আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

থাইল্যান্ডে মাদকসহ ৪ ইসরাইলি সেনা গ্রেপ্তার

আমার দেশ অনলাইন
থাইল্যান্ডে মাদকসহ ৪ ইসরাইলি সেনা গ্রেপ্তার
ছবি: সংগৃহীত

থাইল্যান্ডের কোহ ফাঙ্গান দ্বীপে একটি বিলাসবহুল হোটেলে পার্টি চলাকালে চার ইসরাইলি সেনাকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার রাতে মাদক সেবনের অভিযোগে তাদের গ্রেপ্তার করা হয়। খবর ব্যাংকক পোস্টের

প্রতিবেদন অনুসারে, স্থানীয় পুলিশ মঙ্গলবার রাত ২টা ৪০ মিনিটে উচ্চ শব্দে গান বাজার অভিযোগ পেয়ে ওই হোটেলে পৌঁছায়। সেখানে পুলিশ ওই চার ইসরাইলি নাগরিককে পায়। তারা পুলিশের কাছে নিজেদের ইসরাইলের সেনা হিসেবে পরিচয় দেয়।

বিজ্ঞাপন

থাইল্যান্ডের পর্যটন পুলিশ জানিয়েছে, ২৬ থেকে ২৭ বছর বয়সী চারজন ইসরাইলি পুরুষ হোটেলে বসে ছিলেন এবং কিছু একটা লুকিয়ে রাখছিলেন বলে মনে হচ্ছিল। তল্লাশি চালিয়ে তাদের কাছ থেকে কোকেন এবং গুঁড়ো এক্সট্যাসি পাওয়া যায়।

তাদের হাসপাতালে নিয়ে পরীক্ষা করা হলে ওই চার সেনার শরীরে কোকেন ও মেথামফেটামিনের উপস্থিতি পাওয়া যায়।

আরএ

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
খুঁজুন