আন্তর্জাতিক ডেস্ক
পানামা খাল দিয়ে আমেরিকার প্রবেশ অব্যাহত রাখতে হোয়াইট হাউসের অনুরোধের পরিপ্রেক্ষিতে সামরিক পদক্ষেপ নেওয়ার চিন্তাভাবনা করছে দেশটির প্রতিরক্ষা দপ্তর পেন্টাগন। বৃহস্পতিবার বার্তা সংস্থা রয়টার্সে প্রকাশিত এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
আমেরিকান এক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে রয়টার্সকে জানান, নতুন ট্রাম্প প্রশাসনের পক্ষ থেকে অন্তর্বর্তীকালীন জাতীয় নিরাপত্তা নির্দেশনা শীর্ষক এক নথিতে পানামা খালে নিরাপদ প্রবেশাধিকার নিশ্চিতে আমেরিকান সশস্ত্র বাহিনীকে সামরিক উপায়ের বিষয়ে চিন্তাভাবনার আহ্বান জানানো হয়েছে।
সম্ভাব্য আমেরিকান সামরিক পদক্ষেপের বিষয়ে পানামার সরকারের পক্ষ থেকে বলা হয়েছে, নিজেদের স্বার্বভৌমত্ব রক্ষায় তারা অবিচল থাকবে।
বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে পানামার পররাষ্ট্রমন্ত্রী জ্যাভিয়ার মার্টিনেজ-আচা বলেন, ‘পানামা তার ভূখণ্ড, খাল এবং সার্বভৌমত্ব রক্ষায় অবিচল থাকবে। স্পষ্ট বলে দিতে চাই, এই খাল পানামাবাসীর সম্পদ এবং সর্বদা তাই থাকবে।’
বিশ্বের কৌশলগত গুরুত্বপূর্ণ এ জলপথটির নিয়ন্ত্রণ নিতে আমেরিকান সামরিক বাহিনীর পরিকল্পনার খবর এর আগেও প্রকাশ হয়েছিল।
চলতি সপ্তাহের শুরুতে এনবিসির এক খবরে জানানো হয়, আমেরিকান সামরিক বাহিনীর সাউদার্ন কমান্ড পানামা খালের নিয়ন্ত্রণ নিতে দেশটির সামরিক বাহিনীর সঙ্গে একযোগে কাজ করাসহ সশস্ত্র পদক্ষেপের কথা বিবেচনা করছে।
দুই আমেরিকা মহাদেশকে বিভক্ত করা এ খাল আটলান্টিক মহাসাগর ও ক্যারিবিয়ান সাগরের সঙ্গে প্রশান্ত মহাসাগরকে যুক্ত করেছে।
ক্ষমতায় আসার আগে থেকেই আমেরিকার নিয়ন্ত্রণে পানামা খাল নেওয়ার বিষয়ে ট্রাম্পের উপর্যুপরি হুমকির জেরে দুই দেশের মধ্যে অস্থিরতা তৈরি হয়েছে। গত সপ্তাহে আমেরিকান আইনসভা কংগ্রেসে এক বক্তব্যে ট্রাম্প বলেন, তার প্রশাসন পানামা খাল অধিকার করে নেবে এবং এর লক্ষ্যে ইতোমধ্যেই তারা কাজ শুরু করেছেন।
তবে বিভিন্ন সময়ে পানামা খাল দখলে নেওয়ার কথা বললেও কীভাবে তার নিয়ন্ত্রণ নেওয়া হবে, এ নিয়ে বিস্তারিত কিছু জানাননি ট্রাম্প।
‘আমরা পাকিস্তানের জনগণের সাথে ইটের প্রাচীরের মতো দাঁড়িয়ে আছি। এটি ১৯৬৫ বা ১৯৭১ নয়; এটি ২০২৫। আমরা ভারতীয় সেনাবাহিনীকে পাকিস্তান আক্রমণ করার জন্য পাঞ্জাব অতিক্রম করতে দেব না। ভারতের সঙ্গে দ্বন্দ্বে ২ কোটি শিখ পাকিস্তানের পক্ষে’ -বলে ঘোষণা করেন শিখ নেতা পান্নুন।
১ ঘণ্টা আগেপেহেলগামে ২৬ জন পর্যটক হত্যার পর ভারত ও পাকিস্তানের মধ্যে ক্রমবর্ধমান উত্তেজনার মধ্যেই ঘটনাটি ঘটে। কাশ্মীরের পেহেলগামে ওই মারাত্মক হামলার জন্য ভারত পাকিস্তানকে দায়ী করছে। পাকিস্তান জবাবে যে কোনো ধরনের নিরপেক্ষ তদন্তের চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছে।
২ ঘণ্টা আগেকোনো ধরনের আগাম নোটিশ ছাড়া পানি ছেড়ে দেয়া আন্তর্জাতিক আইন এবং দু’দেশের মধ্যে পানি ও নদী ব্যবস্থাপনা চুক্তির সুস্পষ্ট লঙ্ঘন। ভারতের এই আচরণ পাকিস্তানের জনগণের জীবন ও সম্পদের ওপর সরাসরি হুমকি তৈরি করেছে। ভারতের শত্রুতামূলক আচরণের আরো একটি উদাহরণ প্রকাশ পেয়েছে।
৩ ঘণ্টা আগেভারত-শাসিত কাশ্মিরে বন্দুকধারীদের হামলার পর পাকিস্তান ও ভারতের মধ্যে সম্পর্কের বেশ অবনতি হয়েছে। পাল্টপাল্টি পদক্ষেপে উত্তেজনা কার্যত চরমে পৌঁছেছে এবং এর মধ্যেই সীমান্তে ভারত ও পাকিস্তানের সেনাদের মধ্যে আবারও গোলাগুলির ঘটনা ঘটেছে।
৪ ঘণ্টা আগে