আমার দেশ অনলাইন
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ৭৫টির বেশি দেশের ওপর আরোপ করা শুল্ক ৯০ দিনের জন্য স্থগিত করার ঘোষণা দিয়েছেন। এই সময় দেশগুলোর পণ্যে ন্যূনতম ১০ শতাংশ পাল্টা শুল্ক কার্যকর হবে। তবে এ তালিকায় নেই চীনের নাম। কেননা চীন যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে পাল্টা শুল্কারোপ করেছিল। এতে ক্ষিপ্ত হয়ে ট্রাম্প চীনের পণ্যে শুল্ক বাড়িয়ে করেছেন ১২৫ শতাংশ।
বুধবার ট্রুথ স্যোশালে এক পোস্টে এসব তথ্য জানান ট্রাম্প। পোস্টে ট্রাম্প লেখেন, চীন বিশ্বের বাজারগুলোর প্রতি শ্রদ্ধার যে ঘাটতি দেখিয়েছে, তার ভিত্তিতে আমি যুক্তরাষ্ট্রে চীনের পণ্যে শুল্ক বাড়িয়ে ১২৫ শতাংশ ধার্য করছি। এটা অবিলম্বে কার্যকর হবে। আশা করি, নিকট ভবিষ্যতে চীন ও অন্যান্য দেশ উপলব্ধি করতে পারবে যে যুক্তরাষ্ট্রের সঙ্গে প্রতারণার দিন আর থাকবে না বা গ্রহণযোগ্য হবে না।
বিশ্বের বিভিন্ন দেশের ওপর আরোপ করা অতিরিক্ত শুল্ক স্থগিত করার বিষয়ে পোস্টে ট্রাম্প লেখেন, প্রকৃত অবস্থার ভিত্তিতে ৭৫টির বেশি দেশ যুক্তরাষ্ট্রের প্রতিনিধিদের সঙ্গে যোগাযোগ করেছে। এসব প্রতিনিধির মধ্যে যুক্তরাষ্ট্রের বাণিজ্য বিভাগ, অর্থ বিভাগ ও ইউএসটিআর (যুক্তরাষ্ট্রের বাণিজ্য প্রতিনিধি) রয়েছে। দেশগুলো বাণিজ্য, বাণিজ্য বাধা, শুল্ক, মুদ্রা কারসাজি ও অশুল্ক বাধাসংক্রান্ত বিষয় নিয়ে সমাধানে পৌঁছাতে সমঝোতা আলোচনার জন্য অনুরোধ জানিয়েছে। আমি ৯০ দিনের জন্য পাল্টা শুল্ক স্থগিত অনুমোদন করেছি। একই সঙ্গে এই সময়ের জন্য পাল্টা শুল্ক ১০ শতাংশে নামিয়ে এনেছি। এটিও অবিলম্বে কার্যকর হবে।
এদিকে ইউরোপীয় ইউনিয়ন বুধবার যুক্তরাষ্ট্রের ওপর পাল্টা শুল্কারোপের ঘোষণা দেয়। যা ১৫ এপ্রিল থেকে কার্যকর হওয়ার কথা রয়েছে। তবে ট্রাম্প এ বিষয়ে এখন পর্যন্ত কোনো প্রতিক্রিয়া দেখাননি।
তিনি আরো বলেন, তিনি তাকেও হত্যা করতে বলেছিলেন, যার জবাবে তারা বলেছিল যে, ‘নরেন্দ্র মোদীর কাছে সংবাদ পৌঁছাতে তোকে বাঁচিয়ে রাখলাম’।
৪ ঘণ্টা আগেচলতি বছরের ২০ জানুয়ারি দ্বিতীয় মেয়াদে আমেরিকার প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। সেদিন থেকেই তিনি একের পর এক নির্বাহী আদেশে স্বাক্ষর করে বেশ কিছু পদক্ষেপ নিয়েছেন।
৫ ঘণ্টা আগেওই প্রতিবেদনে বলা হয়েছে, গত ৩৫ দিন একনাগাড়ে বিমান ও নৌ হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। ইয়েমেনের নতুন অঞ্চলে অভিযান প্রসারিত হওয়ার সঙ্গে সঙ্গে নিহতের সংখ্যা বাড়বে বলে আশা করা হচ্ছে।
১৬ ঘণ্টা আগেঅবরুদ্ধ ফিলিস্তিনি ভূখণ্ড গাজায় ২০২৩ সালের ৭ অক্টোবর আগ্রাসন শুরু করে ইসরাইল। এর মধ্যে পেরিয়ে গেছে ১৮ মাস। ইসরাইলি আগ্রাসন প্রতিরোধ করতে গিয়ে ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠনগুলো হারিয়েছে তাদের বিপুল যোদ্ধা।
১৭ ঘণ্টা আগে