ইউরোপীয় দেশগুলোর মধ্যে প্রথম দেশ হিসেবে ২০১৪ সালে সুইডেন ফিলিস্তিনকে স্বীকৃতি দেয়।
২০২৪ সালের ২২ মে নরওয়ে, আয়ারল্যান্ড ও স্পেন ঘোষণা করে, তারা পূর্ব জেরুজালেমকে রাজধানী হিসেবে ১৯৬৭ সালের পূর্ববর্তী সীমানায় ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিচ্ছে। এর প্রতিক্রিয়ায় ইসরাইল ওই তিন দেশ থেকে তার রাষ্ট্রদূতদের প্রত্যাহার করে এবং অধিকৃত পশ্চিম তীরে অবৈধ বসতি বিস্তারের প্রতিজ্ঞা করে।
ওই বছরের ৪ জুন সর্বশেষ ইউরোপীয় দেশ হিসেবে ফিলিস্তিনকে স্বীকৃতি দেয় স্লোভেনিয়া।
এদিকে মাল্টা ও বেলজিয়ামের মতো কিছু ইউরোপীয় দেশ ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়ার পরিকল্পনা করছে।
তবে জি-৭ ভুক্ত কানাডা, ফ্রান্স, জার্মানি, ইতালি, জাপান, ব্রিটেন ও আমেরিকাÑ কেউই ফিলিস্তিন রাষ্ট্রকে এখনো স্বীকৃতি দেয়নি।
Ad
এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত